নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

তেতাাল্লিশ বছর আগের কথা..।

০১ লা জুলাই, ২০১৭ রাত ৩:৪৮

টক টক।।কে??আমি।।খোলা দরজায় জিজ্ঞাসু নেত্রের সম্মুখিন।। ....আছে, না নেই,কেনো?? আমার একটা ম্যাগাজিন ছিলো...রঙ্গের আলোয় মনের ভূবন।। ঠিক আছে দেখছি।। একটু পরেই সেটা হাতে সামনে,এটা?? হ্যাঁ এটাই।। একটু যেন হালকা হাসির ছোয়া।। ভুলও দেখতে পারি।। না এক নূতন পথের নির্দেশনা।। দুটি পথ মিলিত হলো এক মোহনায়।।
প্রায় ৩টি বছর পর এই প্রথম কথা।। দেখা তো অনেকবারই।। তারপর "দেয়াল লিখনের" মাঝে যেন আরো কাছে আসা।। এভাবেই শুরু।। পথ চলা।। সুখে-দুখে,হাসি-আনন্দ আর অভিমানের পথ।। নিজের বলতে কিছুই নেই,সব আমাদের।। মাঝে মাঝে অ-নে-ক বড় না দেখা।। পথে অনেক ঝড়-ঝঞ্ছা।। সব নিদারূন অবহেলায় পদদলিত।।
কিন্তু একসময়ে অপ্রত্যাশিত পরাজয়।। হার মেনে যাওয়া,কূটবুদ্ধি আর প্রতিষ্ঠার কারনে।।মানতে না চাইলেও জেদের কাছে হার মানতে বাধ্য হওয়া।। জোর করে তো সবসময়,সবকিছু পাওয়া যায় না।। গেলেও তাতে স্বার্থকতা থাকে না।। তাই জোয়ারে গা ছেড়ে দেওয়া।।
এক সময় একই মাসে আবার একা হওয়া।। সব কিছু থাকার পরও,সব আনন্দের পরও একটা না পাওয়ার ব্যর্থতা।। অবুঝ মনের না বলা ব্যাথা-বেদনা।। ইচ্ছে করেই সব ছেড়ে নিঃসঙ্গ বেদনায় শেষ হয়ে যাওয়া।। কার কি লাভ হলো???? বিরাট একটা প্রশ্ন সবার কাছে।।
একটু উন্মনা, একটু হেরে যাাওয়ার হতাশা, একটু ত্য্যাগের নেশা (!!) পরিশেষে অপূর্ন বেদনায় হারিয়ে যাওয়াা।।
মাসটি সব পাাওয়ার সাথে হারানোরও।।

)

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠোদ্ধার করতে যথেষ্ঠ বেগ পেতে হলো! আরও সহজ করে লিখলে আমার মতো সাধারণের সুবিধে হতো!

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:৩১

সচেতনহ্যাপী বলেছেন: পাঠোদ্ধার করতে যথেষ্ঠ বেগ পেতে হলো! আপনি একথাা বললেন!!
কবিতা আর গদ্য্যে পার্থক্য কয়হাত??

২| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:২২

মামুন ইসলাম বলেছেন: আর এভাবেই শেষ হয়েগেল একটি ছোট প্রেম কাহিনী। !:#P

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:২৬

সচেতনহ্যাপী বলেছেন: শেষ হয়েও আজোও শেষ হলো না।।

৩| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের দীর্ঘশ্বাসের শেষ হবে না, মনে হয়! যুগ যুগ পরেও সেই সমস্যাগুলো থেকে যাচ্ছে।

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৫:১৪

সচেতনহ্যাপী বলেছেন: না দাদাভাই, শুধু আমাদেরই না, আরো অনেকেরই......

৪| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন:
এত কঠিন কথা কেন...............??????

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৩১

সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম। অনেকদিন পর।।
রাতের খেয়ালে, আর কিছুই না।।

৫| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

ওমেরা বলেছেন: আরে ভাইয়া একটু সহজ করে লিখবেন ব্লগ শুধু আপনাদের জ্ঞানীরাই পড়ে না আমার মত অজ্ঞানীরাও পড়ে ।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: স্যরি।। আসলে অত ভেবে লিখি নি। শুধু ডায়রীর একা পাতাই তুলে ধরেছি।।

৬| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৩:০২

সুমন কর বলেছেন: সব কিছু থাকার পরও, সব আনন্দের পরও একটা না পাওয়ার ব্যর্থতা -- চিরকাল আমাদের ছিল এবং আগামীতেই থাকবে।।

সব কিছু পেয়েও, কিছু না পাবার দুঃখ সবার বুকে থাকবেই।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: স্বাভাবিকই তো সুমনদা।।
একসময়ের ভুল, না পাওয়া নিয়েই তো জীবন।। ওগুলির জন্যই তো আজ সব পাওয়া।।

৭| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৮:৪৫

আমি তুমি আমরা বলেছেন: বুঝিনি।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: আমার ডায়রীর একটি পাতা।।

৮| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,




বাহ... এতোটুকুর মধ্যে সমুদ্রের মতো বিশাল হাহাকার ।
জেদের কাছে হার মানতে বাধ্য হওয়ার দুঃখ থেকেই কি সচেতন ভাবে হ্যাপী থাকার চেষ্টা ?

