নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

কু-সাহিত্য

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৩



।। ১ ।।
গদা কহিল নব আমাকে নিয়ে একখানা কাব্য লিখ দিকি নি,
নব কহিল তুমি এমন কি ঘোড়ার ডিম হইয়াছো যে কাব্য লিখিব
গদা কহিল কবিতা হইবার জন্য আমাকে তাহলে কিছু একটা হইতে হইবে তো?
এই তাহলে আমি বস্ত্রহীন হইলাম, এইবার লিখ দিকি নি...
নব লিখিল একখানা মুখোশ বিহীন প্রাণী দেখিলাম, বস্ত্রহীন তবে উন্মাদ নয় মানুষ।



।। ২।।
এ তল্লাটে- কি হল্লাটে
মোললা কহিল কাটিব তোর কল্লা
তুই মানিস নে আল্লা
চাপাতি, দা’য়ে দেবো কোপ
এখুনি কান ধরে ভগবানকে করা চোপ
কি হল্লাটে-কি হল্লাটে
হে রহিম রাম
মানবধর্মের নেই দাম।


।। ৩ ।।
দুপুরবাসিনী দূর হইতে কি চোখে রহিয়াছ চাহিয়া
মোর চোখ অপলক তোমাতে রহিয়াছে মাতিয়া
কি হেতু এ ভাদ্র আজ উঠিছে জ্বলিয়া
দুপুর বৃষ্টির রেশ তাহাতে রহিয়াছে গাঁথিয়া

দূর হতে কি চোখে রহিয়াছ চাহিয়া



।। ৪ ।।
আসমানী এক ফরিঙ উড়ছিল দেয়ালে
_______________ খেয়ালে ছিলো না তাহার সীমানা কতখানি
_________________________________যতখানি তাহার উড়িবার আসমানী।


।। ৫ ।।
সুমেরু হতে এসে দাড়িয়ে দরজায় সুপ্রভা
মেয়েরা নাকি এ যুগে সন্ন্যাসিনী হইতে পারেনা
জটাধারী এ কোন সুপ্রভা?
নিজেরে বিসর্জিত করিয়া
জাগতিক দিক হইতে একেশ্বর সাধনায় দিয়াছে জীবনের চৌত্রিশ খানি বৎসর

সুপ্রভা বলিলো, মা মেয়েরা সবই পারে শুধু ইচ্ছের ব্যবহার মাত্র!


=================
পত্রিকা খুললেই দেখা যায় সেরা সাহিত্য, সেরা লেখক, সেরা রচনা এত সবকিছুর ভীড়ে হারিয়ে যাচ্ছে অ-সাহিত্য ও কু-সাহিত্য। সু সাহিত্য ছাড়া কোন লেখালেখির মুল্যায়ন হয়না। আমার অনেক লেখালেখিই সাহিত্যের কোন ধারায় পড়ে না অগত্যা সেগুলোকে কু সাহিত্যের তালিকায় ফেলা যায়। তেমনি কিছু এখানে যুক্ত করলাম।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩

পলাশমিঞা বলেছেন: কথা সত্য কহিয়াছ। ইদানীং সবাই সুসাহিত্যিক হইতে চায়।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৬

সকাল রয় বলেছেন: কেউ কু-সাহিত্যিক হইতে চায় না__

২| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: পত্রিকা খুললেই দেখা যায় সেরা সাহিত্য, সেরা লেখক, সেরা রচনা এত সবকিছুর ভীড়ে হারিয়ে যাচ্ছে অ-সাহিত্য ও কু-সাহিত্য। সু সাহিত্য ছাড়া কোন লেখালেখির মুল্যায়ন হয়না। আমার অনেক লেখালেখিই সাহিত্যের কোন ধারায় পড়ে না অগত্যা সেগুলোকে কু সাহিত্যের তালিকায় ফেলা যায়। তেমনি কিছু এখানে যুক্ত করলাম।

ভালই বলেছেন দাদা। ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৯

সকাল রয় বলেছেন: দেশে অনেক দল আছে, গোষ্ঠি আছে তারা যেমন কোনদিন এক হবেনা ধ্বংস করবে সব, তেমনি কবি-সাহিত্যিক কোনদিন এক হবেনা নষ্ট করবে সাহিত্য

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২১

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

১ম ভালো লাগা রইলো।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

কলমের কালি শেষ বলেছেন: ভাল লেগেছে কু-সাহিত্য ।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

সকাল রয় বলেছেন: ধন্যবাদ কলম কবি

৫| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: বাপরে কু সাহিত্য তো সাংঘাতিক ভাইয়ু!!!!!!


পুরাই শরৎচন্দ্র, ররীন্দ্রনাথ হয়েছে !:)

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: কু-সাহিত্যে মজা পাইছি। :)

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৭| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চার নাম্বারটা অধিক ভালো লাগিয়াছে

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৮| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লেখার ঢং সুন্দর হয়েছে।

৯| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগছে।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১০| ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: বেশ ভাল লাগলো আপনার কু সাহিত্য!

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১১| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৪

এস কাজী বলেছেন: এইটাকে কোনরুপেই কু সাহিত্য বলা সমীচীন হইবে না। অত্যধিক পরিমানে ভাল লাগিয়াছে। (সাধু ভাষা লেখার ব্যর্থ চেষ্টা) :)

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

আহমেদ জী এস বলেছেন:

সকাল রয়,



অ-সাহিত্য ও কু-সাহিত্য
িহারাইয়া যাওয়া চলিবেনা .. চলিবেনা .. :((
আর কেহ বলিবেনা
কহিলাম শুধু আমি।
বাকীটা জানে অন্তর্যামী ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

সকাল রয় বলেছেন: জানে তিনি
জানেনও তিনি
আমি শুধু
সময় পুড়িয়ে যাই

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুসাহিত্য ভাল লেগেছে । +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.