নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যতা জীবনে পূর্ণতা পাওয়ার আশা

সোহেল চৌধুরী

মুহাম্মদ সোহেল চৌধুরী, সত্যকে আকড়ে ধরে, জীবনকে রঙ্গিন করে, আজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চান।

সোহেল চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো প্রাট্যনাট স্কুলের প্রযোজনায় ’ নৈশভোজ\'

১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮


গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো প্রাট্যনাট স্কুলের প্রযোজনায় ’ নৈশভোজ’। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি মঞ্চস্থ করা হয়।

নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র। নাটকের নিদের্শনা দিয়েছেন মিতুল রহমান।

নাটকটির নিদের্শক মিতুল রহমান বলেন, নাটকটি নির্মাণের ক্ষেত্রে কখনো কখনো সময়ের বাধাঁকে অতিক্রম করেছি। আপনারা দেখছেন যে নাটকটির অভিনয়ের মধ্যে ছিলো ভীষন তারুণ্যদীপ্ত একঝাঁক তরুণ্য শিল্পী। নাটকটি অভিনয় করেছেন-হাসিব শাহরিয়ার, আদিবা ইসরাত, মুন্নাফ সরকার, রবিউল রবিন, পি.কে পলাশ নাথ লোচন, মিনহাজ মারজু, কাজী স্বনক, নাহিয়ান ইব্রাহিম, সামছুল আরেফিন জিলানী, মো. আসাদুজ্জামান, ইমরান আকন্দ প্রমুখ।

কথা বলেছিলাম নাটকের অন্যতম শিল্পী আদিবা ইসরাত সাথে। তিনি বলেন, আমরা প্রাট্যনাট স্কুলের ৩৩তম ব্যাচ। প্রত্যেক ব্যাচের একটি নাটক প্রদর্শীত হয়। বরাবরের মতো এবার তাই। তবে নৈশভোজ নাটকটি একটি ভিন্নধর্মী। আমি প্রথম বারের মতো মঞ্চ নাটকে পারফর্ম করেছি। তাই মনের মধ্যে অনেক ভীতির কাজ করে ছিলো। ভয়-ভীতির মাঝে ও মনের মধ্যে আনন্দ ছিলো।

টিভি নাটকের অভিনয় প্রসঙ্গে আদিবা ইসরাত বলেন, এশিয়ান টিভিতে দুইটি সিরিয়াল নাটকের কাজ করেছি এছাড়া এটিএন বাংলায় একটি কমেডি শো-তে কাজ করছি। তিনি আরো বলেন টিভি নাটকের জন্য ভালো স্ক্রিপ্ট পেলে কাজ করবো।

নাটকটি মঞ্চায়নের আগেই প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ৩৩তম ব্যাচের সনদ বিতরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা আলম এবং নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুতে স্বাগতম।
আশা করি তোমার স্বরব উপস্থিতিতে
মুখর হয়ে উঠবে সামুর প্রাঙ্গন।
শুভেচ্ছা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সোহেল চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভইয়া।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: ক্কতদিন মঞ্চ নাটক দেখি না।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২২

সোহেল চৌধুরী বলেছেন: আসুন আগামিকাল সন্ধ্যা ৬টায় নাটক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.