নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

☼ নীলের বলো দাম কি আছে, তোমার দুঃখের কাছে ☼

১৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৬





নীলের বলো দাম কি আছে, তোমার দুঃখের কাছে



সে,যে সকাল-সাঁঝে, হাজার কাজে

বন্ধু হয়ে নিত্য লাজে, তোমায় ছুঁয়ে থাকে

সে নিত্যদিনের ঘরকান্নায় তোমায় নিয়ে খেলে-

জোয়ার ভাটার খেলা।

সে-যে উড়নচণ্ডী, তাড়িয়ে বেড়ায় সকল রোদেল বেলা।



তোমার দেহের ভাঁজে, কথার কষ্ট সাজে,

তোমার শূণ্য সিথী খা-খা সাদা মাঠ।

তোমার ভাগ্য নদীর ব্যার্থ ঘুড়ি উড়ে সকল স্থানে

তোমার পায়েল জোড়া যেন বন্দি শিকল-

হারে সকল জেতা খেলায়।



তোমার দুঃখের কাছে আছে কি দাম বলো নীলের।











প্রচ্ছদ-লেখক

=========================================



আমার মতে -

যে যত বেশি কষ্ট পায় সে তত বেশি ভালো কবিতা লিখতে পারে

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সে-যে উড়নচণ্ডী, তাড়িয়ে বেড়ায় সকল রোদেল বেলা।

নিজের ছায়া দেখতে পেলাম। ইন ফ্যাক্ট, যে ভালোবাসে, বা না-ভালোবাসে, তার কাছে সবসময়ই নিজেকে উড়নচণ্ডি বা ছন্নছাড়া মনে হয়।

কবিতা মনের মতো। নিচের কমেন্টটাও খাটলো।

শুভেচ্ছা।

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৩

সকাল রয় বলেছেন:
আমি রোজ কষ্ট ভুলতে চেষ্টা করি- হোক সেটা কবিতায়, হোক নিরবতায়
________________________________________
শুভেচ্ছা অনাগত দিনের ___


চোখ বন্ধ করে অস্তিত্ব টের পাই, কিন্তু জাগরেন নাই!

২| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সে,যে সকাল-সাঁঝে, হাজার কাজে
বন্ধু হয়ে নিত্য লাজে, তোমায় ছুঁয়ে থাকে
সে নিত্যদিনের ঘরকান্নায় তোমায় নিয়ে খেলে-
জোয়ার ভাটার খেলা।
সে-যে উড়নচণ্ডী, তাড়িয়ে বেড়ায় সকল রোদেল বেলা।


সুন্দর কবিতাটা

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৪১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ______

ভালো থাকুন_____

৩| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার সকাল ভাই ।

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৪২

সকাল রয় বলেছেন:
নাজমুল হাসান মজুমদার

ধন্যবাদ

ভালো থেকে ভাই

৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:২২

পরিবেশ বন্ধু বলেছেন: যে প্রেমিক সেও লিখতে পারে , কবিতা লেখা আল্লাহর দান
লেখাটি ভাল লাগল ।

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:০২

সকাল রয় বলেছেন: হুম ঠিক কইছেন

৫| ১৭ ই মে, ২০১৪ রাত ২:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতায় সব প্রেমিক প্রেমিকারাই তাদের ছায়া দেখতে পাবে ;)

কবিতা ভালো লেগেছে।


আপনার কমেন্ট ধরে লিখতে চাই-- কষ্ট পেলে হয়তো অনেক লেখা যায়। লেখায় আবেগ খুব কাজ করে কিন্তু সেই আবেগ যদি ভিজা ভিজা হয়ে যায় তবে সেই লেখা শেষ। গুরুত্ব হারিয়ে ফেলে। পরিমিত আবেগ লেখার জন্য ভালো। সেটাকে শিল্পের মাফকাঠিতে মাপা যাবে।

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৩

সকাল রয় বলেছেন:
আগের মতো ভালো আবেগ নেই বলে লিখতে পারিনা। এখন সব নষ্ট আবেগ। তাই লেখা্ও নষ্ট হয়।

ধন্যবাদ আলউদ্দিন কবি

৬| ১৭ ই মে, ২০১৪ সকাল ৮:১৪

মামুন রশিদ বলেছেন: আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতায় সব প্রেমিক প্রেমিকারাই তাদের ছায়া দেখতে পাবে ;)

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৭

সকাল রয় বলেছেন:
প্রেম তো বহুরপ
তাই হয়তো বা

ধন্যবাদ
মামুন ভাই

৭| ১৭ ই মে, ২০১৪ সকাল ৮:৫৯

শায়মা বলেছেন: আমার মতে -
যে যত বেশি কষ্ট পায় সে তত বেশি ভালো কবিতা লিখতে পারে



ঠিক ঠিক !!!


:P

১৭ ই মে, ২০১৪ সকাল ১১:০৫

সকাল রয় বলেছেন: ধন্যবাদ____শায়মা আপু
আপনি ব্লগে এসেছেন দেখেই ভালোলাগছে।

৮| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪১

জাহাঙ্গীর.আলম বলেছেন: শব্দে আর অভিভাষণে মন ছোঁয়ে গেল ৷





*মাঝে মাঝে ভ্রমণ টনিকের কাজ দেয় কিন্তু ৷

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:০৩

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ কবি
হয়তোবা তাই

৯| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: সে,যে সকাল-সাঁঝে, হাজার কাজে
বন্ধু হয়ে নিত্য লাজে, তোমায় ছুঁয়ে থাকে
সে নিত্যদিনের ঘরকান্নায় তোমায় নিয়ে খেলে-
জোয়ার ভাটার খেলা।
সে-যে উড়নচণ্ডী, তাড়িয়ে বেড়ায় সকল রোদেল বেলা।


চমৎকার !

