নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবুই পাখির নীড়

লাকমিনা জেসমিন সোমা

নিজেকে জানার চেষ্টা করিছ। প্রতিনিয়ত, প্রতিক্ষণ।

লাকমিনা জেসমিন সোমা › বিস্তারিত পোস্টঃ

শেষ যাত্রার চিঠি নাকি সুইসাইড নোট

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১০

মনে মনে কতবার রচনা করি-

‌'শেষ যাত্রার চিঠি'

কী লিখে যাবো তোমায়?

মা আর শম্ভুটাকে’ই বা কী লেখা যায়?



তোমাকে কি দোষী করে যাবো?

শেষ প্রতিশোধ!

নাকি সাধারণ ‘সুইসাইড নোট’-

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’



শক্ত চোয়ালে রাতভর অপেক্ষা করি,

ভোরের যে ট্রেনটিতে চড়ে প্রতিবার বাড়ী যায়-

ওটার নিচেই হবে আমার কাল-যাত্রা!



ভোরের আলো ফোঁটে,

পৃথিবীকে শেষ বিদায় জানাতে দাড়ায় আমার প্রিয় জানালায়-

যেখানে ছোট্ট চৌকাঠে বিশাল এক আকাশ।



হৃদয় কাপিয়ে চলে যায় এক একটি ট্রেন।

হঠাৎ চোখে পড়ে ভোরের শুকতারা,

ওকে দেখে আর একদিন বাঁচতে ইচ্ছে হয়-

সেই ফাঁকে চলে যায় আমার বাড়ী ফেরার ট্রেন।

নতুন একটি দিনের অপেক্ষায়,

পড়ে থাকি এই আমি।



১৮ জুলাই ২০১৩

ভোর ৫ টা ৩৩ মিনিট

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
নতুন একটি দিনের অপেক্ষায়,
পড়ে থাকি এই আমি।

বাহ, সুন্দর কবিতা :) ||

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: ধন্যবাদ @ মুন....

২| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৫

সারোয়ার হাবিব বলেছেন: ............. ? .........? ..........?...............!

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: সরি.... আপনার ভাষা বুঝলাম না .....

৩| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২০

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +++++ :)

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: '২য় ভালোলাগা'......মানে কী? এটি কি ২য় শ্রেণীর ভালোলাগা??
ধন্যবাদ অপূর্ন ....

৪| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

রোমেন রুমি বলেছেন: আমার মাঝে মাঝে সত্যিকারের একটা সুইসাইড নোট লিখতে ইচ্ছে করে ।
কিন্তু কাকে লিখে যাব !

বিষাদ ছুঁয়ে গেল ।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: সব ঠিক হয়ে যাবে..... :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.