নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

সুসং এর করিম পাগল

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫



প্রথমবারের মতো পাগল চিনেছিলাম বেড়ে উঠার বয়েসে
এই পাহাড়ি পথে, শহীদ সন্তোষ পার্কে আসতো-
স্বাধীনতা ও বিজয় দিবসে।
দেখেছিলাম উসকোখুসকো দাড়িগোঁফ সমেত এক পৃথিবীকে
সিড়ি ধারে, বড় দালানের বারান্দায়,
রংচটা মাঠের কোনায়-
অমলিন বিছানায় শুয়ে থাকতো।
একদিন পরিচয় পেয়েছিলাম তার, ভাস্কর্য শিল্পী সোহাগের আঁকা ছবিতে;
না সে কোন দৃক গ্যালারী বা ফাইন-ইন-আর্ট হাউজে নয়
শাদামাটা শহীদ সন্তোষ পার্কের আধপাকা দেয়াল ঘরে

ক্যানভাসের শিরোনামে চিনেছিলাম, সে করিম পাগল, মুক্তিযোদ্ধা!
সুসং এর রাজপথে হানাদার, রাজাকার, আলবদর-
নারকীয় যজ্ঞ করেছিলো।
লুটপাট আর রক্তের হোলিখেলায় সাক্ষি হয়ে গেছে সব করিম পাগলার।
বন্ধুকের নিশানায় শত্রুর প্রাণে গেছে নিজের বুদ্ধি।

অনেক বছর পেড়িয়ে গেছে স্বাধীনতার পর-
এখনও শহীদ সন্তোষ পার্কে ফেব্রয়ারী, বিজয় আসে
শুধু আসেনা করিম পাগল।
নতুন প্রজন্ম জানে না যুদ্ধাহত পাগলের কথা।

_________________________________________



রচনাকাল-
২৬ ডিসেম্বর, উইলকিংসন রোড
সুসং নগর

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: মুক্তিযোদ্ধা করিম পাগলের দুঃখগাঁথা জীবন কাহিনী পড়ে খুব দুঃখ পেলাম। তাদের মতো মুক্তিযোদ্ধাদের প্রতি অবহেলা স্বাধীনতাকে অবহেলা করারই নামান্তর। তবুও আমাদের বিবেক তাড়িত হয় না। তবুও আমরা ওদের সম্মানিত করতে ব্যর্থ হই, ওদের সুন্দর একটা জীবনের নিশ্চয়তা দিতে কার্পণ্য করি। অবশ্যই সরকারকে সবার আগে এগিয়ে আসতে হবে, তাই বলে কিন্তু আমরাও এর দায় এড়াতে পারবো না। অনেক ভালো লিখেছেন সকাল দা। সাবলীল লেখায় কঠিন সত্যের বহিঃপ্রকাশ ঘটেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২

সকাল রয় বলেছেন:
এভাবেই হারিয়ে যাচ্ছে আমাদের অতীত!
নাহ! সেই যুদ্ধা আর নেই । অনেককাল তাকে দেখিনি। শেষ যখন দেখেছিলাম তখনও স্কুলে পড়ি যে কারনে প্রতিবন্ধকতায় এগিয়ে আসতে পারিনি। ঘুড়ছে রাজাকার নাগরিক পথে হারিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধারা।
সরকার এগিয়ে আসতে চায় কিন্তু অপশক্তি সবসময় রুখে দেয়। মুক্তিযোদ্ধা কমান্ডার পরিষদ ইচ্ছে করলে কোন সুরাহ করতে পারতো কিন্তু গত সরকারগুলোর আমলে তারা নির্বাক ছিলো।

বাঙালীদের আবার এক হতে হবে কিন্তু বোধহয় আর হচ্ছেনা।


অনেক অনেক ধন্যবাদ দাদা।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

ডট কম ০০৯ বলেছেন: এভাবেই সত্য চাপা পড়ে যায় সময়ের আর আমাদের অবহেলায়।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫

সকাল রয় বলেছেন:
সেই সত্যকে আমরা লেখার মাঝে জিইয়ে রাখতে পারি। এজন্য আমাদের সামান্য চেষ্টা টুকুই যথষ্টে

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬

মামুন রশিদ বলেছেন: এভাবেই একে একে সন্তর্পণে হারিয়ে যাচ্ছে আমাদের বীর যোদ্ধারা ।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২

সকাল রয় বলেছেন: আমাদের উচিত তাদের খুজে বের করে এভাবেই লেখার মাঝে বাচিয়ে রাখা।
অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২

সকাল রয় বলেছেন: আমাদের উচিত তাদের খুজে বের করে এভাবেই লেখার মাঝে বাচিয়ে রাখা।
অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: এভাবে বীর যোদ্ধাদের কে স্মরণ করে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫০

পার্থ তালুকদার বলেছেন: বন্ধুকের নিশানায় শত্রুর প্রাণে গেছে নিজের বুদ্ধি । ------------- অসাধারণ। ভালোলাগা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০

সকাল রয় বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

নেক্সাস বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধারা এভাবে পরাজিত

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

সকাল রয় বলেছেন:
ভূয়া মুক্তিযোদ্ধারা কিন্তু ঠিকই রাজত্ব করে যাচ্ছে...


অনেক অনেক ধন্যবাদ

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

ইমিনা বলেছেন: এখনও শহীদ সন্তোষ পার্কে ফেব্রয়ারী, বিজয় আসে
শুধু আসেনা করিম পাগল।

.......
অসাধারন লিখেছেন। সময় পরিক্রমায় কিছু মানুষ এভাবেই অবহেলায় হারিয়ে যায়। আমরা হয়তো দেখিও দেখি না, বুঝেও বুঝি না ।।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২

সকাল রয় বলেছেন:
এভাবেই হয়তো একদিন বিলুপ্ত হয়ে যাবে। আমাদের একান্ত চেষ্টা হয়তোবা নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে পারে তাদের। সে জন্যআমাদের কে খুজে বের করতে হবে সেই সব হতভাগ্য মানুষদের।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: বিশেষ করে শেষটা হৃদয় ছুঁয়ে গেল।

খনও শহীদ সন্তোষ পার্কে ফেব্রয়ারী, বিজয় আসে
শুধু আসেনা করিম পাগল।
নতুন প্রজন্ম জানে না যুদ্ধাহত পাগলের কথা।



চমৎকার।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ কবি_____
অনেক দিন থেকেই ভাবছিলাম লিখে নেবো। তাই ফেললাম লিখে।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ লিখেছেন-
আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা---তাদের প্রতি আমাদের সরকার যেন সুনজর দেয়।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ গল্পকার।
সরকার নজর দেবে কি না জানিনা তবে আমাদের দিতে হবে।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭

কলমের কালি শেষ বলেছেন: মুক্তিযুদ্ধার কবিতায় অনেক বিস্বাদভাব ভেসে উঠলো...

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ কালি দা...

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

দর্পণ বলেছেন: অসাধারণ

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন । সবসময়

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭

চিরতার রস বলেছেন: এমন অনেক পাগলের কথাই আমরা জানিনা, কোন দিন জানাও হবেনা :(

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

সকাল রয় বলেছেন:
হুম কিন্তু তারপরও চেষ্টা করি

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

আমি অথবা অন্য কেউ বলেছেন: ভালো লিখেছেন। বেশ ভালো

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলো নতুন কাউকে দেখতে পেয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.