( অনেকেই দেখলুম আপনার লেখাটি বুঝতে পারেন নি । ভাবে সপ্তমীতে লেখা বলেই । তবে আমার মতো আপনার প্রায় সব লেখা যারা যারা পড়েছেন তাদের বুঝতে কষ্ট হয়নি । )

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: স্বতঃস্ফুর্ত বা স্বাভাবিক আর জেদের কাছে হার মানার মাঝে বিশাল দুরত্ব।।
হাঃ হাঃ আহমেদ ভাই, নামটা কিন্তু নিয়েছিলাম খেয়ালের বশেই।। সেটারই সুন্দর ব্যাখ্যা দেখে, আমিও ভাবতে বসে গেছি।।

৯| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েই জীবন! তবুও এগিয়ে চলা! এইপথে কত কিছুই তো যোগ বিয়োগ হবে! মেনে নিন!

০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: নিয়েই পথ চলছি ভাই।
তারপরও ভাই, অপ্রাাপ্তী নিয়েই হাহাাকার যত, এই সামাজিক জীবনে!!

১০| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, মনে হয় একটু কঠিন হয়ে গেল না । ভালো লিখেছেন ।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: এটা আমার ডায়রীর পাতা।। লেখাাও সেই সময়ের।। আমি শুধুু আজ বলেছি!! ভুল করেছি কি??
বাস্তববতাায় ভুল পাচ্ছেন কি??

১১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: না ভাই, ভুল হবে কেন ! পুরাতন কথাগুলো বা স্মৃতিগুলো তো এখন কষ্টের বা সুখের ইতিহাস হয়ে আছে !! আর বাস্তবতার যত নিষ্ঠুর হোক না কেন, সবকিছু সহজ ভাবে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে ।।

০২ রা জুলাই, ২০১৭ রাত ২:১৫

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ইতিহাস।। আমি ভুলতে পারি না বলেই, মাঝে মাঝে জাবর কাটি।। নিজেরই অজান্তে।।
অনেক শুভেচ্ছা ভাই আমার সুখ-দুঃখের সাথী হবার জন্য।।

১২| ০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

জুন বলেছেন: সচেতনহ্যাপী সামান্য কটি লাইনে এক বিশাল কাহিনী যা মনকে ছুয়ে গেল গভীরভাবে । জী এভাবেই শুরু হয়ে এভাবেই শেষ হয়ে যায় , পরে থাকে অভিমান, হাহাকার আর কষ্টের স্মৃতি ।
অনেক অনেক ভালোলাগা রইলো ।
+
এমন করেই একটু একটু লিখে যান । আপনার লেখার হাত অসাধারন ।
+

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: বড্ড লজ্জায় ফেলে দিলেন বোনটি।। আমার হিসাবে, বেখেয়ালী মনের এলোমেলো লেখা।।। তবে এটা ঠিক যে, আমারই মনের কথা।।
ধন্যবাদ, ভাল থাকবেন

১৩| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শোকাতুর কথামালায় বিষণ্ণ ভালো লাগা!

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: সাথে পাওয়া/না পাওয়ারও হতাশা।।
প্রথম ভ্রমনে স্বাগতম।।

১৪| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩

আজীব ০০৭ বলেছেন: শেষ হয়েও আজোও শেষ হলো না।।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: জীবনের শেষ সেদিনই হবে, যেদিন আমি থামবো।। তাই নয় কি??
ধন্যবাদ।।

১৫| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:২৫

মুশি-১৯৯৪ বলেছেন:
যা পাই নি তা কাড়াকাড়ি করি নি । আমি সেই জিনিস চাই যার উপরে কারো স্বত্ব নেই –
সমস্ত জীবন হাতজোড় করে অপেক্ষাই করতে তাই কোন দ্বিধা নেই ।
মিথ্যাকে চাই নি ব’লেই এতদিন এমন ক’রে বসে আছি
সত্য হয়তো একবার দয়া করবেন -------

ভালো থাকুন বড়ভাই ।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: মুশি!! কেমন আছেন।। কামনা ভালরই।। চেয়ে পাওয়র মাঝে কিন্ত আনন্দ নেই।।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: তেতাল্লিশ বছর আগের ডায়েরীর পাতা থেকে জীবন কাহিনী পড়ে শোনালেন। বেদনাদায়ক হলেও ভাল লাগলো। সাথে পাওয়া গেল জীবনের অভিজ্ঞতা থেকে কিছু মূল্যবান দার্শনিক পর্যবেক্ষণ।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: খায়রুল ভাই, আমি জীবনে তেমন প্রতিক্ষিত বা পরীক্ষিত নই।। আমার যা পাওয়া পথ থেকে কুড়ানো।। এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতাাই আমাকে এতকিছুর পরও এতদুর আসতে সাহায্য করেছে।।
আপনার বিশ্লেষন মনের কোনে টোকা দেয় বলেই ভাল লাগে।।
তবে আমি কিন্তু নিতান্তই সাধারন মানুষ, ব্যাক্তি জীবনে।।
অনেক ধনবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.