নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

ওয়েব ডেভলাপিংয়ে কিছু অস্বস্তিকর বিষয়

১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২


আসসালামু আলাইকুম, আশা করছি সামু পরিবারের সবাই ভাল আছেন। আজকের আরটিকোলে ওয়েব ডেভলাপারদের কিছু অস্বস্তিকর পরিস্তিতিতে সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা তুলে ধরছি। মূলত আমি নিজেই এই পরিস্তিতগুলোর সম্মুখীন হয়েছি এবং সেগুলো আমার সামু পরিবারের ভাইদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ওয়েব ডেভলাপিংয়ে দীর্ঘ অভিজ্ঞতায় এই বিষয়গুলোর সম্মুখীন হতে হয়েছে বার বার। দেশী বিদেশী বায়ার প্রায় সব ক্ষেত্রেই এই ঘটনাগুলোর সম্মুখীন হতে হয়েছে।

১। ওয়েবসাইটের মূল বিষয় সম্পর্কে ধারনা না দিয়ে ওয়েবসাইট ডেভলাপ করানো।
অনেক বিদেশী বায়ারদের কাছে এমন পরিস্তিতির সম্মুখীন হয়েছি। ডেভলাপার হিসেবে আমার কাজ হয়ত ওয়েবসাইট ডেভলাপ করে দেয়া। কিন্তু কিছু দিন পর যখন দেখা যায় সেই সাইটির নীস মূলত এডাল্ট ক্যাটাগরীর। তখন ডেভলাপার হিসেবে বিব্রত হতে হয়। ডেভলাপারকে আগে বলা হল একটি সাধারণ ভিডিও শেয়ারিং সাইট ব্লগের মতো করে ডেভলাপ করা হবে। পরে দেখা গেল ডেভলাপরের সেই থীমটি ব্যবহার করা হচ্ছে এডাল্ট ওয়েবসাইটে তখন কি করার থাকে? অনেকে হয়ত জানেন না, ডেভলাপার চাইলেই বুঝতে পারে তার ওয়েব অ্যাপ্লিকেশনটি কোন সাইটে কি কাজে ব্যবহার করা হচ্ছে। ডেভলাপার হিসেবে আমার জানার অধিকার থাকে যে আমার সৃষ্টি করা একটি থীম কোন কাজে ব্যবহার করা হচ্ছে। না কি?

২। সেইম ধরনের সাইট ভিন্ন ভিন্ন প্রাইস হওয়ার কারনে
আমাকে একটা ওয়েবসাইট ডেভলাপ করতে দেয়া হল। আমি হয়ত সাইটটি পিএইচপি দিয়ে ল্যারাবেল ফ্রেইমওয়ার্কে কাজটি করে দিলাম। প্রায় একই রকম একটি সাইট ওয়াডপ্রেসেও ডেভলাপ করা সম্ভব। দামও ওয়ার্ডপ্রেসে কম। বায়ার যখন জানল সেই সাইটটি ডেভলাপ করতে খরচ কম হয়েছে তখন আমাকে ভাবতে শুরু করবে আমি অতিরিক্ত দাম নিয়েছি। একটা নিউজের থীম ওয়ার্ডপ্রেসে ডেভলাপ করে দিতে হয়ত ৩ থেকে ৭ হাজার টাকা আসবে। আবার কাষ্টম পিএইচপি দিয়ে করতে গেলে ১৮ - ৮০ হাজার টাকাও খরচ আসতে পারে। যে জিনিসটার দাম বেশী সেটার কুয়ালিটি অবশ্যই বেশী হবে এই জিনিসটা অনেক সময় বায়ার বুঝেন না এবং পরবর্তীতে ডেভলাপরকে ভুল বুঝেন।

৩। ডেভলাপারদের পরামর্শ বুঝতে না চাওয়া

অনেক বায়ার আছেন যারা ডেভলাপারদের পরামর্শ বুঝতে চান না। মাইক্রোফ্রিেলন্সার/ ফাইবার/ ফ্রিলেন্সার ইত্যাদি কোম্পানীগুলো তার সাপোর্ট সেন্টারে ২০-৩০ জনের একটি টিম তৈরি করে রেখেছে। ডেভলাপার প্রোগ্রামার থেকে শুরু করে প্রায় সব শ্রেণীর ওয়ার্কার তাদের টিমে আছেন। যারা সব কিছু টেক কেয়ার করছে। কিছু বায়ার তেমন মানের ওয়েবসাইট তৈরি করতে চান অথচ তিনি চান সব কিছু অটোমেটিক হবে। সব কিছু অটোমেটিক করা যায় কিন্তু যে সাইটগুলোতে ডলার লেনদেনের ব্যবস্থা আছে সেগুলোর সব ফিচার অটো হওয়া উচিত না। এরকম সাইটের জন্য একটা টিম দরকার। এগুলো অনেক বায়ারকে বুঝানো কষ্টকর। অবশ্য ডেভলাপার হিসেবে সব দ্বায় আমার নিজের উপর আসেও না। তবুও.!

