নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবুই পাখির নীড়

লাকমিনা জেসমিন সোমা

নিজেকে জানার চেষ্টা করিছ। প্রতিনিয়ত, প্রতিক্ষণ।

লাকমিনা জেসমিন সোমা › বিস্তারিত পোস্টঃ

আমি ও একটি ল্যাম্পপোস্ট

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৬

অন্ধকার জানালায় চোখ রাখতেই দেখলাম-

বিশালতার প্রতিযোগিতায় দাড়িয়ে আছে তিন দেবদারু

যেন দৈত্যের তিন মাসতুতো ভাই,

তাই বলে আকাশের সাথে পাল্লা? বোকা বৃক্ষ!



ধুর...! বরং ওরাই ভালো,

ওই যে ঝাঁক বেঁধে ঘাসের নিচে লুকিয়ে-

কেমন ঝিঁ-ঝিঁ শব্দে ডাকা-ডাকি,

যেন মাটির নিচে সুরের সাধনা।

কি অদ্ভূত! অসহ্য সুন্দর!



এদিকে নিরব সাক্ষী আমি আর ল্যাম্পপোস্ট।

অবশ্য ল্যাম্পপোস্টকে জড়বস্তু বললেও আমি মানিনা,

প্রতিনিয়ত আমি ওর জীবন দেখি।



‌ওকে ঘিরে অসংখ্য জীবন্ত কীট-পতঙ্গ খেলা করে

ঘুটঘুটে অন্ধকারে নিঃস্বার্থ আলো বিলায়-

ঘাস ও শিশিরের ভালোবাসায়।

কেউ জানেনা, আমি জানি।

আমিই সাক্ষী, ওর জীবন আছে-

যেমনটি আমারও!

মন্তব্য ৩১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২৩

খেয়া ঘাট বলেছেন: উপমা ভালো লেগেছে।
নিঃসঙগতা বড়ই কষ্টের।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: ঠিক বলেছেন,,,,তবে আমি কিন্তু নিসং্গ নই...।

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬

মায়াবী ছায়া বলেছেন: অনেক ভালো লাগা ।।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৩

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: নিলাম....।

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

মাহবু১৫৪ বলেছেন: ওকে ঘিরে অসংখ্য জীবন্ত কীট-পতঙ্গ খেলা করে
ঘুটঘুটে অন্ধকারে নিঃস্বার্থ আলো বিলায়-
ঘাস ও শিশিরের ভালোবাসায়।
কেউ জানেনা, আমি জানি।
আমিই সাক্ষী, ওর জীবন আছে-
যেমনটি আমারও!


++++++

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫২

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: হুম..।!

৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩

রেজোওয়ানা বলেছেন: সুন্দর!

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫১

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: হুম...!

৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৬

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার +++

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫১

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: আমনার ছবির বেবি টা বেশি সুন্দর...!

৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

অন্ধকার জানালায় চোখ রাখতেই দেখলাম-
বিশালতার প্রতিযোগিতায় দাড়িয়ে আছে তিন দেবদারু
যেন দৈত্যের তিন মাসতুতো ভাই,
তাই বলে আকাশের সাথে পাল্লা? বোকা বৃক্ষ!


ভাবনাটা দারুন ভাবে কবিতায় এসেছে। ++++++

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫০

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: এই তিন দৈত্যকে আমার সবসময় দেখতে হয়। কাল রাতে ওদের ভয়ংকর লাগছিল....তাই লিখে ফেললাম.....।

৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২১

সোহাগ সকাল বলেছেন: সুন্দর লিখেছেন। +

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৯

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: আপনার পিকটা সুন্দর। ধন্যবাদ।

৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার +++

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: হুম...ধন্যবাদ...। চমৎকার না হলেও ধন্যবাদ..।

৯| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো

+++++

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: ধন্যবাদ....।

১০| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৪

চাঁদ ~ মামা বলেছেন: ভাল লাগা রইল
++

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৬

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: তুলে রাখলাম....।

১১| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১

জ্যোস্নার ফুল বলেছেন: নিজেকে পোষ্টের সঙ্গে তুলনা!

জীবন ঘিরে জীবনের চাঞ্চল্যতায় নিজেই ল্যাম্পপোষ্টের স্থবীর হয়ে যাওয়া।

অল্প কথায় অনেক ভালো বলেছেন, কবিতার গভীরতা অনেক।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৬

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: পাঠক তার গভীরতা দিয়ে অনুভূতি গুলো বুঝে নিক...এই তো প্রত্যাশা...।আমার না , আমার কবিতার কথা বললাম... :-)

১২| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগল!! +

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: ধন্যবাদ...।

১৩| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৪

চান্দের গাড়ি বলেছেন: চমৎকার

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: বুঝলাম..।চমঁৎকার..কিন্তু লেখক সা'ব...চান্দের গাড়ীটি সত্যিই আমার কল্পনার সাথৈ মিললো না.। :-(

১৪| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর!

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৬

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: ধন্যবাদ....জনাব মাহবুব..।।

১৫| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

জ্যোস্নার ফুল বলেছেন: হাহাহা।

হু, আপনার না আপনার কবিতার। :)

১৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:২১

একজন আরমান বলেছেন:
কেউ জানেনা, আমি জানি।
আমিই সাক্ষী, ওর জীবন আছে-
যেমনটি আমারও!


শেষটাতে এসে বেশ ভালো লাগলো।

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: ধন্যবাদ....আরমান..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.