নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

যে নেশায় আমরা প্রায় সবাই কিছুটা হলেও আক্রান্ত হয়ে পড়েছি!

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১

আপনি কি জানেন, আমাদের অজান্তে প্রায় আমরা সবাই এক ভয়াবহ জুয়ার নেশায় মাতাল হয়ে আছি? বিশ্বাস হচ্ছে না? জানতে চান সে নেশার নাম?

একটি বাস্তব ঘটনা বলি যা আমাদের দেশেই ঘটে। এক পিতা তার সন্তানকে ফেইসবুক বন্ধ করতে বললে তারা তাদের পিতাকে জানায় , যদি ভালো না লাগে তবে বাসা ছেড়ে চলে যেতে। ###সুস্থভাবে একটু ভাবুন। ফেইসবুক ব্যবহার করা ছাড়বে না, প্রয়োজনে পিতাকে বাড়ি ছেড়ে বের করে দিতে তারা পারবে। একটু অন্যরকম কিছুর গদ্ধ কি পাচ্ছেন? নিশ্চয় আপনারা শুনেছেন, নেশার জন্য সন্তান তাদের পিতামাতাকে খুন করেছে। নেশার মাতাল হয়ে মাতালদের আরো কত কত ঘটনা আপনার অবশ্যই জানেন। এবার একটু চিন্তা করুন। এই নেশা মুটেই আলাদা কিছু নয় বরং আফিম / গাজার মতোই এটি একটি নেশা।

বিশ্বাস না হলে এই ভিডিওটি দেখুন-


ফেইসবুকের মতো সোশিয়াল নেটওয়ার্ক থেকে আমরা কি সত্যিই ভালো কিছু পেযেছি? চিন্তা করার এখনই সময়। কেননা এসব তারা তৈরিই করেছে আরো বেশী করে আমাদের মূলবান সময় নিয়ে নেয়ার জন্য। এসব লাইক / শেয়ারের অনুভূতি আমাদের বাস্তব মস্তিষ্কেও বিরুপ প্রভাব ফেলছে যা আজ প্রমাণিত সত্য।

আসুন আমরা নিজেরা বাচি , আমাদের পরিবারকে বাচাই। আমরা নিশ্চয় চাইব না, আমাদের সন্তান তাদের মূল্যবান সময় এসব সাইটে নষ্ট করুক। তাহলে আমরা নিজেরা কেন এসব সাইটে / অ্যাপে পড়ে থাকব। আমাদের বাস্তব জীবনের বাস্তব মুহুর্তকে কেন নষ্ট করব?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতিরিক্ত কোন কিছুই ভালো না। ফেসবুকের ব্যবহার সীমিত করার সময় এসেছে...

২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: আসলেই এটা এখন ছেলে বুড়ো সবার ভয়াবহ নেশায় পরিনত হয়েছে।

৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৪

বিজয় নিশান ৯০ বলেছেন: ফেসবুক সহজলভ্য হওয়ায় এইসব ঘটছে। ব্যাপারটা শুধু শিশু কিশোরদের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং অনেক প্রাপ্তবয়স্ক লোক অনাকাঙ্খিত ঘটনায় জড়িয়ে পড়ছে ফেসবুকের কারণে ।

৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৯

আকতার আর হোসাইন বলেছেন: ফেসবুকে অনেক ভাল ভাল ব্লগাররা লিখে থাকেন। তাদের থেকে অনেক শিক্ষণীয় লেখাও পড়া যায়..

কিন্ত বেশিরভাগ মানুষই সেটা করে না..

৫| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩০

তার ছিড়া আমি বলেছেন: ফেসবুক যতটা উপকারী তার চেয়ে বেশি ক্ষতিকর।

৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬

ক্স বলেছেন: সামুর কাছ থেকে ব্লগাররা যদি একটু ভালো আচরণ পেতো, তবে অনেকেই ফেসবুক ব্যবহার করা ছেড়ে দিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.