নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

♣ ৫ম বর্ষপূর্তিতে আমি এবং সামহোয়্যার ইন ব্লগ পাতা ♣

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭







ভালোবেসে শব্দকথা আর ব্লগারদের মাঝে কাটিয়ে দিলাম এতগুলো দিন। আজ এই ব্লগে আমার ব্লগিং এর ৫ম বর্ষ পূরণ হলো। ২০০৯ সালের এই দিনে এক শীত সকালে আমি প্রথমবারের মতো সামহোয়্যার ইন এ লগ-ইন করি। তারপর থেকে সময়ে-অসময়ে ভালোবেসে-অভিমানে দারুন দারুন সব মানুষদের লেখায় নিজেকে মিশিয়ে দেই। শত কাজের ভীড়ে এখনও পিছু ছাড়তে পারিনি এই ব্লগের হয়তোবা আর কখনোই ছাড়া সম্ভব নয়। কিছু অনুভূতি কখনো মলিন হয়না, এই সব ব্লগারদের ভালোবাসাটাও আমার কাছে কখনো অমলিন হবে না।





আমার ব্লগ পাতা



আমার দেখা এই ব্লগের অনেক ব্লগার এখন বর্তমান সময়ের কথাসাহিত্যিক সেলিব্রেটি। যারা লেখালেখিটা শুরু করেছিলেন এই বাঙলা ব্লগিং এর মাধ্যমেই কিন্তু হঠাৎ সেলিব্রেটি হয়ে যাওয়ায় ব্লগিং করাটাকে সময় নষ্ট মনে করেন। আবার এমন কিছু ব্লগার আছেন যারা সেলিব্রেটি হয়েও ব্লগিং করছেন। খুব ভালো লাগে তাদের লেখায় চোখ বুলাতে যারা এখনো ভালোবেসে কথায় কাব্যে মিশে আছেন এই মুক্ত উদ্যানে। বাংলা ব্লগ থেকেই প্রতিবছর অনেক লেখক বেড়িয়ে আসছেন এবং পরবর্তী সময়ে আরো আসবে। কিন্তু যদি তারা ব্লগ থেকে বেরিয়ে ব্লগিং সাহিত্য নিয়ে আশাহীন বক্তব্য লেখেন তখন সেটা কারো ভালো লাগে না।





আজ পর্যন্ত আমার ব্লগিয় পরিসংখ্যান।



আমার ব্লগিং শুরুর প্রথম দিকে যেসব ব্লগারদের সান্নিধ্য পেয়েছিলাম, ইমন জুবায়ের, নির্ঝর নৈশব্দ, সহেলী, শিরিষ, অমিত চক্রবর্তী, হাসান মাহবুব, অস্পরা, সমুদ্রকন্যা, করবি, হানিফ রাশেদীন, রথে চড়ে এলাম, জীবনানন্দ, ড. জেকিল, কালপুরুষ, আমিনুল ইসলাম, রাজ সোহান, মেঘদূত, ইসরা০০৭, রেজওয়ানা, নিমা, রথে চেপে এলাম, সায়েম মুন, সবাক, মাসুম আহমেদ, পারভেজ সহ আরো অনেকে। তাদের অধিকাংশই আর ব্লগিং করেন না। হতে পারে তারা নাম বদলে ব্লগে আছেন, আবার এমনও হতে পারে সময়ের মানদণ্ডে নিজেকে মিশিয়ে দিয়েছেন অন্য কোথাও।

