নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

♣ পাগলী মা ♣

১১ ই মে, ২০১৪ রাত ১১:০৭







জকাল আসতে যেতে একটা অভাবনীয় দৃশ্যপট রোজ চোখে পড়ে। উইলকিংসন রোড, রিভার স্ট্রিট, কালীবাড়ি মোড় সব খানেই দিনের বিভিন্ন সময় একজন পাগলীকে দেখি। কোলে একটা শিশু সন্তানকে নিয়ে ঘুড়ে বেড়ায়। বদ্ধ উন্মদ হলেও সে বোঝে তার সন্তানের দরদ। জানিনা এই পাগলী মায়ের জঠরে সন্তান জুড়ে দিয়েছে কোন পাষণ্ড পিতা। পাগলীর সন্তান প্রীতি দেখে মনে পড়ে যায় আমার মায়ের কথা।



শৈশবের দিনগুলো থেকেই নিবিড় ভাবে মায়ের আঁচলে নিত্যসাথী ছিলাম। আমার বর্ণপরিচয়ের প্রথম শিক্ষাগুরু তিনি। তার মুখের ভাষা থেকেই আমার আজকের এই কথা জগৎ। শৈশবে দেখতাম তিনি ব্যতিব্যস্ত মানুষ। হাফ ডজন মানুষের জন্য রোজ রান্না-বান্না, ঘর গোছানোর কাজ করেও আমাদের এতটুকু অবহেলা হতে দিতেন না। সেই দিনগুলোতে মায়ের কোলে চেপে কতই না পথ চলেছি।



পাগলীর সামনে দাড়িয়ে এসব ভাবছিলাম। সাহস করে এগিয়ে গেলাম পাগলীর কাছে। জানতে চাইলাম এই সন্তান কি তার কিনা। উনি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলেন। পকেট থেকে বিস্কুট দিলাম। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত বিস্ময় যেন ওনার চোখে ঘূর্ণির মতো ঘুড়ছে। কি অমোঘ নিয়তি! অন্ধকার ভবিষ্যত বুকে চেপে সন্তানের দায়ভার নিয়ে চলছে।



আমার দেয়া বিস্কুট পাগলী প্রথমে নিজে খেয়ে দেখলো; তারপর শিশু সন্তানটির মুখে দিল। একেই বলে বিশ্বাস! মা'র আস্থা হলো, বিস্কুটে এমন কিছু নেই, যা খেয়ে সন্তানের কিছু হবে। পাগলীর ভাব দেখে মনে হচ্ছিল যতো ঝড় আসুক তার উপর সে সইবে তবুও তার সন্তান থাকুক নিরাপদে।



মা শব্দটার এত ওজন যে, পৃথিবীও বইতে পারবেনা। আজকের এই রঙ আর সঙ সাজার এতো আয়োজন, তা শুধু মায়ের অবদানের ফলেই। প্রত্যেকটা মানুষের বুকেই একজন নারীর বাস। পৃথিবীর সমস্ত অকৃত্রিম স্নেহ, ‘মা’ শব্দটার মাঝে লুকিয়ে আছে।

আমি অনেকক্ষণ তাকিয়ে দেখলাম পাগলী আর তার সন্তানকে। বিস্কুট খাওয়া শেষ হলে আমি ওদেরকে ছেড়ে এগিয়ে চললাম কিন্তু মনটা পড়ে রইলো মমতাময়ী পাগলী মায়ের চোখের স্নেহের নদীতে।









_________________________________________

ঈষৎ প্রথম আলোর বন্ধু সভার পাতায় প্রকাশিত



মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ রাত ১১:১২

মোমের মানুষ-২ বলেছেন: মায়ের মমতা মায়ের মতই

১১ ই মে, ২০১৪ রাত ১১:৪১

সকাল রয় বলেছেন: ভালো থাকুক সকল মা

২| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: মা শব্দটার এত ওজন যে, পৃথিবীও বইতে পারবেনা

ইহা সত্য
ইহা সত্য
ইহা সত্য

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সকাল রয় বলেছেন: ধন্যবাদ প্রফেসর

৩| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:৫৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
যেখানেই থাকুক সকল মা'য়েরা ভাল থাকুক ৷

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

সকাল রয় বলেছেন:

ভালোবাসি সকল মা'কে

৪| ১২ ই মে, ২০১৪ রাত ৮:১১

অন্ধবিন্দু বলেছেন:

মা

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০৩

সকাল রয় বলেছেন:
জগত জননী

৫| ১২ ই মে, ২০১৪ রাত ১১:২৩

মামুন রশিদ বলেছেন: মা শব্দটার এত ওজন যে, পৃথিবীও বইতে পারবেনা।


আর কিছু বলার নেই । মা কে ভালোবাসি ।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০৪

সকাল রয় বলেছেন:
ভালোবাসি তোমায় মা'

৬| ১৩ ই মে, ২০১৪ দুপুর ২:৫০

সাজিদ উল হক আবির বলেছেন: মা দিবসে অনেক কথাই জমা হয়ে রইল, প্রকাশ করা হল না। আমার সহ ব্লগাররা এত মমতা নিয়ে সুন্দর করে মায়ের সাথে বা মায়েদের নিয়ে স্মৃতিচারণ করেছেন, আমার কিছুই আর বলা বাকি থাকে নি।
বেশ ভাল লাগলো, প্রিয় সকাল দা।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০৬

সকাল রয় বলেছেন:

একদিন আপনিও লিখে ফেলবেন। পড়বার অপেক্ষায় আছি___

৭| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর অনুভূতি হলো লেখাটা পড়ে।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:০২

সকাল রয় বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই

৮| ১৪ ই মে, ২০১৪ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মায়ের জন্য ভালোবাসা

৯| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা ।

ভালোবাসা আপনার জন্যও ।

উইলকিংসন রোড, রিভার স্ট্রিট নামগুলো
শুনলেই মন ভালো হয়ে যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.