নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে গনতন্ত্রের চেয়ে একনায়কতন্ত্র ব্যবস্থা চালু করলে দেশ তাড়াতাড়ি উন্নত হবে।

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

বাংলাদেশে গনতন্ত্রের চেয়ে একনায়কতন্ত্র ব্যবস্থা চালু করলে দেশ তাড়াতাড়ি উন্নত হবে
সোহেল চৌধুরী


গণতন্ত্র মানেই হলো গণ মানুষের স্বাধীনতা আর একনায়তন্ত্র মানে হলো একক স্বাধীনতা। বর্তমানে বিশ্বের রাজনীতি ব্যাখ্যা করলে দেখা যায় ১০০ বছর আগে গণতন্ত্র অনেক ভালো ছিল। তখনকার রাজনীত ছিল মানুষের কল্যান মুখি। কিন্তু বর্তমান রাজনীতির চিত্র দেখা যায় সম্পূর্ন উল্টো। বর্তমান রাজনীতিতে দূর্নীতিতে ভরপুর। এখন আসি বাংলাদেশের রাজনীতির কথায়। বাংলাদেশে বর্তমানে টিভি চ্যানেলে যারাই রাজনীতি কথা বলে তারা সবাই ভাড়া করা লোক ওদের কথা বিশ্বাস করা আর নিজেকে বিশ্বাস না করা সমান। তবে কিছু লোক আছে তারা সত্যের রাজনীতির কথা বলে। এখন বলা যাক আসল কথা, বিশ্বের অনেক দেশ আছে যে দেশ গুলো একনায়কতন্ত্র ভাবে চলছে। তাদের অর্থনৈতিক ভাবে যে খারাপ অবস্থা তা না। আমাদের দেশের চেয়ে জনসংখ্যা অনেক বেশি। ঐ সব দেশে তো কোন দূর্নীতি নেই, নেই কোন স্বজন প্রীতি, নেই হিংসা, যে যার মতো কাজ করে যাচ্ছে। মানুষের মাঝে নেই কোন হানাহানি। আর আমাদের দেশ স্বাধীন লাভ করেও কোন কিছু পেলাম না। আজ আমার বয়স ২৯ বছর । পড়াশুনা শেষ করতে লাগল ২৭ বছর কিন্তু কোন চাকরি পেলাম না।

বর্তমানে চাকরি পাওয়া যে ১৯৭১ সালের দেশ স্বাধীন করার চেয়ে কঠিন হয়ে গেছে। আমার মতো হাজার হাজার ছাত্র ছাত্রী মার্স্টাস পাস করে বেকার অবস্থায় ঘুরছে, না হয় ১০ হাজার টাকার বেতনে চাকরি করছে না কি গাধার মতো পরিশ্রম করছে তবু তার সংসার টিকিয়ে রাখতে পারছে না। এ যেন জীবন মরনের সাথে লড়াই করে চলছে। আজ যদি আমাদের দেশ একনায়কতন্ত্র ভাবে চলত তাহলে পড়া শুনা শেষ করে ও আজ চাকরি জন্য ১৯৭১ সালের মতো যুদ্ধ করতে হতো না। আমার দায় ভার সরকার বহন করতো। আমাকে আর চিন্তা করতে হতো না। আজ চাকরি না পেয়ে বিদেশে পা বাড়িয়েছি। আজ একনায়কতনতন্ত্র থাকলে আমার মতো যুবকদের বিদেশে আসতে হতো না। দেশে পড়াশুনা শেষ করে দেশে কাজ করার সুযোগ পেতাম। দেশের মানুষের মাঝে থাকত না কোন ধনী গরীবের পার্থক্য। এখন ও একনায়কতন্ত্র ব্যবস্থা করলে দেশ অনেক ভাল হতো। তাই বলি গণতন্ত্রের চেয়ে একনায়কতন্ত্র অনেক ভালো।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: উপমহাদেশের মানুষ একনায়কতন্ত্র পছন্দ করেনা । দুবেলা না খেয়ে থাকবে; তবু কথা বলার অধিকার চায়! একনায়কতন্ত্রে জনমতের প্রতিফলন নেই ।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৯

পান্থজ০০৭ বলেছেন: সহমত

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৯

পান্থজ০০৭ বলেছেন: সহমত

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪০

জল ও ছবি বলেছেন: মধ্যম তন্ত্র ব্যবস্থা চালু থাকলে ভালো হত।

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

আমি মিন্টু বলেছেন: মেলা ভালো কথা কইছেন মিয়া ভাই আপনেরে ধন্যবাদ । :)

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৩

মোহাম্মদ জামিল বলেছেন: আমাগো দেশে তো একনায়ক তন্ত্র চলছে। ইহা খুব ভাল..দেশ অনেক উন্নতি করতেছে। কোন দুর্নীতি নাই...

৭| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫

সোহেল চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাদের, একটু চিন্তুা করে দেখেন যে দেশগুলো একনায়কতন্ত্র ব্যবস্থা চালু আছে তারা অনেক ভাল আছে। জীবন যাপন নিয়ে কোন চিন্তা করতে হয় না। আর বাক স্বাধীনতা দিয়ে কি করবেন আপনার কি বাক স্বাধীনতা আছে? পেটে ক্ষুধা পিঠে তেল যার ফলে গ্যাষ্টলিভার হতে পারে। এ ভাবে জীবন যাপন করা যায় না।

৮| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

অদ্বিত বলেছেন: একনায়কতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা। হুম, পুরোপুরি একনায়কতন্ত্র হবার দরকার নাই। সবার মত প্রকাশের স্বাধীনতাও থাকুক আবার সবার মতামত শোনার পর একনায়কের নিজের ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও থাকুক। হাফ গণতন্ত্র এবং হাফ একনায়কতন্ত্রের সমন্বয়ে গড়ে উঠুক দেশের শাসনব্যবস্থা। তাহলেই ভাল হবে।

৯| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩

সোহেল চৌধুরী বলেছেন: ধন্যবাদ অদ্বিত, আপনার মতামতের জন্য। তবে বর্তমান যে ভাবে দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে তাতে বলা বর্তমান ক্ষমতাশীল দল আগামিতে দেশ শাসন করবে, এটা নিশ্চিত করা বলা যায়। সেটা যদি হয় তাহলে একনায়কতন্ত্র ভালো আমাদের জীবন জীবিকা নিয়ে কোন চিন্তা করতে হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.