নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রং নাম্বার (সত্য ঘটনা থেকে লেখা হয়েছে)

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০১

রং নাম্বার
সোহেল চৌধুরী


২০১২ সাল ২৭ ই আগষ্ট ঘড়ি কাটা যখন সকাল ৮.১৪ মিনিট। রং নাম্বার ফোন। কোথায় থেকে কে বলছে বুঝা যাচ্ছে না। অনেকক্ষন পরে বুঝা গেল এক কন্ঠ। যার নাম্বার তার কোন হদিস ছিল না। ফোন রিসিভ করে কথা বলল অন্য একজন। পরে জানা গেল এই ফোন যে, ব্যবহার করে সে গোসল করে। কি নাম তার? উত্তর দেওয়া হলো রানা। কি করেন উনি? সে চাকরি করে। তার পরে ডেকে তাকে দেওয়া হল। তাড়াহুড়া করে কয়েক মিনিট কথা বলেই শেষ করে দিলাম। অফিসের কাজ শেষ করে বাসা ফিরে আবার আমি সেই রং নাম্বার ফোন দিলাম। তখন অনেকক্ষন কথা বললাম। একদিন দুইদিন তিনদিন চারদিন.............. এভাবে চলল কথার পরে কথা।কি আর কথা, যা বলে শেষ করা যাবে না। কে সেই রং নম্বর লোকটি তার আজ কোন তথ্য পাইনি অনেকে।

২০১৪ সাল নম্বেভর মাস ৭ তারিখ কোথায় চলে গেল রানা তার তথ্য আজ অনেকের কাছে অজানা। কেন এই দেশ ছেড়েছে তার কোন উত্তর মেলেনি। শুধু পরিবারের লোকজন জানে রানা দেশের বাহিরে যাচ্ছে । তার পরিবারের কোন লোকজনই বিদেশে যাওয়ার ব্যাপারে রাজি ছিল না। তাদের কাছে একটা প্রশ্ন কেন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ লি: চাকরি ছেড়ে দিল? কেনই এই বিদেশ যাচ্ছে? তার পরিবারের কেউ আজ ও জানতে পারে নাই। প্রতিদিন তাকে প্রশ্ন করা হচ্ছে কেন সে বিদেশ গেল। তারা কোনদিন এর উত্তর খুজে পাবে কিনা এটা বুঝা বড়ই দায়। এম বি এ শেষ করে ভাল চাকরি করত। দেশের মাটিতে সবার কাছে প্রিয় ছিল। চাকরি জীবন খুব ভালো চলছিল অতচ সে কেনই বাহিরে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর যখন পরিবারে কেউ খুজে পাচ্ছে না তখন তার বন্ধুদের কে প্রশ্ন করা হচ্ছে তারা কিছু এ ব্যাপারে জানে না। তিনি যে খানে কয়েক বছর চাকরি করেছেন সে অফিসের লোকজন কিছুই জানে না। অফিসের লোক জন তাকে খুজছে। কোথায় রানা? কিছু দিন হল মোটামুটি সবাই জানতে পারল রানা দেশের বাহিরে অবস্থান করছে। এখন প্রশ্ন উঠছে রাজনেতিক অঙনে, প্রশ্ন উঠছে সাংস্কৃতি অঙ্গনে, নিজ গ্রামের বাড়ি পাড়া মহল্লায়, এতো প্রশ্ন যখন আসে, তখন প্রশ্নের উত্তর খুজে পাওয়া যাচ্ছে না। সব প্রশ্ন যখন প্রশ্ন তখন প্রশ্ন উত্তর দাড়ায় প্রশ্ন? তবে তার কাছ থেকে কোন উত্তর পাচ্ছে না, তার পরিবার। সত্য পরিচয় গোপন রেখে বিদেশের মাটিতে পা বাড়িয়েছে রানা। সত্য পরিচয়ের অড়ালে যে পরিচয় দিয়েছেন তাতে দেশের বাহিরে ও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের মুখামুখি হতে হচ্ছে তাকে। সবার আগ্রহ সত্য কথাটি জানার। কেন বিদেশ গেল রানা?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭

প্রামানিক বলেছেন: ভয়াবহ প্রশ্ন

২| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২০

সোহেল চৌধুরী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.