নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মহাসেন কবিতাটা লেখা হয়েছে ঝড় ও আবওহায়ার উপর ভিত্তি করে।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮



মহাসেন
সোহেল চৌধুরী

মহাসেন তুমি এসেছিলে বঙ্গোবসাগর ধেয়ে
মহাসেন তুমি গর্জে ওঠো বঙ্গোবসাগরে
তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার কর
এই বাংলার মাটিকে।

তুমি দূর থেকে দূরের গর্জন শুনিয়ে যাও আমায় ,
দূর থেকে দেখতে ভালো লাগে তোমায় ,
তোমার নাম শুনেছি আমি
পড়েছি ইতিহাসের পাতায় ,
তুমি মহাসেন
ভয়াংকার প্লাবন তোমার নাম।

তোমার গর্জনে কম্পিত গোটা বাংলাদেশ
তুমি মহাসেন।
তুমি দূর থেকে খেলছো তোমার খেলা
খেলাধূলা কর তুমি নেই কোন মানা,
তবু ও তুমি আমাদের কর না অবহেলা।

তুমি কম্পিত, তুমি সঞ্চিত হাওয়ার বাজিমাত
তোমার একটু খানি হাওয়ায় হবে যাবে নড়বড়,
তুমি শান্ত থাকতে পার
তবুও তুমি রক্ষা কর আমায়,
তুমি মহাসেন।

বঙ্গোবসাগর করে দিয়েছি তোমার খেলার মাঠ
তবু ও আঘাত দিও না এই বাংলার মাঠ।

তোমায় করেছিলাম বারণ
তুমি শুনলে না কোন কারণ
তুমি করেছ আমায় অপহরন
তুমি মহাসেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.