এই ৫বছরে আমি এই নিয়ে ২য় বারের মতো বর্ষপূর্তি পোষ্ট লেখার মতো সময় পেলাম। তবে গত বর্ষপূর্তি পোস্টে অনেক লেখার লিংক দিতে পেরেছিলাম যা এবার আর সম্ভব হলো না। ব্লগিং জীবনে অনেক ব্লগারের লেখা পড়া হয়েছে। ফেসবুকের কল্যাণে কিছু ব্লগারের সাথে চ্যাটিং করার সুবাদে তাদের সম্পর্কে জানাও হয়েছে। অনেক বন্ধুসুলভ ব্লগারের জন্যই আমি বার বার এই ব্লগে ডুবে থাকি। যদিও আমি প্রায়ই অনিয়মিত হয়ে যাই তারপর আবার ফিরে আসি। খুব মিস করি ইমন জুবায়ের ভাইয়ের ইতিহাস বিষয়ক পোষ্ট, সুরঞ্জনা আপুর রেসিপি, রেজওয়ান তানিম কবির কবিতা, সহেলীর কথাকাব্য, সুলতানা শিরিন সাজি আপুর কবিতা, স্বপ্নজয় ভাইয়ের করা ইবুক। বর্তমান সময়ের ব্লগাররা সবাই ভালো লিখছে। তাদের মাঝে বেশক’জন উদ্যোমী ব্লগারের দেখা মিলেছে যারা শুধু ভালো লিখতেই জানেনা সেই সাথে নতুন ব্লগারদের লিখতে উৎসাহী করতেও জানে। তাদের একান্ত প্রচেষ্টায় প্রতি মাসের কয়েকটি সংকলন বেশ প্রাণচঞ্চল করে রেখেছে ব্লগটাকে ধন্যবাদ রইল, প্রবাসী পাঠক, ডি-মুন, মাহবুব, আমিনুল, কাল্পনিক ভালোবাসা, মন্ত্রিমহোদয় সহ আরও অনেকে।

প্রবাসী পাঠকের দেয়া ♣♣♣ সামহোয়্যার ইন ব্লগ সংকলন পোস্টের সংকলন ♣♣♣ এই পোষ্ট টি আমার মতো অনেকের কাছেই খুব কাজের পোষ্ট হিসেবে বিবেচিত হয়েছে। 

__________________________________________



আজ এই বর্ষপূর্তিতে চলমান-হারিয়ে যা্ওয়া- মনে রাখার মতো এমন অনেক ব্লগারের কথা মনে পড়ছে। মনে পড়ছে ♠ রোদেলা ♠ হানিফ রাশেদিন ♠ হাসান মাহবুব ♠আমিনুল ইসলাম ♠ মাহজাবীন জুন ♠ বাবুল হোসাইন ♠ কবি স্বদেশ হাসনাইন ♠ কবি সাগর ♠ সুস্মিতা ♠ প্রণব দা ♠ ইষ্টি-কুটুম ♠ নির্ঝর নৈঃশব্দ্য ♠ জয়তি বন্দ্যোপাধ্যায় ♠ বিদ্রোহী ভৃগু ♠লীলা চক্রবর্তী ♠ নীল দর্পন ♠ ফয়সাল তুর্য ♠ শায়মা ♠ রিয়েল ডোমেন ♠ সাবরিনা সিরাজী তিতির ♠ না আমি ♠ ইশতিয়াক আহামেদ চয়ন ♠ মাহী ফ্লোরা ♠ অজন্তা ♠ ত্রিনিত্রি ♠ দুর্বা ♠ কি নাম দেব ♠ নষ্ট কবি ♠ কামরুল হাসার শাহী ♠ টুকিঝা ♠ আরিশ ময়ূখ রিসাদ ♠ নিয়নের আলো ♠ ডা: আনিসা ♠ কে কে গুপ্তা ♠ রু-আদে ♠ অচেনা রাজ্যের রাজা ♠ নীল কষ্ট ♠ পাপী-পাপ-তারুয়া ♠ নোমান নমি ♠ ড়ৎশড় ♠ মে ঘ দূ ত ♠ আশরাফুল ইসলাম দূর্জয় ♠ রাজসোহান ♠ ছাইরাছ হেলাল ♠ সালমা হ্যাপী ♠ স্মৃতির নদীগুলো ♠ নষ্টালজিক রানা ♠ ভিয়েনাস ♠ সুদীপ্ত কর ♠ শাহেদ খান ♠ স র ল তা ♠ জুল ভার্ন ♠ মুম রহমান ♠মাঈনুদ্দিন মইনুল♠ স্বপ্নচারী গ্রাণমা ♠ আরজু পানি ♠ লেখোয়ার ♠ বঙ্গভূমির রঙ্গমেলায় ♠ মাহবুব ♠ অদৃশ্য ♠ রেজওয়ানা আলী তনিমা ♠ কলমের কালি শেষ ♠ স্বপ্নবাজ অভি ♠ বোকা মানুষটা বলতে চায় ♠ নাজমুল হাসান মজুমদার ♠ সোনাবীজ ♠ এহসান সাব্বির সহ আরো অনেকে অনেক প্রিয় ব্লগারদের কথা।

