নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সত্য ও বিনোদনমূলক, শিক্ষণীয়, ধর্মীয়, নৈতিক, সমাজ সংস্কার মূলক লেখা লিখি। সবাই আমার লেখায় ইতিবাচক সাড়া দিয়ে আমাকে গঠনমূলক ব্লগ লিখতে সহযোগীতা করবেন।

হালিম শাহ্

আমি মুক্তা মনা ও স্বাধীন প্রকৃতির। আমি গঠনমূলক যে কোন বিষয় শেয়ার করি।

হালিম শাহ্ › বিস্তারিত পোস্টঃ

ব্যাকুল মনের আকুতি।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৬


চারিদিকে বইছে নিস্তব্ধ নিরবতা ও শূন্যতা।
মনে জাগে, পিঞ্জরবন্দী বিহঙ্গকে উড়িয়ে দেওয়ার ব্যাকুলতা।
ভেসে উঠে আকাশে ঘন কালো মেঘবালিকার ব্যাথা।
নদীর মোহনায় সাগরের মিলন দেয় অজানায় হারিয়ে যাওয়ার পরিপূর্ণতা।
নিঝুম রাতে পূর্ণিমার চাঁদ চাওয়া-পাওয়াকে করে সিক্ত।
শ্রাবণের জলধারাতে তৃষ্ণার্ত পৃথিবী হয় পরিতৃপ্ত।
সুরভিত ফুলগুলো আনন্দে উদ্বেলিত হয় পাখিদের সুরে।
থাক যত দুরে, আছ হৃদয়ের গভীরে।
খেয়ার মাঝিরা চালায় বৈঠা অকূল সাগরে।
ভালবাসা আলোকিত হবে সুখের ভোরে।
তুমি উদ্ভাসিত হও ফাগুনের বৈচিত্রময় রুপধারায়।
তরুলতা সবুজ হয় বসন্তের মায়াবী ছোয়ায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:১৬

ডঃ এম এ আলী বলেছেন: তুমি উদ্ভাসিত হও ফাগুনের বৈচিত্রময় রুপধারায়।
তরুলতা সবুজ হয় বসন্তের মায়াবী ছোয়ায়

ভাল লাগারমত একটি কবিতা
পাঠে যেন আনলো হৃদয়ে সজিবতা।
শুভেচ্ছা রইল

০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬

হালিম শাহ্ বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইল।

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৭

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: চারিদিকে বইছে নিস্তব্ধ নিরবতা ও শূন্যতা।
মনে জাগে, পিঞ্জরবন্দী বিহঙ্গকে উড়িয়ে দেওয়ার ব্যাকুলতা।

শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.