৪। প্রাইভেসী সম্পর্কে ধারনা না থাকা-

সাইট বায়ারের প্লান মতো তৈরি করতে গেলে হয়ত অন্য কোন ধরনের প্রাইভেসী ক্ষতি হতে পারে যা তারা বুঝতে চান না। একটা স্কুলের ওয়েবসাইট ডেভলাপ করতে গিয়ে দেখা গেল বায়ার বলছে স্কুলের সব শিক্ষার্থীর ছবিসহ মোবাইল নাম্বার যেন দেখা যায় সেরকম একটি পেইজ বানায়ে দিতে হবে। আমি বললাম, কাজটি শুধুমাত্র স্টুডেন্টের অভিবাবক এবং স্কুল কর্তৃপক্ষের হাতেই থাকা উচিত। কিন্তু বায়ার আমার কথা না বুঝে তিনি যেমন চাইছেন তেমন করেই ডেভলাপ করতে বললেন। একজন সচেতন ডেভলাপার জেনে শুনেই হাজার হাজার শিক্ষার্থীর তথ্যের প্রাইভেসী কেমন করে নষ্ট করবে?

৫। ডেভেলাপিং সম্পর্কে একেবারে ধারনা না থাকা-
অনেক ফিচার আছে যা আপনার সাইটে জন্য ভালো নাও হতে পারে। আপনি হয়ত ছোট্র একটি হোষ্টিং ব্যবহার করছেন কিন্তু যে সাইটের ফিচার আপনার সাইটে নিয়ে আসতে চাইলেন তাতে আপনার ব্যান্ডউইথ সব শেষ হয়ে যেতে পারে দ্রুত। আপনার হোষ্টিংয়ে প্রোগ্রামটি রান করলে আপনার সাইট স্লো হতে পারে। তাছাড়া একটি ওয়ার্ডপ্রেসের এডঅনস আপনার সাইটে একই রকম হবে না। আপনার সাইটের প্রোগ্রাম অনুযায়ী কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু কোন কোন বায়ার সেটা বুঝতে চান না।

৬। ওয়েব ডেভলাপিং আর ডিজাইনিং ২টি বিষয় - 
অনেক বায়ার এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন না। কোনটি সাইটের ডিজাইনের কাজ আর কোনটি ডেভেলাপিংয়ের কাজ সেটা সম্পর্কে ধারনা কম থাকে। আবার কোন কোন বায়ার তো গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজও একসাথেই পেয়ে যেতে চায়। আপনার সাইটের লগো ডিজাইন যে ওয়েব ডেভলাপিংয়ে কোন ডেভলাপারের কাজের মধ্যে পড়ে না সেটাও কোন কোন বায়ারকে আলাদা করে বুঝাতে হয়।

৭। এসইও ফ্রেন্ডলী ডিজাইন এন্ড ডেভেলাপমেন্ট -

কোন কোন কাজ আছে যা সাইটটিকে ইউজার ফ্রেন্ডলী করার স্বার্থে খুব বেশী বাটন এবং টুলস ব্যবহার না করাই ভালো। কোন কোন সময় সিম্পল একটি ডিজাইনই যে খুব বেশী ইউজার ফ্রেন্ডলী হতে পারে তাও অনেক বায়ার বুঝতে চান না।

এরকম আরো অসংখ্য অস্বস্তিকর পরিস্তিতিতে পড়তে হয়েছে। আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলে খুশি হব। আমাকে ফেইসুবকে পাবেন - https://www.facebook.com/obaydul.shipon , আমার সর্বশেষ একটি  নিউজসাইটের কাজের ডেমো দেখুন এখানে - http://kormodha.com/ । ওয়েব ডেভেলাপিং সম্পর্কে যেকোন পরামর্শের জন্য ফেইসুবকে যোগাযোগ করুন। ধন্যবাদ - ভালো থাকুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

তারেক ফাহিম বলেছেন: দু'টো লিংকই নট ফাউন্ড!!

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৯

ওবায়দুল হক বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ। লিংক ঠিক করে দিয়েছি।

২| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট আমার জন্য না।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

ওবায়দুল হক বলেছেন: দুংখিত! আশা করছি আগামী পোষ্টটি হয়ত আমাদের জন্য হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.