___________________________________________

এই ৫ম বর্ষ পূর্তিতে অনেক প্রিয় প্রিয় ব্লগারের লেখার ভীড়ে আমার নিজের প্রিয় তোমাকে না লেখা চিঠির কথা মনে পড়ছে খুব।

___________________________________________



আসলে অনেক কিছু ভেবে নিয়ে আমি লিখতে শুরু করেছিলাম কিন্তু শেষের দিকে এসে সব গুলিয়ে ফেললাম। এই ব্লগের অনেক ভালো লেখকদের ভীড়ে আমি আর অনেক ভালো লেখার ভীড়ে আমার লেখা নিয়ে এখনো টিকে আছি। আর এভাবেই টিকে থাকতে চাই।



:Pভালো থাকবেন সবাই।

হেপ্পি ব্লগিং:P:P:P:P

মন্তব্য ৮৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

সুমাইয়া আলো বলেছেন: পাঁচ বছরে পদার্পণের অভিনন্দন ও শুভেচ্ছা । হ্যাপি ব্লগিং :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের সহচার্যে এগিয়ে চলেছি অনেকটা পথ।
ভালো থাকুন।
এইসব দিনরাত্রি!

২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

মামুন রশিদ বলেছেন: পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা প্রিয় ব্লগার, প্রিয় কবি !:#P

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ___
মামুন ভাই
আপনাদের অনুপ্রেরনাই আমাকে জাগিয়ে রাখবে বছরের পর বছর

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০১

ডি মুন বলেছেন: পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা।
সুদীর্ঘ হোক পথচলা।

:)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১১

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ____ মুন ভাইয়া____ :)

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

 বলেছেন: অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ________আপনাকে শুভেচ্ছা

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

মিজভী বাপ্পা বলেছেন: শুভেচ্ছা & অভিনন্দন :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯

সকাল রয় বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ___


ভালো থাকবেন সবসময়

৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: শুভ ব্লগিং ৫ম বর্ষ আনন্দে
সামনের দিন আসুক আরও হরেক নানা ছন্দে
কথার মালায় গাঁথা হোক যত সব বাসনা
দিন হোক রঙিন শুভকামনা । :D ;) ;)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

সকাল রয় বলেছেন:

বাহ কবি
আপনি তো দেখি কবিতা লিখে ফেললেন____ অনেক ভালো লাগা।
ভালো থাকুন সবসময়

৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


পঞ্চবার্ষিকীর শুভেচ্ছা নিন, প্রিয় কবি সকাল রয়... !:#P

সামহোয়্যারইন ব্লগ হলো মায়াবিনীর মায়াবী ব্লগ....
একে ছাড়তে পারলেও ত্যাগ করতে পারেন না অনেকেই।

ব্লগ দিবস উপলক্ষে অনেকেরই ফিরে আসার অপেক্ষা করছি :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।
আপনার পরামর্শ মূলক লেখাগুলো খুব কাজে দিয়েছে আমার। অনেক মানুষর ভালোবাসা জড়িয়ে এই ব্লগ। কত বন্ধু পেলাম। কত কিছু শিখলাম। এই সব কিছুর ভীড়ে এই সব কিছু মাঝেই কেটে যাচ্ছে দিন। আর এত কিছুর ভীড়ে আপনাদের সহচার্য থাকুক অনন্তকাল।

ভালো থাকবেন।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
অভিনন্দন মি:মর্নিং রয় !

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ চাদ ভাইয়া___ :D :D :D :D

৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

জানা বলেছেন:

৫ম বর্ষপূর্তির শুভেচ্ছা প্রিয় সকাল রয়।

এই পাঁচ বছরে ব্লগ যেমন আপনার কাছ থেকে অনেক পেয়েছে তেমন আপনিও আশা করছি নিজেকে কিছুটা অন্যভাবে খুঁজে পেয়েছেন এখানে। আর যাই হোক একটি বিশাল পরিবারের অংশ হয়ে পরষ্পর আনন্দ-বেদনার সঙ্গীতো হয়ে রয়েছি আমরা। এটাই আমাদের সত্যিকারের পাওয়া। আর মাতৃভাষায় মন খুলে এবং জোরগলায় নিজের মতামতটুকু প্রকাশ করার দায়িত্বটিও সবাই পালন করে চলেছেন সেটি কিন্তু অনেক বড় শক্তি।