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:০৪

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ অভি কবি

১০| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:০৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই

১১| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৬

ফা হিম বলেছেন:
যে যত বেশি কষ্ট পায় সে তত বেশি ভালো কবিতা লিখতে পারে

কথা সত্য। কবিতায় প্লাস।

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:১৭

সকাল রয় বলেছেন: ধন্যবাদ

১২| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:০৮

সপ্নাতুর আহসান বলেছেন: কষ্ট পেলে বেদনার কবিতাগুলোতে পূর্ণতা আসে, পরিপক্ক হয়।

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:০১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

১৩| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার কষ্ট নাই তাই
ভালো কবিতা লিখতে পারি না ! :( :(

কবিতায় ভালোলাগা । ভালো থাকুন ।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:১০

সকাল রয় বলেছেন: কমবেশি সবাই থাকে কষ্ট

১৪| ২০ শে মে, ২০১৪ রাত ৩:৪৫

রাইসুল নয়ন বলেছেন:




দাদা মনে হচ্ছে গভীর কিছু বলেছেন ,বুঝতে পারলাম কি পারলাম না বুঝতে পারছিনা ।,


তবে কষ্ট কষ্ট সুখ আমার ভাললাগে ,স্বরচিত যন্ত্রণার কোন পাখা থাকেনা ,ওরা বুকের ভেতরটায় প্রায়শই খোঁচা খুচি করে আর ক্লান্ত হয়ে গেলে হালকা লবন ,।
আহ বিষাদ ,তুই বিস্বাদ না হলে হত না ,তিন বেলাই নক্ষত্রের সাথে গিলে নিতাম !

২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৫

সকাল রয় বলেছেন: আপনার কথাগুলো দারুন লাগলো।

১৫| ২২ শে মে, ২০১৪ রাত ৯:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবি,

ফেইসবুকে আপনাকে কোন নামে পাওয়া যাবে? যাই হোক, ফেইসবুকের এ স্টেটাসটি পড়ার জন্য অনুরোধ করছি। শীঘ্র রিসপন্স করবেন আশা করি।

সম্ভব হলে আমাকে আপনার ফ্রেন্ডলিস্টে এ্যাড করুন।

শুভেচ্ছা।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

১৬| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কি খবর আপনার ?

ব্যাস্ততা খুব বেশি ।
আজ একটা স্মৃতিকথা পোস্ট করেছি ।
সোনাবীজ ভাই এর পোস্টটা দারুন হবে আশা করছি ।

ভালো থাকুন ।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৮

সকাল রয় বলেছেন:
আমি ফ্রি হলেও আজকজাল আর মাথা চলেনা । ধন্যবাদ

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১১

দীপংকর চন্দ বলেছেন: আমি রোজ কষ্ট ভুলতে চেষ্টা করি- হোক সেটা কবিতায়, হোক নিরবতায়

প্রতিমন্তব্য, কবিতা, প্রচ্ছদ- প্রতিটিতেই ভালোলাগা অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

সকাল রয় বলেছেন:

অনেক ধন্যবাদ ___ কবি
আপনার আগমন ভালো লাগলো।

১৮| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

এহসান সাবির বলেছেন: যে যত বেশি কষ্ট পায় সে তত বেশি ভালো কবিতা লিখতে পারে....

সে কবিতা গুলো ছিড়েও ফেলতে পরে খুব সহজেই....


চমৎকার কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

সকাল রয় বলেছেন:
কবিতা ছিড়ে ফেলাটাও বেশ কষ্টের



অনেক অনেক ধন্যবাদ_____
ভালো থাকবেন____

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ছন্দময় নীল দুঃখ!
"তোমার ভাগ্য নদীর ব্যার্থ ঘুড়ি উড়ে সকল স্থানে
তোমার পায়েল জোড়া যেন বন্দি শিকল-
হারে সকল জেতা খেলায়।

তোমার দুঃখের কাছে আছে কি দাম বলো নীলের।"++ কবিতায় অনেকখানি ভাললাগা,

"যে যত বেশি কষ্ট পায় সে তত বেশি ভালো কবিতা লিখতে পারে" হাহাহা, ভাল লিখতে পারে কিনা জানিনা তবে আমি কেবল কষ্টের কথাই লিখতে পারতাম, ডায়রী ভরে কেবল দুঃখই থাকতো, আর একটা সময় পর সব দুঃখকে পুড়িয়ে দিতাম নাহয় ছিড়ে কুটি কুটি করে ফেলে দিতাম ,নিজের লিখা ছিড়ে ফেলাটা ওনেকের কাছে কষ্টকর হলেও আমার কাছে স্বস্তির :)

শুভকামনা।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

সকাল রয় বলেছেন:
আমার এমন অনেক দিন গেছে শুধু লিখে গেছি কষ্টকথা।
ডায়েরীর পাতায় জমে গেছে লাল-নীল-সবুজ কথা যতো...
তারপর একদিন সব পুড়িয়ে দিলাম_______

অনেক অনেক ধন্যবাদ____ ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.