নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

কোথা পাবো এমন সোনার বাঙলা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০




আমি স্বর্গ দেখিনি; দেখেছি বাঙলার রূপ-
অত খানি সবুজ আর কোথা আছে বলো?
যতখানি সবুজ ধানের ক্ষেতে, তোমার শাড়ির জমিনে।
চৈত্রের কোকিলের ডাকে পানকৌড়ি মনে বিভোর বাসনা জাগে,
পলাশ-শিমুল আজন্ম বন্ধু যেন!
মাথার দুপাশে স্বপ্নভার নিয়ে হিজল-কলমি দু’হাত ভরে ডাকে।

সোনার মাটিতে আম জাম কাঁঠালেরা জেগে থাকে নক্ষত্রের মতো
আকাশের নিচে জোছনা জোনাকমেলা ছড়ায়!
ইলশেগুঁড়ি বৃষ্টি শিরশিরে অভিবাদন জানায়
আমি কোথা পাবে এমন আথিতেয়তা;
কোথা পাবে এমন শরৎ বন্ধু।
এমন মাতাল করা অনুভব। শাদা কাশফুল, বাহারী কচুরীপানা;
নবান্নের সোনামাখা কৃষকের ফসল, কিশোরীর সুনির্মল হাসি!
কোথা পাবো বলো?

ভোর হলে পরে পাখিদের মিছিল,
দুপুরের ভাত ঘুমে-
বিকেলের রোদ প্রেমে-
সন্ধ্যে প্রদীপের আলো আর এমন নিবিড় তুলসী তলা
কোথা পাবো?

স্বর্গের চেয়েও বড় মাতৃভূমি আমার!
ছেড়ে দিতে পারি সব, তবুও সবুজ বাঙলা না ছাড়া যায়।
চোখ বন্ধ করলেই আমেজে ফিরে আসে ইতিহাস আর ঐতিহ্য
সোদামাটির গন্ধে, সোমেশ্বরীর উত্তাল স্রোতে আমি ভাসি
সেলুলয়েডের ফিতার চেয়েও আশ্চর্য ম্যাজিক
অভূতপূর্ব বাঙলার মানুষের সম্পর্কের টানাপোড়েন।

আমি স্বর্গ দেখিনি, চাইনা তা-
চোখ পেতে আছি বাঙলার মহা সাগরে;
আর কোথা যেতে চাইনা এই বাঙলাকে ছেড়ে।

মন্তব্য ২৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

সুমন কর বলেছেন: কবি, কেমন আছেন?

সুন্দর !

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

সকাল রয় বলেছেন: ভালো আছি।
আপনি কেমন আছেন।

ধন্যবাদ

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,


অনেকদিন পরে পাখিদের মিছিলের মতো একটি সুন্দর কবিতা নিয়ে এলেন ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি___
এই এলুম আর কি...

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস্ এত সুন্দর একটি কবিতা !! প্রাণটাই জুড়িয়ে গেল, সাথে সোনার বাঙলার ছবি !! অসাধারণ

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: যেমন চমৎকার লেখা তেমন মুগ্ধ করা ছবি।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

অন্ধবিন্দু বলেছেন:
সেলুলয়েডের ফিতার চেয়েও আশ্চর্য ম্যাজিক

কবিতাও ম্যাজিক। মাতৃভূমির প্রতি টান, আমরা সকলেই পারি নে ম্যাজিক করে লিখে দিতে।
ভালোলাগা রইলো, সকাল।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর কবিতাখানা।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


অসাধারণ কবিতা +++

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

রাবার বলেছেন: অসাধারন

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য।কবিতা ও ছবি দুটিই অসাধারন
+++

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: দেশ নিয়ে লেখা প্রতিটি কবিতা মন ছুঁয়ে যায়। খুব ভাল লেগেছে।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা দাদা

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

সরদার হারুন বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদা

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

গেম চেঞ্জার বলেছেন: ভাল্লাগলো.....

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

সায়েম মুন বলেছেন: সুন্দর প্রাণবন্ত কবিতা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অপূর্ব!!! +++

আকাশের নিচে জোছনা জোনাকমেলা ছড়ায়!
ইলশেগুঁড়ি বৃষ্টি শিরশিরে অভিবাদন জানায়
আমি কোথা পাবে এমন আথিতেয়তা;
কোথা পাবে এমন শরৎ বন্ধু।
এমন মাতাল করা অনুভব। শাদা কাশফুল, বাহারী কচুরীপানা;
নবান্নের সোনামাখা কৃষকের ফসল, কিশোরীর সুনির্মল হাসি!
কোথা পাবো বলো?

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

সকাল রয় বলেছেন: শুভেচ্ছা রইলো...
ভালো থাকুন

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

কিরমানী লিটন বলেছেন: এক কথায়- অসাধারণ...
অনেক শুভকামনা প্রিয় সকাল...

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: দেশের কবিতা ভাল লেগেছে ।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.