নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

সমাচার - ট্রাভেল পার্টনার নন্দিনী

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৮

যুগে যুগে নন্দিনীকে দেখেছি বহুরুপে। শেষবার দেখলাম একটা ওয়েবসাইটের এড পেইজে। ট্রাভেল পার্টনার হিসেবে। আর কত তুমি নিজেকে বেচবে? একবারও কি আয়না দেখ না? পুরুষ কি রুপে তোমায় সাজিয়ে দিয়েছে আর তুমি নিজেকে কোথায় নিয়ে গেছ!

শুনেছি জামানীতে হালাল পতিতা নামক পতিতালয় চালু হয়েছে। সহি আকিদায় বিয়ে দিয়ে বিছানা সঙ্গী করার প্রথা তারা চালু করেছে। সকালে ঘুম থেকে উঠে তিন তালাকের বিনিময়ে নিজের জীবনে আবার ফিরে যাওয়া যায়।



নন্দিনী জানি তোমারও খারাপ লাগে। প্রথমে ভাল লাগে। ভাল লাগা শেষে খারাপ লাগায় গিয়ে আটকে যায়। যদি তুমি জানতে তোমার প্রিয় পুরুষটিরও খারাপ লাগে। যদি তোমাকে পায় তবে সে বেহেসতে হুরপরীও চায় না। তার কথাও একবার ভেবে দেখ প্লিজ।

বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে গল্পটি পড়ে নন্দিনীর ভাবনার শেষ নেই। বিড়ালটি কি করে সিম কার্ড খেল। বিড়ালে কি সিম কার্ড খায়? এই নিয়ে হাজারটা রহস্য। অথচ নিজে প্রতিদিন সিমকার্ড হয়ে কিভাবে বিড়ালের খাবার হয়ে যাচ্ছে সেই খেয়াল নেই। সত্যি নন্দিনী, তোমায় কোন পুরুষই বুঝে না। তোমায় বুঝে যায় শুধু বিড়ালগুলো।

নন্দিনীরাও এক সময় ভাল হয়ে উঠে। তারা স্বামী ভক্ত হয়। কলঙ্ক যা হবার তা হয় অতীত। আসলে কতটা অতীত হয়? কেননা যে খারাপ সে সবসময় খারাপ। কান্না কাটি করে স্বামীগুলোও ঘর মুখি হয়। অফিস শেষ করে বউয়ের জন্য একটি লাল গোলাপ নিয়ে আসেন। আল্লাদে আটখানা হয়ে স্ত্রীর সেবা করেন। তখন অন্য এক নন্দিনী আতুড় ঘরে মুখ ঢাকেন। তিনি নন্দিনীর শাশুড়ি। নন্দিনী তুমি কি কখনো শাশুড়ী হতে চাও না? কি করে যেন জীবনের পর্দা নেমে আসে দুচোখে। লজ্জ্বা শরমের বালাই নাই এমন যুগলকে দেখে আমি মুগদ্ধ হই। শুধু নন্দিনীর মুখ পানে চেয়ে থাকি। আহা কি নির্মল সুন্দর সে হাসি।

একবার এক নন্দিনীকে একটা ফুল দিয়েছিলাম। সেও আমাকে একটা ফুল দিয়েছিল। ফুল পেতে কার না ভাল লাগে? আমারও ভাল লেগেছে। ভাল লাগে নি শুধু নন্দিনীর কৌতুক। সে আমাকে বলেছে জীবনে পেছনে ফিরে তাকাতে নেই। কি মনে করে যেন আমি তার পেছনে তাকালাম! সে আমাকে অসভ্য ভেবে চলে গেল। যেখানে গেল সেখানে তার সামনা এবং পেছন দুটিই ছিল উন্মুক্ত। পরের বার দেখা হলে তাকে বলব, শুন নন্দিনী তুমি চলে যেতে চাইলে চলে যাবে, তবে কোথায় যাবে সেটা আগে ভাববে। চলে যাওয়াটাকে গুরুত্ত্ব দিও না, কার কাছে থাকবে সেটাকে গুরুত্ত্ব দিও।

এই কথা আজও ভাবতে ভাল লাগে যে, আমি যেমন তাকে মিস করি সেও একইভাবে আমায় মিস করে। ভাবনা পর্যন্তই সেই নন্দনী আর তার ফুল। আমাদের একটি জমি আছে। জমি যেহেতু আছে তাই সেই জমির আকাশও আছে। আমি জমির মালিকানা পাই নি। কিন্তু আকাশের মালিকানা পেয়েছি। কিভাবে পেয়েছি সেটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে আমার আকাশে চাঁদ দুইটি। কিভাবে একটি আকাশে দুটি চাঁদ থাকতে পারে তা আমার জানা নেই। তবে তারা আছে। তারা স্বতীনের মত ঝগড়া করে না। যে যার মত করে ছুটে চলে নিজ অক্ষে।

