নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাসের সমান্তরালে অযত্নে বেড়ে ওঠা বুনোফুল আর গভীর রাতে তীর হতে শুনতে পাওয়া ঢেউয়ের শব্দের সংমিশ্রণ।

সোলারিস

স্বপ্নের ঘুমে তুমি বুঝবে সাদা চাঁদের আলোর নীচে হতাশার মাস্তুল। দিন দিন এভাবেই দূরে সরে গেছে যত কুয়াশার কথোপকথন।ফিসফিস, হুশহাশ আমি শুধু থেকেছি নীরব, কৈশোর পেরিয়ে আসা হাঁসেরাও এভাবেই খুঁজে নেয় জল ।সব পাবে আমার সংবিধানে।

সোলারিস › বিস্তারিত পোস্টঃ

এক জোছনা ভরা আবেগ

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

এক জোছনা ভরা আবেগ আসো নিবিড়,
ভরা হাওড় ভালোবাসার মুক্ত শিশির।
পানকৌড়ির ডুবের মত ডুব দিয়ে যাই,
উথাল পাথাল ছোট্ট দ্বীপে এতো চরাই!

এই নিঃশ্বাস গন্ধে ভেজা বুঝেছ কি?
নতুন শাড়ির আঁচল ভাজে খুঁজেছ কি?
দিক বিভ্রাট আমার খেয়াল কিছুতে নেই
অন্ধকারেও ভীষণ চেনা রাস্তা সবই।

ধান কেটেছি অগ্রহায়ণ হিমের আভাস,
ভোরের পরে এক ফোঁটা রোদ তারই আকাশ।
আছো কিন্তু খালি পায়ে এই কুয়াশায়,
এক চাদরের ভাগাভাগি সব উষ্ণতায়।

এত কি আর জেনেছিলাম বল আগে?
এই ক'টা দিন লুকিয়ে ছিলে পাতার ভাঁজে।
পত্রঝরা সময় তুমি ধরা দিলে,
এই খালি ঘর এমনি করে সামলে নিলে!

আমি তো আর সংক্রান্তির প্রবল বারণ,
ছিন্ন করে ঘর পেতেছি তোমার শরণ।
এই অনুকূল সকল ঢেউয়ে ভাসিয়ে দিলাম,
আমার হৃদয় তোমার ঠোঁটে শুধুই নিলাম।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে । লিখে যান আরও

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

সোলারিস বলেছেন: ধন্যবাদ :-)

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

সোলারিস বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

সোলারিস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.