নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

ক্লান্ত অনুভূতি

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:১২

আমি আমার কাজে বড্ড ক্লান্ত
আমি আমার ব্যবসা নিয়ে ক্লান্ত
কানাডিয়ান হতে চাওয়া নিয়ে ক্লান্ত
নিজেকে প্রমাণ করতে ক্লান্ত ছুটছি।

কান্না চলে আসা নিয়ে ক্লান্ত,
প্রাণন্ত হাসির চেষ্টায় ক্লান্ত।

আমি বাসায় এসেও ক্লান্ত
প্রিয় স্পর্শগুলোতেও ক্লান্ত
নিজের নামটি নিয়েও ক্লান্ত
ক্লান্তি আমার শোবার ঘরেও।

আমি আমার সহকর্মীদের নিয়ে ক্লান্ত
তাদের ডেস্ক এ ক্লান্তির শব্দ তৈরী হয়
মধ্যাহ্নভোজের সময় ক্লান্ত কথোপকথন
প্রতিদিন একই খাবার নিয়েও ক্লান্ত।

সেরা হতে চাওয়ার চেষ্টা করায় ক্লান্ত
লক্ষ্য দূরে সরে যাওয়া ক্লান্ত।
আমি এই শহর থেকেও ক্লান্ত
ক্লান্ত এই সরু রাস্তায় জ্যামে আটকা পড়ে।

রিকশার ড্রাইভারগুলোর মত আমি ক্লান্ত
প্রখর রোদে হাটতে গিয়েও ক্লান্ত।
ঘামে ভেজা টিসার্টেও ক্লান্তি লেগে থাকে
আর দেখি ক্লান্তি আমার হাসির মাঝেও।

আমি কন্টেন্ট তৈরীর কাজে ক্লান্ত
আমি আমার নাম তৈরীতে ক্লান্ত
উচ্চাকাঙ্ক্ষা ছাড়ার চেষ্টায় ক্লান্ত
তোমাকে ভুলার চেষ্টায় ক্লান্ত।

আমি একজন বান্ধবীর জন্য ক্লান্ত
আমি আমার পাখি পোষতে ক্লান্ত
আমি ক্রমবর্ধমান বিলম্বে ক্লান্ত
পরিতৃপ্তি না আসায় ক্লান্তি ঘিরেছে।

আমি সুখী মানুষ দেখতে ক্লান্ত এবং
আমি কখনও খুশি হব ভেবে ক্লান্ত,
আমার পরিবারটির জন্য ক্লান্ত
অর্থ পরিশোধের ক্লান্তি।



আমি যে কাজটি করছি তা করা থেকে ক্লান্ত হয়ে আছি
ওয়েব সাইটের পাতাগুলোতে ক্লান্তি লেগে আছে।
আমি বিরক্তিকর সমস্যায় ক্লান্ত বোধ করছি
যখন ওয়েবসাইটের কোডগুলো কাজ করে না।
ল্যারাবেল, কর্ডিনেটর কোডিংয়েও ক্লান্তি
ছোট ছোট প্রগ্রামিংগুলোতেও ক্লান্তি মিশেছে।
সময়ের ঘড়ি সামনে চলছে দেখেও ক্লান্ত
আমি সবার পিছনে থাকতে থাকতে ক্লান্ত।

ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়ছি এবং
সেখানেও একই নিয়মের ক্লান্তি।
একা ঘুমাতে ঘুমাতে বড্ড ক্লান্ত
ঘুমানোর আগে এলোমেলো ভাবনায় ক্লান্ত।

আমি ডুবে যাচ্ছি মনে হচ্ছে কোন ক্লান্তির পুকুরে।।
আমি দায়িত্বশীল হতে ক্লান্ত
আমি সবার জন্য সেখানে থাকাতে ক্লান্ত
আমি ইন্টারনেটের কাজেও ক্লান্ত।

আমি একা একা ক্লান্ত অনুভূতি নিয়ে দাড়িয়ে থাকি পথের মাঝে
আমি অনুভূতির ক্লান্তি বোধ করছি যেমনটা আমি বলতে পারি না।

আমি যা চাই তা লিখতে না পারায় ক্লান্ত
আমি শুধু শ্রোতা হওয়ে থাকায় ক্লান্ত
আমি একজন বিশেষজ্ঞ হতে ক্লান্ত।


আমি চাই সব কিছু সম্পূর্ণ নতুন হোক
আমি আগে কাজ করেছি কিছু না জেনে
এবং স্ক্র্যাচ থেকে সব শেখার চেষ্টা করেছি
কোন অভিজ্ঞতা এবং কোন দায়িত্বের সঙ্গে
শুধু মজা করার জন্য কিছু মজা করছেন
এটা কি চমৎকার হবে না?

আমি অনুভূতির ক্লান্ত হয়ে আছি যেহেতু আমি পারি না
যেহেতু আমি সবসময় যা চাইতাম তা ছেড়ে দিতাম।

আমি আটকে থাকা ক্লান্তি ছাড়তে পারতাম না
একই জায়গা আমি পড়ে গিয়ে কঠিন যুদ্ধ নামতাম।

একটি জীবন একটি স্বপ্নের মাঝে আটকে আমি সবসময় চেয়েছিলেন
বড় কিছু হয়ে যাওয়া খুব সহজ।

কিন্তু আসলে বেশ সহজ না
আমি যেখানে আমাকে চাই
আমি কি ভালোবাসে করছি
দায়িত্বের ক্লান্তি কেন কাঁদাবে।

অনন্য মানুষের অনুভূতি ক্লান্ত হয় না।
আমি অনন্য মানুষ নই।
আমি সাধারণ।
তোমাকে চাইতে গিয়ে কান্তি বোধ করি,
তোমার স্বপ্নের মাঝেও ক্লান্তি আমায় করুনা করে।

তোমার মতই একটি দীর্ঘ কবিতা পড়তে গিয়ে ক্লান্ত হয়ে পৃষ্টা উল্টায় চলি।
কখনো কোন কাজ শেষ করি নি ভালো ভাবে।
কাজের পরিতৃপ্তি ছিল না। তাই ক্লান্ত হয়ে পড়তাম।

সবকিছুতেই ছিল ক্লান্তি!
কারণ আমি ক্লান্তি ছাড়তে জানতাম না।

একটি মাত্র জীবন পেয়েছি
বিধাতার অনেক মেহেরবানীতে।
কেন আমি ক্লান্ত হব?
আজ এখন থেকে নতুন একটি পথে হাটছি
একটি লক্ষ্য পূরণের জন্য কাজ করছি।
কাজে আমি পরিতৃপ্ত হচ্ছি।
কারণ আমি কাজকে ভালোবাসতে শিখেছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.