নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

বন্ধু’র মতো শত্রু’র সাথে

৩০ শে মে, ২০১৮ রাত ১০:২৫



তুই-আমি আর আমরা হাঁটছিলাম
মুখরিত মানবের রোদেলা মিছিলে
তোর পরনে কালো-লাল জামা
______আমার চমক চোখে
সবুজ রথের চাকায়
বৃষ্টির জল তোকে দেখে অবাক হয়ে যাচ্ছিল
র‌্যাংলার আনন্দমোহন বসু’র বিদ্যাপীঠের সমুখে
আমরা সুর তুলেছিলাম।

তুই বলেছিলি—
আমার কবিতা তোর ভালো লাগে
________আমি হেসেছিলাম,
________সেদিন ঈশ্বরও হেসেছিল।
আমরা ভালো বন্ধু ছিলাম বোতাম ভরা জামার মতো
পারিবারিক অ্যালবামের অলিখিত বন্ধুত্ব।
ফুলের ছন্দবদ্ধতায় যে লিখিত নিয়ম থাকে-
______তার সবটুকু উপমা মেনে নিয়ে
সকল হিংসা-দ্বেষ ভুলে গিয়ে
আপনি থেকে তুই হয়েছিলাম।

আমাদের গেছে সেসব দিন
এখন পথে দেখা হলেও কেউ তো কাউকে চিনিই না
চিনতে পারলেও অচেনার জল মেখে জল কেটে দিই।
দিনের শেষে আমি তোকে মনে করলে—
‘তুই’ আমাকে গালি দিস অলিখিত নিয়মে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৩৯

সনেট কবি বলেছেন: ভাল।

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১৮

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: ওওওও আপনি দেখি নিয়মিত পোস্ট করছেন!
শুভলক্ষণ।

চলুক ব্লগিং।

৩| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: কবিতা পাঠ করলাম

৪| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

কাইকর বলেছেন: বাহ

৫| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:০১

শামচুল হক বলেছেন: ভাল লাগল।

৬| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: মনে মনে তারে ভাবছি।

৭| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

৮| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:২৪

কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লেগেছে কবিতা, বেশী ভালো লেগেছে তুই করে সম্বোধন করা।
শুভকামনা আপনার জন্য ভাইয়া

৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

অলিভিয়া আভা বলেছেন: দিনের শেষে আমি তোকে মনে করলে—
‘তুই’ আমাকে গালি দিস অলিখিত নিয়মে।
ওরে বাবা। কি কঠিন ভাবনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.