আমরা যেমন সর্বত্র এবং সবসময়ই 'আমরা' থাকি। আমাদের যূথবদ্ধতা জোরালো হোক আরও। আমরা যেন যাবতীয় অন্যায় এবং অশুভকে রুখে দিতে পারি আমাদের একতায়।

সর্বময় মঙ্গল হোক।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ আপনাকেও।
আমি ব্লগকে যতখানি দিতে পেরেছি তার চে' ব্লগ আমাকে অনেক বেশি কিছু দিয়েছে। এই বিশাল পরিবারে নিজেকে অন্য সবার সাথে মানিতে নিতে পেরেছি বলে আমি নিজেও অনুপ্রাণিত। সত্যিই আমরা সবাই মিলে বাঙলা ভাষায় এই যে মুক্তচিন্তার কথামালা অনুভূতি প্রকাশ করে চলেছি সেটা আমাদের বড় পা্ওয়া।
এভাবেই আমরা সবসময় থাকতে চাই।


ভালো থাকবেন সবসময়___

১০| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

খেলাঘর বলেছেন:


ভালো কথা।

থাকুন, বলুন; আমরা শুনছি।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১

সকাল রয় বলেছেন:
এই তো আছি বেশ!
চলছে দিন নিরুদ্দেশ!!
আমিও লিখে যাচ্ছে অবিরত...

১১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা ।
হ্যাপি ব্লগিং ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০২

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ_____ মাহমুদ ভাই ভালো থাকবেন সবসময়

১২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

টুম্পা মনি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইল। :) :) :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

সকাল রয় বলেছেন:
:) :)

অনেক অনেক ধন্যবাদ টুম্পা মনি

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: পাঁচ বছর অনেক লম্বা সময় । ব্লগার হিসেবে আপনি যৌবনপ্রাপ্ত হয়েছেন বলা চলে । এরকম ব্লগাররা নতুনদের জন্য অনুপ্রেরণা নিঃসন্দেহে । আপনার আরও দীর্ঘায়ু কামনা করি (ব্লগার + মানুষ হিসেবে :-* ) ।

শুভেচ্ছার অজস্রতায় ..........

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

সকাল রয় বলেছেন:
তা অবশ্য ঠিকই____
এই যে মাঝে মাঝে অনুপ্রেরনা দিয়ে যাচ্ছি____
সবার মাঝেই রয়ে যাচ্ছি______


অনেক ধন্যবাদ

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমার ব্লগিং জীবনের সেই শুরুটায় সকাল সহ সকলের সাথে সেই সময় বড্ড বেশি মিস করি সকাল।

দূর্গাপুর আমার খুব প্রিয় একটা যায়গা ,সেই প্রিয় যায়গায় সুন্দর থাকুন সব সময়।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫

সকাল রয় বলেছেন:
আপনি কি মুকুট রাজা?

ক্যামন চেনা চেনা লাগছে। সেই যেন পুরোনো ঝাঁজ

কেমন আছেন?

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

আমিনুর রহমান বলেছেন:




৫ম বর্ষপূর্তির অসংখ্য শুভেচ্ছা কবি। আশা করছি এভাবেই বাকীটা সময় পাশে থেকেই ব্লগিং করে যাবেন।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

সকাল রয় বলেছেন:
অবশ্যই___ সেই সাথে আপনাদের সহমর্মিতা ও পাবো আশা করছি।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১০

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ৫ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা , দুঃখকে সাথে নিয়েই ভাল থাকুন,শুভকামনা :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

সকাল রয় বলেছেন: দু:খ কে নিয়ে নয়____আনন্দকে নিয়ে থাকবো সবসময়____
শুভেচ্ছা এবং ধন্যবাদ
ভালো থাকুন রঙ-তুলি

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

আলম দীপ্র বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার ৫ বছর পূর্তিতে ।
এগিয়ে চলুন নিরন্তর !

