নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাসের সমান্তরালে অযত্নে বেড়ে ওঠা বুনোফুল আর গভীর রাতে তীর হতে শুনতে পাওয়া ঢেউয়ের শব্দের সংমিশ্রণ।

সোলারিস

স্বপ্নের ঘুমে তুমি বুঝবে সাদা চাঁদের আলোর নীচে হতাশার মাস্তুল। দিন দিন এভাবেই দূরে সরে গেছে যত কুয়াশার কথোপকথন।ফিসফিস, হুশহাশ আমি শুধু থেকেছি নীরব, কৈশোর পেরিয়ে আসা হাঁসেরাও এভাবেই খুঁজে নেয় জল ।সব পাবে আমার সংবিধানে।

সোলারিস › বিস্তারিত পোস্টঃ

বিচরণ

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২০


সকাল সকাল হাঁটতে বেরিয়েছ।
নগ্ন পায়ে শিশিরের উপর ।
ভেজা শিশির মাড়িয়ে যাচ্ছে তোমার পা,
হাঁটতে হাঁটতে বহুদুর চলে যাচ্ছ ,
বয়সী জারুলের শিকড় বেয়ে,
ঢুকে যাচ্ছ তার শিরায় শিরায়।
পাতায় পাতায় গন্ধ ছড়িয়ে।
দৃপ্ত পদচারণায়, এক লহমা বিরাম নেই,
মস্তিষ্কের কোষগুলোকেও পাশ ফেলে যাচ্ছ,
রক্তমাংসের ‘আমি’র ভিতর ঢুকে যাচ্ছ।
সব এলোমেলো করে-
অনেক দিনের পর এমন কেউ ঢুকে এলোপাথাড়ি করে দিল সব ।
নিউরনে নিউরনে তোমার অবিচল স্পর্শ
সব স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করে।
আঙ্গুল থেকে বেরিয়ে যাচ্ছে জমাট বাধা রক্তের কণিকা,
ছড়িয়ে যাচ্ছে আর আরো ভিতরে গেঁথে যাচ্ছে ।
ঢুকে যাচ্ছ স্বপ্নের ভিতর
কর্কশ,মৃতপ্রায় আর জীর্ণ ছিল যা
জাগিয়ে তুলছো নীরব আন্দোলনে
হুইস্কির নেশায় অনেক দূর থেকেও যা অস্পষ্ট ছিল ,
নিজের মাধুরী ছড়িয়ে আজ মুক্ত করে দিলে।
সটান ঢুকে গেলে কপাটিকা খুলে,
নিজের অতি পুরাতন আর পরিচিত আবাসস্থলে
যা তোমারই জন্য আছে যতক্ষণ পর্যন্ত না-
আমি নিভে যাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
কিছুই বুঝিনি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.