নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঠিক জানি না ।

সময় এবং আমি ,আমার জন্য অপেক্ষা করে।

সমন্বয়

হাঁসি আমার শক্তি।

সমন্বয় › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট গতি ও কচ্ছপের সাথে চুক্তি।

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আমাদের বাংলাদেশ সরকার কচ্ছপ নিতিতে বিশ্বাসী তার প্রমান মেলে আমাদের ইন্টারনেট এর গতি তে।

৩জি নিয়ে কত কিহিনি, এখন পর্যন্ত পুরো দেশ এর এর সার্ভিস অনিশ্চিত।

বাংলাদেশ এ বর্তমানে মোবাইল অপারেটর সংখ্যা ৬ টি। গ্রামীনফোন,রবি,বাংলা:)লিংক, এয়ারটেল, টেলিটক, সিটিসেল,।

আর ওয়াইমাক্স এর মধ্যে আছে বাংলালায়ন, অল্ল, আর কিউবি। আর ওয়াইফাই ইন্টারনেট এর দিকে iconnect.



যারা ঢাকা তে আছেন তাদের জন্য ভাল এই যে ওখানে ওয়াইমাক্স এর আওতা আছে। আর যাদের নাই তারা আছেন হয়তবা

টেলিটক ৩জি নিয়ে। ভালই চলেছে।



কিন্তু যাদের এইখানে ওয়াইমাক্স অ্যান্ড ৩জি নাই তারা কি করছেন???



হ্যাঁ তারাও ইন্টারনেট ব্যবহার করছেন। তারা প্রত্যেকে এমন একটা শিক্ষা নিচ্ছেন যেটা উপরের সুবিধা ভোগীরা পাচ্ছেন না।



কি সেটা?



সেটা ধৈয।B-)B-)B-)



বাংলাদেশে এ কয়েকটা শহরে মোটামুটি ইন্টারনেট এ ভাল স্পীড আছে। তবে তাও সুবিধা জনক নয়।

আর গ্রাম এর দিকে গেলে ত কথাই নেই যেখানে গ্রামীণ ইয় রাজা। আমরা জানা মতে সবচাইতে কম স্পীড দেয় এই স্বনামধন্য

অপারেটর। যদি এদের পোস্টার এ কত কথা বলে। টিভি তে অ্যাড দেয় এত টাকায় এত এমবি ইন্টারনেট । কিন্তু কত কেবিপিএস

কিছুই বলে না। তবে বাংলালিংক,রবি, সিটিসেল ,টেলিটক ২জি মন্দের ভাল আর কি।



আজ ২০১৩ এই সময়ে আমার পরে আছি ইন্টারনেট এর প্রাথমিক যুগে।

এখন ও আমাদের ১২-২০ কেবিপিএস নিয়ে চলতে হয়।

বর্তমান সময় জনপ্রিয় ইউটিউবে এই স্পীড নিয়ে ভিডিও দেখেতে গেলে। ১ মিনিট এর ভিডিও এ আমাকে ৪ মিনিট অপেক্ষা করতে হয়।



এইভাবে ভিডিও দেখতে গেলে ১ ঘণ্টার ভিডিও কয় ঘণ্টায় দেখিব।???



আর ডাউনলোড এর স্পীড ত মাশাল্লা। আর কি বলব।



এমনিতেই স্পীড নাই তার উপর কিছু দিন পর পর ইন্টারনেট ব্যবহার কারিদের সাথে চলে সরকার এর একতরফা খেলা।

কি না কি কারণে সরকার upload স্পীড কমায় দেয়। এতে নাকি সরকার এর বিরুদ্ধে কোন খারাপ ভিডিও upload

করতে পারবে না। আমি ত সরকার এর বিরুদ্ধে কিছু দিচ্ছি না। তবে আমি কেন ওয়েবসাইট এ কিছু upload করেতে গিয়ে

স্পীড এ প্রব্লেম এর কারণে ৩ দিন যাবত upload দিতে পারছি না।



কি বা বলব। যে দেশের কোন মন্ত্রী বলেন (এত কিছু দরকার নাই কল আসলে গেলে এ ত হয়)

সে দেশের কি বা হবে। সরকার এখন ও অন্য অপারেটর দের ৩জি বৈধতা দিচ্ছে না। কারণ তা হলে

টেলিটক চলবে না। আর আমাদের দিচ্ছেন এই কষ্ট। অবশ্য সরকার আমাদের কষ্ট কি বঝুবে তাদের মন্ত্রনালয় এ ত আবার high-speed

ইন্টারনেট লাগানো। তারা তো vip.



আশা করব সরকার যেন দ্রুত এই স্পীড জনিত সমস্যা দুর করে বাংলাদেশ কে ইন্টারনেট এর স্পীড অভিশাপ থেকে মুক্তি দেন।X((X((

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

লিঙ্কইন ওয়ার্ল্ড বলেছেন: বাংলালিংকের ইন্টারনেট স্পীড নিয়ে চরম প্রতারনা! Click This Link স্বাভাবিকভাবে 5KB/s এর বেশি পাই না। কিন্তু মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য 20KB/s এর উপরে পাওয়াই প্রমান করে যে তারা চাইলে স্পীড বেশি দিতে পারে কিন্তু ইচ্ছে করে কমিয়ে রাখছে।

২| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সমন্বয় বলেছেন: থিক বলেছেন। :( :( :( :( :(

৩| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ঢাকাবাসী বলেছেন: এইসবের কর্তারা ঘুষ আর কমিশন ছাড়া আর কিছুই চিনেনা!

৪| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

হৃদয় রিয়াজ বলেছেন: এ আর বলতে কি ভাই। নিজেই তো ধীরে ধীরে কচ্চপ হয়ে গেলাম। এ অবস্থা চলতে থাকলে প্রক্রিয়াটা আরও ত্বরান্বিত হবে বৈকি?

৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

সমন্বয় বলেছেন: যবে এই কচ্ছপ নিতি চুক্তি শেষ হবে তবেই সব প্রক্রিয়া দ্রুত হবে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.