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

সকাল রয় বলেছেন:
অনেক
শুভেচ্ছা আপনাকে।
ভালো থাকুন
হেপ্পি ব্লগিং

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

সুমন কর বলেছেন: পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো। !:#P !:#P !:#P !:#P !:#P

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

সকাল রয় বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B

অনেক অনেক ধন্যবাদ কবি

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

প্রবাসী পাঠক বলেছেন: পঞ্চম বর্ষ পূর্তির অনেক অনেক শুভেচ্ছা। সুদীর্ঘ হোক আপনার ব্লগিং।

সহ ব্লগার হিসাবে আপনাকে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আপনাকে দেখেছি সব সময় সহ ব্লগারদের উৎসাহ জোগাতে, বিশেষ করে অপেক্ষাকৃত নতুন ব্লগারদের। মাসিক সংকলন এর কথা বলতে গেলে সেখানে প্রথম সারিতে আপনার নামটাও আসবে। আপনার ব্যস্ততা আর লেখালেখির মাঝেও আমাদের সময় দিয়েছেন। চমৎকার চমৎকার প্রচ্ছদ এবং ব্যানার তৈরি করে দিয়েছেন।

আনন্দময় হোক আপনার ব্লগিং এবং এমনি ভাবেই সব সময় আপনাকে আমাদের পাশে পাব এই প্রত্যাশা রাখি।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

সকাল রয় বলেছেন:
ভালোলাগা আর ভালোবাসা থেকেই খুব ভালো লাগে সংকলনে কাজ করতে। আপনাদের উদ্দীপনা আমাকে নতুন করে জাগিয়ে দেয়। আমরা সকলেই এভাবেই একসাথে বাঙলা ভাষার জন্য এই বৃহৎ ব্লগ পরিবারের জন্য সবসময় কাজ করে যেতে যাই।

আপনার ব্লগিঙ হোক আরো আনন্দময়। ভালো থাকবেন।
থাকবো এভাবেই পাশাপাশি।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: পাঁচ বছর অনেক লম্বা একটা সময় !
আপনার ব্লগিং জীবন চিরকালীন হোক , শুভেচ্ছা কবি !

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি। আপনারা আছেন বলেই তো আমরা আছি।

ভালো থাকবেন।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

আমি তুমি আমরা বলেছেন: পাচ বছর পূর্তির অভিনন্দন :)

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

সকাল রয় বলেছেন: আমি তুমি আমরা
অনেক ধন্যবাদ

২২| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ৫ম বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন। আপনাদের মত সিনিয়রদের পেয়েই আমরা জুনিয়র'রা ব্লগে লেখার অনুপ্রেরণা পাই। অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়। দীর্ঘ থেকে দীর্ঘতর হোক আপনার এই পথচলা, হ্যাপি ব্লগিং।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০২

সকাল রয় বলেছেন:
থাকতে চাই আপনাদের সাথে
আপনাদের ভালোবাসে

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৬

কলমের কালি শেষ বলেছেন: ৫ম বর্ষপূর্তিতে প্রানঢালা অভিনন্দন সকাল রয় ভাই ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা । স্মৃতিচারনমূলক পোষ্ট সেইরাম হয়েছে ।

তবে আমার মত ক্ষনবয়স্ক ব্লগারকে এত তাড়াতাড়ি মনে করায় কিঞ্চিৎ সংকিত কারন আপনাদের মত গুনী মানুষদের মাঝে কতদিন থাকতে পারি সেই ভেবে । লেখালেখিতে আমি কখনোই নিরাপদ না কারন আপনাদের লেখাগুলো পড়তে পড়তে মাঝে মাঝে নিজে মনে কিছু অখাদ্য লেখার খায়েশ জাগা থেকেই লেখি মাত্র । :(

ভালো থাকুন সবসময় ।শুভ কামনা রইল । :)




৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

সকাল রয় বলেছেন:
যাদের লেখা পড়ি। বা লেখা ভালো লাগে বা আমার সাথে দেখা যায়___ তাদের সবাইকে মনে রাখি।

অনেক ধন্যবাদ

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২০

এহসান সাবির বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা রইল প্রিয়।


ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

সকাল রয় বলেছেন:

ঠিক করে দেব ভাই।

অনেক অনেক ধন্যবাদ

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২২

এহসান সাবির বলেছেন: ইয়ে মানে আমার নামের বানান টা...

