নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতের নিশ্চয়তায় আরো একটি সন্তান নেয়া কি শিরিক নয়?

১২ ই জুন, ২০১৮ রাত ১২:০৭

এখনো মানুষ এত অবিদ্যায় আর অন্ধকারে বাস করছে তা যখন নিজ চোখে দেখি তখন স্থব্ধ হয়ে যাই। বোবা কান্না গ্রাস করে। অর্ধ শিক্ষিত কিংবা শিক্ষিত সবাই যেন একই রকম। শিক্ষা তাহলে কিভাবে অন্ধকার আর কুসংস্কার দূর করে?

অনেক শিক্ষিত যখন দেখি শুধু ভবিষ্যত নিশ্চয়তার আশায় আরো একটি সন্তান নিচ্ছেন। একটি ছেলে সন্তান কি খুব জরুরী? রিজেকের মালিক কে তাহলে? ভাবিষ্যতের নিষ্চয়তা আমরা কোথায় খুজি?

একজন মানুষ যখন জানেই যে সন্তান ছেলে হবে না কি মেয়ে হবে তা পুরুষের উপর নির্ভর করে। এখানে স্ত্রীর কোন ভূমিকা নেই সেখানে কিভাবে একজন পুরুষ একটি ছেলে সন্তানের আশায় আরো একটি বিয়ে করে? তারা কি শিক্ষিত মুর্খ? না কি ইচ্ছে করেই কুসংস্কারের মধ্যেই বাস করে?

সামর্থ থাকলে যত ইচ্ছে তত সন্তান যে কেউ নিতে পারেন। আমি তাতে কোন দুষের কিছু দেখি না। কিন্তু আমার এই সন্তান না খাওয়ালে অন্যটি খাওয়াবে এই মনোভাবে যখন কোন দম্পতি আরেকটি সন্তান নেন তখন কি তারা আসলেই মুসলমান থাকেন? তারা কি আসলেই বিশ্বাসী?

আজ আমার খুব কাঁদতে মন চাইছে? মানুষ কেন এমন হয়? কেন তারা এমন করে? একজন পুরুষ হয়ে পুরুষ জাতের প্রতি বড্ড ঘৃণা হচ্ছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:১৮

ত্রিকোণমিতি বলেছেন: এভাবে চিন্তা করে দেখিনি কখনো! ধন্যবাদ অন্যরকম লেখনির জন্য। তবে এটা ষিরক কি না সে বিষয়ে আমরা ফতোয়া না দিয়ে কোনো আলেমের পরামর্শ নেওয়া উচিৎ

১২ ই জুন, ২০১৮ রাত ১২:৩৩

ওবায়দুল হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ফতোয়া দেই নি। একটি প্রশ্ন করেছি শুধু। যা মনের ভেতর আমায় কুকড়ে খাচ্ছে..!

২| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:১৯

কাইকর বলেছেন: ঠিক বলেছেন।

১২ ই জুন, ২০১৮ রাত ১২:৩৪

ওবায়দুল হক বলেছেন: আপনার মনোভাব জানানোর জন্য ধন্যবাদ।

৩| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
আপনার সাথে সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.