নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

♠ দ্রীঘাংচু পত্রনিবাস ♠

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১




“দ্রীঘাংচু পত্রনিবাস” ক্যাফেটরিয়ায় বসে আছি। নিত্যানন্দ টেবিলে ফুচকার প্লেট রাখতে গিয়ে বললো- রয়’দা তোমার একটা চিরকুট আছে। আমি হাত বাড়িয়ে নিলাম। দুইহাজার বারো খ্রিস্টাব্দে লেখা জন্মদিনের চিরকুট। কফিতে ফুটান দিতেই মস্তিস্ক থেকে স্মৃতি প্রিভিউ হলো “তেইশে জানুয়ারী মিলি’র জন্মদিন”। সেদিন কাগজখানি ও আমাকে দিয়েছিলো তার বদলে আমি ওকে দিয়েছিলাম এরিখ সেগাল আর গীতবিতান।

মার্বেলস স্টোর থেকে আমরা কিনেছিলাম পিনাটকেক আর ভ্যানিলা আইসক্রিম। নদীর ধারে সন্ধ্যায় হয়েছিলো গানময় গল্পসংকল্প উৎসব। ফানুস উড়েছিলো গুটিকতক আর কুয়াশার ডিনডিন ট্যানট্যানান পার্টি চলেছিলো মধ্যপূর্ব রাত পর্যন্ত। অনেক বন্ধুরা সেদিন আসেনি। মাত্র জনা ছয়েক। তোমার প্রিয়ফুল কবরীশূল আর ত্রিকালসন্ধ্যাও এনেছিলো তোমারই প্রিয় শত্রু পারিজাত বাঙ্কু।

কালোপাড়ের ধুতিশাড়ি পড়েছিলে তুমি, কপালে চন্দ্রতপন এঁকেছিলে হাত ভরতি ছিলো নীলচুড়ি। আমি পড়েছিলাম নীল জিন্স আর সাদা টিশার্ট। বন্ধুরা জমকালো পোষাকে আকাশ করে দিয়েছিলো কালো। যখন পার্টির শেষে রাত বুকে নিয়ে ফিরছিলাম আমরা হাঁটতে-হাঁটতে তখন তুমি একটানা বলছিলে… “ধরা তবে হোক শান্ত, হোক ঘুমচোখা রুই অথবা মৃগাঙ্ক, আসুক আলো, ধরে নিক ঠোঁট ভরা সব বিষাদের ঢেউকে। আরও হাসিছাড়া দিন মরে যাক দ্রুত, ফুরিয়ে যাক মখমলে জমে থাকা সকল ক্ষত। আমরা হাঁটতে-হাঁটতে একটা সমুদ্র পাড়ি দিয়ে দেই, জন্মদিন তার পূর্বপারে হারিয়ে ফেলুক খেই”।
সেদিনের রাতমাখা চোখে এরপর আর আসেনি তেমন জন্ম আন্দোলন স্তব।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: সকাল রয়,



দারুন মুক্তগদ্য হয়েছে।
রাত বুকে নিয়ে ফেরা বুকে, জন্মদিনের স্তব খেই না হারিয়ে চাঁদের মতো জোছনাময় হয়ে থাকুক!

২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: আজ রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছি। ত্রিশ টাকা প্লেট।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বহুদিন পর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.