সাবির হবে।


এই কমেন্ট ডিলেট হবে।

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

জুন বলেছেন: পাঁচ বছরের অধিকাংশ সময় সুখে দুঃখে সাথে থাকার জন্য অনন্য এক কবি গল্পকার সকালকে অনেক অনেক শুভেচ্ছা :)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু। অনেক অনেক খুশি হলাম আপনার দেয়া ছবি পেয়ে। ভালো থাকবেন। আপনারা আছেন বলেই তো আমি লিখতে পারি

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল !:#P !:#P !:#P

ভালো থাকবেন সবসময় :)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

সকাল রয় বলেছেন:

আপনিও ভালো থাকবেন

২৮| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

রিফাত ২০১০ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

সকাল রয় বলেছেন:
বস
অনেকদিন পর দেখতে পেলাম

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

সোহেল মাহমুদ বলেছেন: ৫ম বর্ষপূর্তির শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩

সকাল রয় বলেছেন:

সোহেল মাহমুদ

অনেক অনেক ভালোলাগা। ভালোথাকুন

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা। ব্লগ জীবন দীর্ঘ থেকে দীর্ঘতর হোক।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

সকাল রয় বলেছেন:
আপনার সাথে ব্লগে প্রথম কথা হয়েছিল আমার ২য় বর্ষপুর্তিতে___

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

তুষার কাব্য বলেছেন: পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

সকাল রয় বলেছেন: তুষার কাব্য
অনেক অনেক ধন্যবাদ

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

রাবেয়া রব্বানি বলেছেন: আমি আপনার সিনিয়ির হলেও এই ব্লগে জুনিয়র। তাই সিনিয়র ব্লগারকে শুভেচ্ছা জানাই

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ রাবেয়া আপু____
আপনাকেও শুভেচ্ছা

৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

দূর্যোধন বলেছেন: শুভকামনা রইল ।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ দুর্যোধন দা

৩৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা।

২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ

নাজমুল ভাই

৩৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪১

সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা রইলো। আরও অনেক পাঁচ বছর ঘুরে আসুক জীবনে। শুভকামনা সব সময়।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
সায়েম ভাই

৩৬| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: পঞ্চম বর্ষপূর্তিতে শুভেচ্ছা রইল সুপ্রিয় সকাল রয়!

হ্যাপি ব্লগিং!

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৮

সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ

আশাকরি এভাবেই পাবো

৩৭| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১০

মহামহোপাধ্যায় বলেছেন: সামহোয়্যার ইন ব্লগে পঞ্চম বর্ষপূর্তি খুব চমৎকার একটা ব্যাপার। আশা করি অনাগত দিনগুলোতেও আপনার বিচরণে মুখর থাকবে এই প্রাঙ্গণ।


অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা রইল প্রিয় ব্লগার।


ভালো থাকুন :)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয়

ভালো থাকবেন। আবার কথা হবে।

৩৮| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

নীরব 009 বলেছেন: দাদা শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা :)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১১

সকাল রয় বলেছেন:
অনেকদিন পর আপনাকে দেখা গেল
কেমন আছেন?

৩৯| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

কয়েস সামী বলেছেন: অভিনন্দন প্রিয় ব্লগার।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
কায়েস সামী
অনেক দিন পর।

৪০| ৩০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩২

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা। !:#P !:#P

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

৪১| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

ডট কম ০০৯ বলেছেন: এ এক সুদীর্ঘ সময় কবি!! আবার হয়তো কিছুই না।

বর্ষপূর্তির শুভেচ্ছা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ___ সময় নিয়েই তো আমাদের সময় যাচ্ছে___
ধন্যবাদ

৪২| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

মনিরা সুলতানা বলেছেন: ৫ম বর্ষ পূর্তির শুভেচ্ছা :)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

সকাল রয় বলেছেন:
অনেকদিন পর দেখতে পেলাম। ভালো আছেন তো?
শুভেচ্ছা আপনাকেও

৪৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

নাঈম বলেছেন: শুভকামনা :) :) :)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

সকাল রয় বলেছেন:
অনেক দিন পর দেখা পেলাম। ভালো আছেন তো?

৪৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: শুভবর্ষপূর্তি।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭

সকাল রয় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

৪৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



বর্ষপূর্তির শুভেচ্ছা !!! !:#P !:#P !:#P !:#P



আর অনেক বছর সময় কাটুক আমাদের সাথে সামুতে।

৪৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৮

নীরব 009 বলেছেন: আপনার পোস্ট দেখে এলাম আর কি দাদা!!!

আছি তো ভালই। ব্লগে এসে ব্লগারের সংখ্যার ক্রমাবনতি দেখে খারাপ লাগে। আমি অথবা আমরা তো ব্লগ থেকে হারিয়েই গেছি। আপনারা আছেন বলেই মাঝে মাঝে প্রিয় জায়গাতে আসা হয়। এই আর কি!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.