নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৭

একুশের চিঠি
সোহেল চৌধুরী
-------------

মা মাগো, তুই কোথায়?
তুই কী আমায় শুনছো
আমি তো, তোরই ছেলে আসাদ বলছি
মা,মাগো তুই কোথায়? রাগ করিস না।
আমি আসবো না বলে, তুই কথা বলবি না?
আমি তো তোর কোলে শুয়ে গল্প শুনতে চাই।
মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না
বলো মা তাই কি হয়?
আমি, রফিক, সফিক,বরকত
ফিরে আসবো বীরের ভেসে
মা,তোর হাতের মুড়ি, নাড়–
আর শীতের সকালে খেজুরের রসে,
ভিজানো চিতই পিঠা এসেই খাবো!
লক্ষ্মী মা, রাগ করে না,
আর কয়টা দিন, তার পরেই ফিরে আসবো মা।
বোকা ছেলে, তোর ওপর রাগ করতে পারি?
তুই আমার মানিক রতন, তুই তো আমার সব
তোকে ঘিরে সপ্ন দেখি রাখবি আমার মান।
তুই আসবি বলে, কত খাবার বানিয়ে
সিকায় ঝুলিয়ে রেখেছি! কবে আসবি বল?
বহুদিন যাচ্ছে চলে, ফিরে আয় সোনামানিক
কত প্রহর কত দিন গুনতে হবে বল?
আমি যে পারছি না তোকে রেখে থাকতে
ফিরে আয় আমার সোনা মানিক,
ফিরে আয় আমার কোলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ সোহেল
চমৎকার কবিতার জন্য।
ভালো লাগলো।

২| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৩

সোহেল চৌধুরী বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.