নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

=:= এভাবেই ডুবে থাকতে চাই =:=

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮





এমনি এক ব্যস্ত রোদ আলোক বসন্ত বিকেলে
আমি আনমনা আকাশে গেঁথেছিলাম-
স্বপ্নের জোনাক তারা
আদিম মানবীর মতো বুকের ভেতর নিয়েছিলাম প্রেমরঙ
জীবনের মতো ভালোবেসেছিলাম তোমাকে
আমি ডুবে ছিলাম, উড়ে ছিলাম
আমি ভেসে ছিলাম তোমার মাঝে।
আর এভাবেই-
ডুবে থাকতে চাই বর্ষা-বসন্ত দিন

জানি আমার ইচ্ছে আল্পনার উচ্ছল যাত্রা
তোমার জীবনের দীর্ঘ গল্পে,
কখনো কখনো ঘটনার জন্ম দেবে।
হয়তো আখিপত্র-পল্লবে জলের ধারায়-
তোমাকে ডুবিয়ে দেবে অভিমানী রুপোর থালায়,
তবুও জেনো আমার এ প্রেম ফুরোবার নয়।
দুঃখ সুখের বসতবাড়িতে জোস্না জোনাকির কল্পভুবন নিয়ে
এভাবেই ডুবে থাকতে চাই নিদ্রানিশি দিন।

দেখো,
আজ আমি চোখ পেতে আছি তোমার গহীন চোখে
এই যান্ত্রিক কোলাহল, এই চিন্তা মাদল,
প্রেম যন্ত্রণার ভার আর বুকের গহীনে না বলা কষ্ট কথার গল্প উড়িয়ে
এভাবেই চিরকাল আমায়-
ভালোবাসার ভালোবাসায় ভালোবেসো।










-------------------------------------------------------

লিখছি
লিখতে পারছি
লেখার ইচ্ছে এখনও আছে
এই তো...

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১০

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ

হাসান ভাই

ভালো থাকবেন

২| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন একটি কবিতা । ভাললাগা +

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ কবিবন্ধু


ভালো থাকবেন সবসময়

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৫

সোমহেপি বলেছেন: সুন্দর কবিতা । প্রেমের কবিতা অনেকদিন পড়া হচ্ছিল না।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৬

সকাল রয় বলেছেন:

অনেকদিন পর দেখলাম আপনাকে। এখন তো পরিচিত রা ব্লগ ছেড়েই দিয়েছে।

ভালো আছেন কি?

৪| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগছে কবিতা :)

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭

সকাল রয় বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ

ভালো থাকুন সবসময়

৫| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ ।।

ভালো আছেন তো?

আপনার পাখি দেখা কতদূর?


৬| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেষ আপাতত। কিন্তু ভাইয়া আমি তো পাখি দেখিনি, পাখি হতে চেয়েছিলাম । :P :P

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩২

সকাল রয় বলেছেন: একদিন ঠিক পাখি হয়ে যাবেন....সেই আশায় রইলাম

৭| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

পার্থ তালুকদার বলেছেন: ভাল লাগলো ।

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩২

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
কবি ভাই

৮| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতায় ভাল লাগা।

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩৩

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
কবি

৯| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫০

সোমহেপি বলেছেন: হু,আপনি?

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩৪

সকাল রয় বলেছেন: আমিও ভালো আছি

১০| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪

সুমন কর বলেছেন: হয়তো আখিপত্র-পল্লবে জলের ধারায়-
তোমাকে ডুবিয়ে দেবে অভিমানী রুপোর থালায়,
তবুও জেনো আমার এ প্রেম ফুরোবার নয়।



কবিতা সুন্দর হয়েছে।

৪+।

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩৫

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
সুমন কবি
কেমন আছেন

১১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লিখছি
লিখতে পারছি
লেখার ইচ্ছে এখনও আছে
এই তো...
??? !!!

ভালো লাগা রইল কবিতায়।

নববর্ষের শুভেচ্ছা জানবেন কবি ভাই। ভালো থাকুন সারা বছর জুড়ে। :)

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৪০

সকাল রয় বলেছেন: নববর্ষের শুভেচ্ছা

আমার কেবলই দেরী হয়ে যায়

১২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা। +

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩৮

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
রাজপুত্র_____ভালো থাকবেন

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫১

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩৭

সকাল রয় বলেছেন: কবি আসলেই দু:খিত
শুভ নববর্ষ

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩৬

সকাল রয় বলেছেন: কবিতা কেমন লেখালেখি হচ্ছে..।

১৫| ২২ শে মে, ২০১৫ রাত ১২:২৭

আরজু পনি বলেছেন:

লেখার ইচ্ছে এখনও আছে ।

কবিতায় ভালো লাগা রইল, সকাল ।

২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩৬

সকাল রয় বলেছেন: হ্যা
এই যে আসি মাঝে মাঝে
লিখি একটু একটু

১৬| ২৩ শে মে, ২০১৫ সকাল ৭:১৪

পেন আর্নার বলেছেন: ভালো লেগেছে সকাল। :-)

২৪ শে মে, ২০১৫ রাত ১০:২৯

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.