নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ফাটাকেষ্ট

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪০


আমি ফাটাকেষ্ট রাজপথ
দমিয়ে দিচ্ছি রাজত্বের ভার
সন্ত্রাস আর চাঁদাবাজি নয়
ফাটাকেষ্টর বাংলায়।

আমি মন্ত্রী নই,
আমি হাসিনার টু পারসেন্ট নয়,
আমি শান্তিগামী মানুষের অন্তরালয়ে,
আমি ফাটাকেষ্ট রাজপথে।

দেশের নেতা, দেশে খাতা
কলম ভেঙ্গে হয় ছাত্রনেতা
দুর্নীতিতে ভরা ভরা,
দেশ আমার আশা হারা।

রাস্তাঘাটের বেহাল দশা
আমি হই দিশাহারা,
রাঘব বোয়ালদের হাতে পড়ে
বাংলা বাশের চাটাইয়ে
খড় কুটার ছাই দিয়ে তৈরি হাইওয়ে,
আমি ফাটাকেষ্ট, হবে না মানুষের কষ্ট।

ঝকঝকা ঝক ট্রেন চলে
লক্কর ঝক্কর বাস চলে,
মাঝে মাঝে রাস্তার পাড়ে
কান্দে মানুষ,স্বজন ছেড়ে।
কেমন করে বাঁচি মাগো
দেশ স্বাধীনতার হাল ছেড়ে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: এই লোক একজন প্রকৃত আওয়ামী লীগার। এতে কোন সন্দেহ নেই।
অথচ দলের কর্মীরা দেখি তার উপরে বিরক্ত।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২৮

পলাশমিঞা বলেছেন: এমন ছবি না দেওয়া ভালো।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:০১

কলাবাগান১ বলেছেন: আমি ফাটাকেস্ট
আমি রাস্তার দুধারে খাম্বা লাগাই
কিন্তু বিদ্যুত নাই
তাতে কি
রাজাকারের দল
তাতেই খুশী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.