নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

শব্দের রথ, শব্দরথ

০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯



আজকাল আর রাত হয় না, রাত আসে
রাত আসে তার না বলা কথার জাহাজ নিয়ে-
নির্বিবাদী বক্তা হয়ে জেগে থাকি তার সাথে
তার সাথে কথা হাজার হাজার

আজকাল আর দুঃখ হয় না, দুঃখ ভাসে
দুঃখ ভাসে তার অলংকার নিয়ে-
আমার সমস্ত শরীরজুড়ে তার বসবাস
তার বসবাস বয়ে চলেছে হাজার বছর

আজকাল আর আনন্দ হয় না, আনন্দ কাঁদে।
আনন্দ কাঁদে এবেলা-ওবেলা অভিনয়ের সাগরে-
আনন্দ এখন নিরানন্দের জীবন বসন্ত
জীবন বসন্ত এখন শুধুই আমার বিপরীতে

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


ঘরেও শান্তি নেই?

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

সকাল রয় বলেছেন: আসলে এই ধরনের লেখা তো শুধু নিজের জীবনঘর দিয়ে রচনা হয় না, মাঝে মাঝে আশে-পাশের যন্ত্রণা দেখেও লিখি। সেই হিসেব ধরলে এটা পাশের বাড়ির ঘরের শান্তি নেই দেখে লেখা।

অনেক অনেক ধন্যবাদ।

২| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সৈয়দ তাজুল বলেছেন: বড়ই কষ্টে আছেন বোধ হয়।

কোথাও ঘুরতে যান। হয়ত মন ভাল হবে।

আপনার কবিতা ভাল হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

সকাল রয় বলেছেন: আসলে আমরা সবাই কম-বেশী কষ্টে আছি।
ঘুরে এসেই এটা লিখলাম। মন চরম রকমের ভালো আছে।

অনেক ধন্যবাদ ভাই।
আপনি ভালো আছেন তো?

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

দিবা রুমি বলেছেন: কবিতা ভাল হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

সকাল রয় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা।
ধন্যবাদ
ভালো
থাকুন

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! এ রোগে আক্রান্ত রোগী প্রচুর। তাই আপনাকে আপাতত ট্রিটমেন্ট দেয়া গেল না। ধৈর্য্য ধরুন।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

সকাল রয় বলেছেন: ভাই আপনে কয়বার এই রোগে আক্রান্ত হইছেন? :)

৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভবের ভিন্ন মাত্রার দারুন প্রকাশ :)

+++

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

মনিরা সুলতানা বলেছেন: জীবন বসন্তের মেঘ কেটে যাক;
শুভ কামনা রয় !!!

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০

সকাল রয় বলেছেন: আসলে আমার জীবনের মেঘ নয় এটা। সব লেখাই লেখকের জীবনের হয় না।

ভালো থাকবেন।

৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,




ভাবের রথ গড়গড়িয়ে গেছে কবিতায়, বাক্য হয়ে ।
বেশ সুন্দর লিখেছেন ।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
ভালো আছেন নিশ্চয়ই

৮| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: সকাল রয় ,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
অনেকদিন পরে আপনার দেখা মিললো ।
জ্বী , ভালো আছি , ভালো যে থাকতেই হয় ....................

ভালো থাকুন নিরন্তর ।

০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০

সকাল রয় বলেছেন: মাঝে মাঝে আসি-যাই
ভালো থাকবেন
শুভকামনা

৯| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪

নীহার দত্ত বলেছেন:


খুব সুন্দর শব্দরথ

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

সকাল রয় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা

অনেক অনেক ধন্যবাদ

১০| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দু:খবোধ গুলো অনুধাবনে সক্ষম যারা তারাই সুখ রচনা করতে পারে। শুধুই সুখ যাদের কাম্য তারা কি আদো জানে সুখ কোনটাকে বলে?

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭

সকাল রয় বলেছেন: সুখটা তৈরি করে নিতে হয়। অনুভবে নিতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.