নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

আষাঢ়ন্নম

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:০২



নামহীন একটি নদী—
চোখের আঙিনায় তুলে রেখেছো একযুগ ধরে।
ছিলো একদিন অনেক গল্পকথা;
যা আজ ঝুলে আছে সচকিত কানের দুলে।

কেটে যাচ্ছে জলে কেনা রোদমেঘ দিন,
ফুরিয়ে আসছে আষাঢ়ের ঋণ।

অপেক্ষা আর অপেক্ষায় নেই!
ভেঙে-ক্ষয়ে সে রুপবান
এখনো ঠোঁট হাসে—
এখনো ছড়িয়ে পড়ে মিথ্যে করা বলা “ভালো আছি” কথাটি
এখনো জ্বলে সলতেহীন প্রদীপ হয়ে বর্ষা-বসন্ত রাতে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:১৮

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ....

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:২০

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:






এক নদীর বহু রূপ থাকতে পারে, বহু গামিতা থাকতে পারে। 'ভালো আছি' অধ্যায়ে সে নদীকে হয়তো দীর্ঘশ্বাস নামে ডাকা যেতে পারে।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩৪

সকাল রয় বলেছেন: দীর্ঘশ্বাসটুকুই কোন কান নদীর সম্বল।

সে তার পথে স্মৃদি নিয়ে হাজার বছর কাটিয়ে এখনও অপেক্ষা করেই যাচ্ছে কবে সব নদী মিলে সাগর হয়ে যাবে

৩| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩৪

তারেক ফাহিম বলেছেন: ভালো আছি বলে আত্মতৃপ্তির মাঝে একটু হলেও সুখ পাওয়া যায়।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

সকাল রয় বলেছেন: আত্মতৃপ্তি বেঁচে থাকার দারুন একটা বিষয়
যদি নিজেকে ভালো রাখতে চাই তাহলে অনেক ব্যর্থতার মাঝেও আত্মতৃপ্তি খুঁজে নিতে হয়...
তবেই না শান্তি :)

৪| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

কাইকর বলেছেন: ভাল লাগলো

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
......................

৫| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধকর কাব্য কবি :)

শুন্যতােইতো গতির জ্বালানী! অপূর্ণতাই বেঁচে থাকার সলতে :)

আর কবিরা শুন্যতা আর অপূর্ণতার আল্পনায় রচে কাব্য :)

+++

৬| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: এবছর কোনো ঈদ সংখ্যায় কি আপনার কোনো লেখা বের হয়েছে?
সকাল রয় নামে একজনের লেখা দিয়েছি।

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

সকাল রয় বলেছেন: হ্যা বের হয়েছে... :)
কোন পত্রিকায় দিয়েছিলেন লেখা?

..............
ধন্যবাদ

৭| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সব ভালো আছি এক নয় ।

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

সকাল রয় বলেছেন: সব ভালো এক নয় তবুও ভালো থাকতে হয়.... :)

ধন্যবাদ কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.