নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সত্য ও বিনোদনমূলক, শিক্ষণীয়, ধর্মীয়, নৈতিক, সমাজ সংস্কার মূলক লেখা লিখি। সবাই আমার লেখায় ইতিবাচক সাড়া দিয়ে আমাকে গঠনমূলক ব্লগ লিখতে সহযোগীতা করবেন।

হালিম শাহ্

আমি মুক্তা মনা ও স্বাধীন প্রকৃতির। আমি গঠনমূলক যে কোন বিষয় শেয়ার করি।

হালিম শাহ্ › বিস্তারিত পোস্টঃ

প্রবাস জীবন

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪০


প্রবাস জীবন এক শঙ্খনীলের কারাগার।
যার মধ্যে নিহিত রয়েছে জীবনবোধের প্রকৃত অন্ত:সার।
এই কয়েদি জীবনে হতে হয় কঠিন জীবনযুদ্ধে অবর্তীর্ণ।
চাওয়া-পাওয়ার অসমতায় জীবন হয় জীর্ণ-শীর্ণ।
বাস্তবতার আগুনে জ্বলে এই যাযাবর জীবন।
মজবুরীর করাঘাতে মেনে নিতে হয় কঠিন ত্যাগ ও বিসর্জন।
আপনজনের চোখের দিকে তাকিয়ে সদা ভাল থাকতে হয় এটাই অর্জন।
বিরহ ও কষ্টের চাপা কান্নাগুলো লুকিয়ে অভিনয় করে মন।
ভালবাসার মানুষটাকে ছেড়ে যেতে হয় সাতসাগর তেরনদীর পাড়ে।
হৃদয়ের কঠিন তেপান্তরে বিরহযাতনা কাঁদে ব্যাকুলতার সুরে।
প্রবাসীরা অধীর প্রতীক্ষায় হারিয়ে যায় মিলনের প্রহরে।
প্রিয়জনের ভালবাসার আবেশে মিশে যায় মধুর লগনের ভোরে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৫

অরুনি মায়া অনু বলেছেন: হুম কঠিন বাস্তবতা। কবিতা ভাল লেগেছে।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫

হালিম শাহ্ বলেছেন: আপনাদের ভাললাগা, কবিতার স্বার্থকতা। ধন্যবাদ আপু

২| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫০

নতুন বিচারক বলেছেন: কবিতার মাঝে কঠিন বাস্তব তুলে ধরেছেন ।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৮

হালিম শাহ্ বলেছেন: জীবনসংগ্রামের মধ্যে টিকে থেকে এগিয়ে যাওয়াটা হল জীবন এবং সততাকে সমুজ্জ্বল রাখতে পারাটা হল জীবনের স্বার্থকতা।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৪

nilkabba বলেছেন: জীবনের কঠিন বাস্তবতা ও নির্মম নিয়মের দায় সারতেই আজ আমি, আপনি ছুটছিতো ছুটছি,,,,,কেবলি ছুটে চলা,,,,ভালো থাকবেন,,সুস্থ থাকবেন,,,,

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৯

হালিম শাহ্ বলেছেন: এগিয়ে যেতে হবে বন্ধুর ও বন্ধুময় পথে জীবনের সাথে।

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৬

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: জীবন সংগ্রাম করে নতুন কিছু গড়া। নতুন কিছু পাওয়া।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:০২

হালিম শাহ্ বলেছেন: নতুন কিছু গড়তে, নতুন কিছু অর্জনে।
মানুষ বেঁচে থাকে জীবনকে সাজাতে রঙ্গিন স্বপনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.