নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

সাতকাহন সাতকথা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০






সমরেশ বাবুর সাতকাহনের খোকন হতে ইচ্ছে করে খুব।
একদিন রাস্তায় তোর দামী গাড়ির সামনে দাঁড়িয়ে-
জানতে চাইবো, আমাকে চিনতে পেরেছিস?
তুই বিব্রত ভঙ্গিতে, গাড়ি থেকে নেমে বলবি-
“অপাঙক্তেয়র দল সব” চিনতে না পারার কারন তো নেই!

জানি আমি খোকন হলেও, সাতকাহনের দীপা তুই নোস্
আড়চোখে বুঝিয়ে দিবি তুই এখন উচ্চপদস্থ!
“তুই” সম্বোধনটায় ঠিক ভদ্রতা হচ্ছেনা।
তুই নিশ্চয়ই জানিস খোকনদের ভদ্র হতে নেই,
আমার মলিন চেহারা, মলিন শার্ট, মলিন দুনিয়া, মলিন ভবিষ্যত
মুহুর্তের জন্য তোকে বিরক্তিনগর থেকে ঘুরিয়ে আনলেও
তোর চেহারায় দাঁতচাপা ভাবটা ঠিক ভেসে উঠবে।


গাড়ির ভেতরে থাকা লোকটি জানতে চাইবে-
ওরা কারা? কি চায়?
রোদ্দুরে তোর চেহারায় উত্তাপ!
সেই উত্তাপ চেপে তুই বলবি- “পরিচিত মানুষ”
জানি তুই বলবিনা, এর’চে বেশি কিছু...
তুই বলবিনা তোর মনফরিঙের দিনে,
তোর বৃষ্টিফোঁটা দিনে,
তোর একলাএকা দিনে
তোর ভেজা বসন্ত দিনে
ছিলাম সুর-সঙ্গীতে, মগ্নপরিপাটে।

কিছুটা সময় পর গাড়ির ভেতরে থাকা মানুষটি বলবে, তোমার আত্মীয় কেউ?
তুই মুখ নিচু করে বলবি, আরে নাহ্! ও প্রতিবেশী।
এরপর ক্ষণিকের জন্য থেমে থাকবি, তবুও বলবিনা কোনদিন আমি তোর বন্ধু ছিলাম...
হয়তো আমি ভাবগত ভাবে, ভদ্রতার চাদরে মোড়ানো প্যাকেটজাত নই-
উন্মুক্ত নগরীর উদ্বাস্তু কিছু...
তারপর তুই গাড়িতে উঠে বসবি। হাওয়া ছাড়িয়ে, রোদ দাপিয়ে চলে যাবি দূর-বহুদূর
আমি দাঁড়িয়ে রইবো খোকন হয়ে।
জানি তুই পিছু তাকাবি না কারণ তুই তো সাতকাহনের দীপা নোস্।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬

গেম চেঞ্জার বলেছেন: বিশু, খোকন দীপা! চোখে ভাসছে যেন!! :( :( খোকন সে-ই নীরিহ গোবেচারার কপালে ড্রাইভার হওয়াই বুঝি লেখা ছিল। তবে আমার বড্ড ইচ্ছে করে অমল হতে! :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

সকাল রয় বলেছেন: অমল হতে চাইলে তো অমলের সেই পরিস্থিতি সামাল দিতে হবে
কিন্তু আমরা ক'জন অমল হতে চাই।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: সহজপাঠ্য এবং সুন্দর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫১

সকাল রয় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

আলোরিকা বলেছেন: এত চমৎকার একটি লেখা মাত্র ২২ বার পঠিত ! ব্লগ আর এখন কেউ পড়েনা মনে হয় ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

সকাল রয় বলেছেন: ব্লগ পড়ে তবে সেটা মনে মনে... :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: অনবদ্য কবিতা।

আপনাকে ব্লগে খুব কম দেখা যায়।
লেখক তো তাই!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

সকাল রয় বলেছেন: আসলে সময়ের অভাবে আমি কম আসি। লেখক হলে নিয়মিত চেষ্টা করতাম। ধন্যবাদ আপনাকে।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

বিজন রয় বলেছেন: যাক উত্তর পেয়েছি।

এবার নিয়মিত হন ব্লগে।

ভাল থাকুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

সকাল রয় বলেছেন: হ্যা
চেষ্টা করছি নিয়মিত হবার।

পুনরায় ধন্যবাদ আপনাকে

৬| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনবদ্য কবিতা।

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৩৩

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৭| ১২ ই জুন, ২০১৭ রাত ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: মনে ঝড় তোলা লেখা রয় !!
অনেকদিন পর ...

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৩৪

সকাল রয় বলেছেন: বছরে একটা করে লেখা লিখি আর কি_____
অনেক অনেক ধন্যবাদ

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

শাহেদ খান বলেছেন: চমৎকার! সমরেশের ‘সাতকাহন’ পড়িনি যদিও! তবে আপনার কবিতা নিজের বয়ানেই স্পষ্ট এবং সম্পূর্ণ!

শুভেচ্ছা এবং ভাল লাগা জানবেন।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

সকাল রয় বলেছেন: সত্যিকার অর্থেই এটা আমার এক বন্ধুকে নিয়ে লেখা তবে চরিত্রের নামগুলো ধার করা।

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

নূর-ই-হাফসা বলেছেন: বাহ চমৎকার ।

৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.