নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

যে অতলে শূন্যতল

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪



বয়সটা বেড়ে যাচ্ছে-
জামার ফাঁকে উঁকি মারছে লোমশ বুক
হাতের মুঠোতে রোদ হয়ে উঠছে মুখোশ!
এবার চোখ বুজে বিশ্বাস করে নিতে হবে কাউকে।
পায়ের সাথে পা ফেলে যে পৃথিবী-
আঁকবো তাতে ভাগ বসাবে রক্তবীজ।

বয়সটা বেড়ে যাচ্ছে-
মাথার উপর বেড়ে উঠছে ফুসমন্তর,
চুলের বন থেকে ঝরে যাচ্ছে অন্তর
এবার হাতের উপর জেগে উঠবে যে গাছ-
তার থেকে আশাকে নিরাশার ঘাটে হবে ভাসাতে।

ক্রমাগত শূন্যতল ধেয়ে আসবে-
থেমে আসবে ক্ষোভ।

বয়সটা বেড়ে আসছে...




-------------------------------
প্রণয়নকাল:
সাত অক্টোবর, দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ
যশোর রোড, দমদম, কলকাতা


মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৬

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩১

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

২| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৩

Afifa Jeba বলেছেন: অসাধারণ

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

সুনীল সমুদ্র বলেছেন: "হাতের মুঠোতে রোদ হয়ে উঠছে মুখোশ! এবার চোখ বুজে বিশ্বাস করে নিতে হবে কাউকে।"--- এই অংশটুকু ভালো লাগলো বেশ। তবে, একটু খাপছাড়া মনে হল-" মাথার উপর বেড়ে উঠছে ফুসমন্তর, চুলের বন থেকে ঝরে যাচ্ছে অন্তর" অংশটুকু। .... অবশ্য আমার বোঝার ভুলও হতে পারে ...। কেন জানি মনে হলো- 'ফুসমন্তর' এবং 'অন্তর'-এই দুই শব্দের মিল থাকাটা এখানে শ্রেয় ছিলোনা। ... ধন্যবাদ, কবিতার জন্য।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩০

সকাল রয় বলেছেন: ফাইনাল এডিটিং এ ভেবে দেখবো...


অনেক ভালো লাগলো, কবিতার মনযোগী পাঠক আপনি।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

সকাল রয় বলেছেন: ধন্যবাদ... ভালো থাকবেন

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

মনিরা সুলতানা বলেছেন: আহ !! অসাধারন !!
আপনার লেখা সবসময় ই মুগ্ধ করে, কেনো যে নিয়মিত ব্লগে পাই না।
অতখানি আবেশিত কবিতা পড়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।

২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মাঝে মাঝে সময় পাই তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.