নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবসের জন্য একটি রসিক কবিতা, কে কে প্রেম করেছেন? তাদের প্রেমের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রেখেই কবিতা লেখা, কবিতার নাম ‘ কইতাম না’

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২০



কিতা কইতাম, ভালবাসা,
কইতাম না।
পুইড়া পুইড়া,
মইরা যামু
তবু ও মাগার
মুখ খুলতাম না।

কেবারে কয়
তোরে ভালবাসতাম?
হু! হালা,
আজাইরা আর কাম নাই।
মইরা যামু
তবু ও মাগার মুখ খুলতাম না।

যাহ!যতো সব শালারা
ভালবাসার ফান্দে পইরা
কান্দে সব পাগলারা,
মইরা যামু
তবু ও মাগা
মুখ খুলতাম না।

মন দিলাম
প্রাণ দিলাম
শালা শূন্য হাতে
ফিরইয়া আইলাম
কেবারে কয়,
তোরে ভালবাসতাম?
মইরা যামু
তবু ও মাগার মুখ খুলতাম না।

কেল্লা ফতে
হালা আমি এখন পথে
থালাটা হাতে,
কেবারে কয়
তোরে ভালবাসতাম?
মইরা যামু
তবু ও মাগার মুখ খুলতাম না।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.