নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবার যখন দেহ থেকে বা’র হ’য়ে যাব আবার কি ফিরে আসবো না আমি পৃথিবীতে? আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে। কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে”

দৃঢ় প্রতিজ্ঞ সোহেল

স্পন্দিত রক্ত

দৃঢ় প্রতিজ্ঞ সোহেল › বিস্তারিত পোস্টঃ

দেশের প্রথম বিজ্ঞাপনী পত্রিকা সম্বন্ধীয় হাস্য রসাত্মক আইডিয়া

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

আসছে দারুন চমক !!!
বিজ্ঞাপনী পত্রিকা, বিজ্ঞাপনী পত্রিকা বিজ্ঞাপনী
পত্রিকা
কাঙ্ক্ষিত পন্যের অফার গুলোর খবর ঠিকমতো পাচ্ছেন না ?
অনেক টাকা ব্যয় করে প্রথম আলো –কালের কন্ঠ সহ দেশের
শীর্ষস্থানীয় পত্র-পত্রিকা রেখেও আশানুরূপ ফল পাচ্ছেন না ?
আর নয় চিন্তা! আর নয় ভাবনা ! আপনাদের সুবিধার জন্য দেশের
এই প্রথম আমরাই বিভিন্ন কাঙ্ক্ষিত পন্যের লেটেস্ট আপডেট
অফার গুলোকে একত্রিত করে মানুষের দোরগোড়ায় পৌঁছে
দিচ্ছি ‘গরম বিজ্ঞাপনী পত্রিকা’ ।

কেনো কিনবেন ‘বিজ্ঞাপনী পত্রিকা’ ?
গ্রাহকদের প্রতিঃ আমরা দেখছি যে দেশের প্রতিযোগিতা
মুলক বাজারে ,একটা পণ্যের সাথে আরেকটা পণ্য জুড়ে দিয়ে তা
অফারের আওতায় আনা হচ্ছে। যেমন ধরুন,আইফোন সেভেনের
সাথে একটি কুরবানির গরু ফ্রি । কিন্তু, সেটা আপনারা সঠিক
সময়ে জানতে পারছেন না । কারন কিছু অসাধু মধ্যসত্তভোগী ,
তারা চাই না আপনারা খবর গুলো ঠিক মত পান ।

কেনো বিজ্ঞাপন দেবেন বিজ্ঞাপনী পত্রিকাই ?
বিজ্ঞাপন দাতাদের প্রতিঃ আমরা মর্মাহত যে আপনারা
আহাম্মকের মত দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় বিজ্ঞাপন
দিয়ে প্রচুর অর্থ ব্যয় করেন কিন্তু সেগুলো এলোমেলোভাবে
থাকার কারনে গ্রাহকরা ঠিকমত পায় না । এবং তাই , আমরা এই
প্রথম আপনাদের সুবিধার্থে এগিয়ে আসছি এবং উদ্বোধনী ছাড়
হিসেবে আমরা দিচ্ছি বিনামূল্য বিজ্ঞাপন দেবার সুযোগ ।
(গ্রাহকরা দেখবেন না )আপনাদের কোন ছাড় নেই ! তাতে কি
হয়েছে ? আন্দাজ মত সংখা বসিয়ে অফার বানিয়ে দেবেন ।
কথা দিচ্ছি , আপনাদের উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা
শতভাগ কাজ করে যাবো।
লক্ষ্যঃ গ্রাহক সেবাই আমাদের মূল লক্ষ্য ।
সুবিধাঃ সুপ্রিয় গ্রাহক, আপনারা সম্পূর্ণ বিনামূল্য আমাদের
পত্রিকাগুলো নিতে পারবেন ।
শর্তাবলীঃ তেমন কোন শর্ত নেই । তবে পত্রিকার সাথে
গ্রাহকদের একটি করে “মতামত ফর্দ” দিয়ে দেওয়া হবে । যেমন
ধরুন আইফোন সেভেনের সাথে আপনার গরু পাইলে ভালো হয়
নাকি জাপান যাবার টিকেটের লটারি ?। সুতরাং , ফর্দ পুরন
করে আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে , কখন হকার
আশে !। আমরা আছি আপনাদের পাশে , থাকবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.