নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু এখন ছকে বাঁধা

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৩




এখন আর অবাক হই না

মৃত্যু এখন ছকে বাঁধা
নিরাপত্তা পাশের বাড়িতে ঘুমিয়ে থাকে
অজগরের আহার হতে উৎসর্গ হয় সরল প্রাণ
কলমের নিব বেয়ে রক্তের ধারায়
কণ্ঠ থেমে যায়
বিকৃত মস্তিস্কের সংখ্যা এখন ক্রমাগত বাড়তি
পকেট ভর্তি উল্লাসে একদিন ইতিহাস হবে সব।

মৃত্যু এখন-
দেয়ালের পোস্টারে, জনসভা, মানবন্ধনে ঘুরে বেড়ায়
মৃত্যু এখন-
পত্রিকার শিরোনামে, টিভির পর্দায় উড়ে বেড়ায়
মৃত্যু এখন-
নেতার ভাষনে, মোল্লার বয়ানে, শাসনকর্তার পকেটে ঘুমায়
মৃত্যু এখন ছকে বাঁধা।

কথিত আইন, মুখোশের নিরাপত্তা
চায়ের কাপে লোভাতুর পিপঁড়ের মতো ডুবে আছে
ডুবে আছে বিবেক, মনুষ্যত্ব

এখন আর অবাক হই না

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

দেবু কুমার বলেছেন: nice

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪১

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দেবু কুমার :)

২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

জেন রসি বলেছেন: মৃত্যুর জন্য এখন প্রস্তুত থাকা ছাড়া উপায় নাই।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪২

সকাল রয় বলেছেন: মৃত্যু এখন ছকে বাঁধা
______________মৃত্যু এখন ছকে বাঁধা
____________________________মৃত্যু এখন ছকে বাঁধা

অনেক অনেক ধন্যবাদ

৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: এখন আর অবাক হই না সত্যি ।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৩

সকাল রয় বলেছেন: এখন শুধু দেখে যাই _____


ধন্যবাদ কবি।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জন্মিছি যখন মরতে হবে।তাতে অপেক্ষা প্রস্তুতিই ভাল।
কবিতা সে রকম হইছে।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫

সকাল রয় বলেছেন: মৃত্যু এখন-
দেয়ালের পোস্টারে, জনসভা, মানবন্ধনে ঘুরে বেড়ায়
মৃত্যু এখন-
পত্রিকার শিরোনামে, টিভির পর্দায় উড়ে বেড়ায়
মৃত্যু এখন-
নেতার ভাষনে, মোল্লার বয়ানে, শাসনকর্তার পকেটে ঘুমায়
মৃত্যু এখন ছকে বাঁধা।
_________________________________
অনেক ধন্যবাদ___ মাহমুদুর ভাই

৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,



বিকৃত মস্তিস্কের সংখ্যা এখন ক্রমাগত বাড়তি তাই মৃত্যু এখন নেতার ভাষনে, মোল্লার বয়ানে, শাসনকর্তার পকেটে ঘুমায়.........

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

সকাল রয় বলেছেন: এটাই তো বলতে চেয়েছিলাম

৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: চমৎকার লাগল। ভালো লাগা রইলো।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

৭| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৮

সাজিদ উল হক আবির বলেছেন: এহেন বিকৃত মৃত্যুতে অভ্যস্ত হয়ে গেছি আজকাল আমরা সবাই - এটাই সবচেয়ে ভয়াবহ ব্যাপার। ভালো লিখছেন সকাল দা। মন খারাপ করিয়ে দেবার মত কবিতা।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১২

সকাল রয় বলেছেন: মৃত্যু এখন টিভিতে দেখি____
মৃত্যু এখন বিজ্ঞাপনের মতো আসে_____
মৃত্যু এখন ২০টাকার রিচার্জ কার্ড

৮| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

মেহবুবা বলেছেন: অজগরের আহার হতে উৎসর্গ হয় সরল প্রান ------ সেই অজগর কে আমরা কোন শাস্তি দেই না;
অবাক হয়ে যাই দেখে অক্ষত আছি আমরা ,বেঁচেও আছি এখনো।শোকর করি।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

সকাল রয় বলেছেন: আমরা
এভাবেই শোক করবো
প্রতিবাদ করবো

৯| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৬

বৃতি বলেছেন: মৃত্যু এখন-
দেয়ালের পোস্টারে, জনসভা, মানবন্ধনে ঘুরে বেড়ায়
মৃত্যু এখন-
পত্রিকার শিরোনামে, টিভির পর্দায় উড়ে বেড়ায়
মৃত্যু এখন-
নেতার ভাষনে, মোল্লার বয়ানে, শাসনকর্তার পকেটে ঘুমায়
মৃত্যু এখন ছকে বাঁধা।


অপমৃত্যু দেখে এখন সত্যি আর অবাক হই না।
কবিতায় ভাল লাগা।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৮

সকাল রয় বলেছেন: কবে যে নিজেই মৃত্যু হয়ে যাই ___ সেটাই বলা যায় না

অনেক ধন্যবাদ

১০| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ডুবে আছে বিবেক, মনুষ্যত্ব

এখন আর অবাক হই না

আসলেই তাই !!! ++

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৭

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ স্বপ্নচারী

১১| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুরু আর শেষের মাঝেই আজকের বাস্তবতা।

মৃত্যু এখন ছকে বাঁধা
নিরাপত্তা পাশের বাড়িতে ঘুমিয়ে থাকে
আর তাই তো, এখন আর অবাক হই না :(

সমসাময়িক বাস্তবতার প্রতিচ্ছবির কবিতায় ভালোলাগা রইল।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৫

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
দেখেশুনে বেচে থাকাটাই শ্রেয়

১২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫

হাসান মাহবুব বলেছেন: মৃত্য এখন বেশ সাহসী আর কৌশলি হয়ে উঠেছে। কখন যে কার ঘরে ঢুকে পড়ে দুর্বৃত্তের মতো!

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

সকাল রয় বলেছেন: একটা দিন বেচে থাকা মানেই হেভি বেচে যাওয়া____

১৩| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

লাবনী আক্তার বলেছেন:
কবিতায় বাস্তব চিত্র তুলে ধরেছেন।

আসলেই দাদা এখন আর সত্যিই অবাক হইনা আমরা কোন কিছুতেই। সবকিছুই স্বাভাবিক ধরে নেই ।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৩

সকাল রয় বলেছেন: ধন্যবাদ

আপু
____তবুও বেচে থাকার জন্য বসে থাকি
ভাবতে থাকি

১৪| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.