নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাসের সমান্তরালে অযত্নে বেড়ে ওঠা বুনোফুল আর গভীর রাতে তীর হতে শুনতে পাওয়া ঢেউয়ের শব্দের সংমিশ্রণ।

সোলারিস

স্বপ্নের ঘুমে তুমি বুঝবে সাদা চাঁদের আলোর নীচে হতাশার মাস্তুল। দিন দিন এভাবেই দূরে সরে গেছে যত কুয়াশার কথোপকথন।ফিসফিস, হুশহাশ আমি শুধু থেকেছি নীরব, কৈশোর পেরিয়ে আসা হাঁসেরাও এভাবেই খুঁজে নেয় জল ।সব পাবে আমার সংবিধানে।

সোলারিস › বিস্তারিত পোস্টঃ

সমাপ্তির ভালো থাকা

০৫ ই জুন, ২০২০ দুপুর ১:১১



সমাপ্তির ভালো থাকা


কিছুনা! এই যে এলাম পৃথিবীতে?
বড় দেরী নাকি খুব তাড়াতাড়ি?
এই চলে যাওয়া?
নিমিষেই হয়ে যাবো ছবি?
লাশকাটা ঘরের নতুন তালিকায় নাম?
বলো তাই কি পাবার ছিল?
যথেষ্ট কি দেখিনি সকালের আলো?
বিকেলের রোদ কিংবা রাতের মেঘহীন আকাশ?
পাহাড়ের কোল থেকে ভেসে ওঠা গোধূলীর নিশ্চুপ রং?
ছেঁড়াদ্বীপে টুপ করে ডুব দেওয়া সূর্য?
ভোরের শিশিরের গায়ে লেগে থাকা স্মৃতি,
এক এক করে নিউরন কাঁপিয়ে কি যায় নি আবার?
আকুতি কি করিনি বাঁচার?
নিজের সাথে কি ছিল না সখ্য প্রতিনিয়ত?
ডাকিনি কি একবারও? অনুরোধ করিনি কি বার বার?
বলিনি কি এই আমি ভিন্ন এক সত্ত্বা?
শিয়রে রাত্রির পূর্বাভাস নিয়ে,
তিন দশকের জমে রাখা প্রশ্নের ধারা।
আমিতো নেই আর সেই আমি
কে দেবে জবাব এতো?
ভালো থেকো হিম ঢেউ বৃষ্টিসকাল,
ভালো থেকো পাখির গানে ডুবে থাকা কোন ফাগুন বিকেল,
ভালো থেকো বিষাদে গেয়ে যাওয়া দেহতত্ত্বের গান,
ভালো থেকো নতুন গজিয়ে ওঠা ঘাসফুল,
ভালো থেকো ফিঙের রংয়ে ডোবা অমাবস্যা,
ভালো থেকো ভুলে যাওয়া ডুমুরের ডালে বসা দোয়েলের ডানা,
আর ভালো থেকো ধানের গন্ধে ভরা অগ্রহায়ণ,
আমাকেও চৈত্রের কাঠপোড়া রোদে দিও-
নিরবচ্ছিন্ন শান্তির সমাধিকাল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:২৫

নেওয়াজ আলি বলেছেন: Just great

০৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০৭

সোলারিস বলেছেন: ধন্যবাদ আলি ভাই

২| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:২৯

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি আমার ভাল লাগল।

০৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০৮

সোলারিস বলেছেন: ধন্যবাদ কাছের মানুষ।

৩| ০৫ ই জুন, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০৯

সোলারিস বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.