নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

কাগজের উড়োজাহাজ

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১:৪৬


কল্পকাব্য - বাস্তবতার সাথে এই কাব্যের মিল অনভিপ্রেত!

পৃথিবীর বাতিঘরে কাগজের উড়োজাহাজ,
ক্ষণে হাসি ক্ষণে কান্না - সস্তা জীবন মান।

কত আপন করে হাহাকার নিয়ে দীর্ঘশ্বাস,
সবই তুচ্ছ - টাকায় গড়া অনিয়মে নিয়ম।

তুচ্ছ জীবন ক্ষণে ক্ষণে হারিয়ে পাওয়া,
তবু থামবে না ছুটে চলা এক মুহুর্তও!

মৃত্যুর সামনে কে বল থেমেছে কবে,
অতি বেগে ছুটে চলছি মৃত্যুরই কাছে!

সেই জীবনের কাছে অপনজন ফেলে,
স্বপ্নগুলো একাই কাঁদে রাতের আকাশে।

ঐ দূরে আমাকে জ্বলতে দেখেছি,
স্বজনের হাহাকারে মম বাতায়ন!

যে আছে পাশে তাকে ডাকি আরো কাছে
জীবন থেমে গেলে আর কি পাওয়া হবে।

কত কথা রয়েছে তাহার প্রিয়ার কাছে,
মোর প্রিয়া কি সে ব্যাথা পারিবে সইতে।

শুধু তারে কাছে ঠেনে নিতে শেষবার,
বাতায়নে মেলে দুহাত শুন্যে শুণ্যতা!

স্মৃতিগুলো বুকে এসে শুধু জড়িয়ে যায়
তারে তো মিলে না সে আহব্বানে।

কাগজের উড়োজাহাজ উড়িয়ে শুন্যে
শুন্যতাকে শুধু আরো আপনে মিলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

ওবায়দুল হক বলেছেন: ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.