নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবিতাটি আমার বন্ধু দুহিতার জন্য লেখা হয়েছে। "দুহিতা" তুমি যে খানে থাকো না কেন, তোমার জন্য "বসন্তের ভালবাসা"

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৭


বসন্তের ভালবাসা
সোহেল চৌধুরী
--------------
বসন্ত এসেছে
হৃদয়ে বইছে প্রেমের হাওয়া
বুকে জমেছে ভালবাসার অফুরন্ত হাওয়া
বসন্ত এসেছে,
তরুণ তরুণীর মেলা।

তুমি আসবে বলে
আমি এনেছি তোমার জন্য
লাল গোলাপ-কদম-কৃষ্ণচুড়া;
লিখেছি তোমার জন্য কত কবিতা,
লিখেছি ভালবাসার গান, গল্প ছড়া
হাসির তামশা কত রম্য রচনা,
তবু ও তুমি আসবে।
বসন্ত যে এসেছে!

বসন্তের সকালের হিমেল হাওয়া বইছে
তোমার অপেক্ষায় সকাল বেলা কেঁটে যাচ্ছে,
তরুণ তরুণীরা হাতে হাত রেখে আনন্দে ঘুরছে
বাসন্ততি রংঙের শাড়ী পড়ে,
মাথায় রংঙ বেরংঙের ফুলের পাপড়ি
সাদা ধুতি আর পানজাবী দেখতে ভাল লাগছে।

তোমার অপেক্ষায় দিন চলে যাচ্ছে
তবু ও তুমি আসলে না
ভালোবাসা দিলে না...
ভালবাসা না দাও
শুধু আমার ভালবাসা নাও
তোমার কাছে চাই না আমি
হাসি মুখে কষ্ট দিলে তুমি।

জানি না, তুমি ফিরে আসবে কিনা,
যদি এসো মরনের আগে এসো
তোমার ভালবাসায় আমায় পূর্ণ কর।
তোমার জন্য রেখে দিবো
ঐ লাল গোলাপ-কদম-কৃষ্ণচুড়া;
হয়তো তুমি আসবে,
আমি থাকব না, বসন্তের সকালে
আমার বসন্তের ভালবাসার
স্মৃতিগুলো পড়ে থাকবে আমার পাশে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.