নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহান ফয়সাল খান

সোহান ফয়সাল খান

নিজের সম্পর্কে লিখার মতো এখন কিছু নেই। যখন কিছু থাকবে তখন অবশ্যই লিখবো।

সোহান ফয়সাল খান › বিস্তারিত পোস্টঃ

বাসে ঘুম

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

সারারাত ঘুম হয়না, সারাদিন ঘুম হয়না। কিন্তু ঘুম হয় একটা জায়গায়। আর তা হল বাসের সিটে বসলেই। বাসের কোআলিটি যত খারাপ হবে, বাস যত বেশি লক্কর ঝক্কর হবে ঘুম আমার ততোই ভাল হবে। যদিও ব্যাপারটা আমার মোটেও পছন্দনা তারপরেও বাসের সাথে আমার ঘুমের এই সম্পর্ক সময় ও বয়স বারার সাথে সাথে গভীর হচ্ছে। একবারতো ফার্মগেট যাবার জন্য উঠে গুলিস্থান চলে গেছি… কখনো আবার মিরপুর ১০ নাম্বার না নেমে ১২ নাম্বার চলে গেছি। এইরকম গল্প আরও অনেক আছে… জানি ভবিষ্যতেও হবে। বাসের ড্রাইভার অবশ্য মনে করে পুরোটাই বাটপারি… মনে আছে কোন একদিন বলেছিল, ” ঘুমের ভান করে ফার্মগেটের ভারা দিয়ে গুলিস্তান চলে আসসেন, ভালোইতো, ভালোনা ? ” … কথাটা শুনার পরে সেই লোকটাকে ডাবল ভারা ধড়িয়ে দিয়েছিলাম আর মনে মনে পন করেছিলাম আর জীবনেও ঘুমাবনা বাসে… কিন্তু সেইদিনই গুলিস্তান থেকে ফার্মগেট ফেরার পথে পুরো বাসে ঘুমিয়ে ঘুমিয়েই আসলাম।
বলা হয়ে থাকে বাংলাদেশে সবচে বেশী জ্ঞানী মানুষ লোকাল বাসে চড়ে এবং টং দোকানে চা খায়! আমার আফসোস বাসে ঘুমাই বলে অনেক জ্ঞান এই জীবন থেকে মিস হয়ে গেছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.