তবুও নন্দিনীরা হচ্ছেন ঢবে রাখার মত ফুল। ভ্রমর তো আসে যায়। বড় যতনে তারা ফুল ফুটায়। এই ফুলের জন্য নন্দিনীকে ঘুরে রাখতে হয়। তাদের সম্মান দিয়ে মাথায় তুলে রাখতে হয়। কারণ ফুল মানেই প্রেম। আর প্রেম মানেই অমরত্ত্ব। প্রেম আর অমরত্ত্ব যেখানে বাস করে সেই ঘরে অবশ্যই ভালবাসা বাস করে। আর এভাবেই নন্দিনীদের জীবনে প্রেম আসে। তারা কখনো কোন পুরুষের প্রেমে পড়ে না।
তবে তারা প্রেমে পড়ে। প্রেমে পড়ে যায় একটি সংসারের। যা তাকে ঘিরেই বেড়ে উঠে। একটি নন্দিনীর জীবনে যদি প্রেম আর অমরত্ত্ব খেলা করতে পারে তবে আমার আকাশে দুটি চাঁদ থাকা অসম্ভব কিছু না

*** ফেইসবুকের https://www.facebook.com/obaydul.shipon
এই আইডিতে আমাকে রাখা হয়েছে। আপনারা কি একটু দেখে আসবেন সেখানে আমি কেমন আছি!

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রেম আর অমরত্ত্ব যেখানে বাস করে সেই ঘরে অবশ্যই ভালবাসা বাস করে।
ভালবাসা মানেই সেখানে নারী পুরুষের হতে হবে
এমন কোন বিধান নেই ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৬

ওবায়দুল হক বলেছেন: নন্দিনী মনে হয় এখন এই দ্বিপে থাকে! ;)

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
কি সুন্দর দুজনে ভাল বাসার দ্বীপ জালায়ে
দিন কাটাচ্ছে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

ওবায়দুল হক বলেছেন: তবে নন্দিনীরা সংসারেই সুন্দর!

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: মানুষের জীবন বড়ই বিচিত্র। দুপুরের প্ররম্ভে অনেকেই আসন্ন অন্ধাকার রাতের কথা প্রায় ভুলে যায়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

ওবায়দুল হক বলেছেন: আর মানুষ বড়ই অস্তির প্রকৃতির।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


পড়ে মনে হলো, তেমন কিছু পড়িনি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

ওবায়দুল হক বলেছেন: আমরা তো একটি মোহের ঘোরেই সারাটা জীবন কাটিয়ে দেই। এই গল্পটিও একটি মোহ। যার শেষে কিছুই নেই। সেইভাবেই লিখতে চেষ্টা করেছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

ওবায়দুল হক বলেছেন: তবে এই গল্পটির ভিতরে খুব হালকাভবে কঠিন কিছু কথা বলে দিতে চেয়েছি। জানি না পেরেছি কি না।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

চাঙ্কু বলেছেন: হালাল পতিতা কি জিনিস? #:-S

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

ওবায়দুল হক বলেছেন: যুগে যুগে নতুন নতুন নামে পতিতালয়ের স্বপক্ষে এক শ্রেণীর --------- দের আত্ন আবিষ্কারের নাম হালাল পতিতালয়।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: সূর্যগলা সকাল।
দে পুড়িয়ে শব।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

ওবায়দুল হক বলেছেন: সূর্য তো একদিন সমস্ত পৃথিবীটাকেই শব ভেবে পুড়িয়ে দিবে...

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

সঞ্জয় নিপু বলেছেন: অসাধারন লাগলো।
ফেবু তে শেয়ার দিলাম।
ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

ওবায়দুল হক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

আখেনাটেন বলেছেন: তার জমি আপনার আকাশ। এখন মিলেমিশে থাকুন। আর কি! :(

নাহলে আরেক নন্দিনীর খোঁজে বেরিয়ে পড়ুন।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

শায়মা বলেছেন: গল্পটা পড়েছি। কমেন্টগুলো মজার!

আর এই কমেন্ট ও প্রতিত্তর দেখে অনেক হেসেছি ....



লেখক বলেছেন: নন্দিনী মনে হয় এখন এই দ্বিপে থাকে! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.