নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঠিক জানি না ।

সময় এবং আমি ,আমার জন্য অপেক্ষা করে।

সমন্বয়

হাঁসি আমার শক্তি।

সমন্বয় › বিস্তারিত পোস্টঃ

টাইম মেশিন আবিস্কার ( জানবেন নাকি ভবিষ্যৎ )?

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭

সম্প্রিতি তেহরান গবেষক কি না কি,,ও টাইম মেশিন আবিস্কার করেছেন:D:D:D, তার নাম আলি রাযেহি। এটা ইরান এর অর্থে করা তাই এটা ইরান এ আছে। এটা টাইম travelling মেশিন নামে রেজিস্টার করা।B-)

ইউজার এটা টাচ করলেই এটা তার ভবিষ্যৎ প্রিন্ট করে দেবে। এটা ৫ থেকে ৮ বছর এর ভবিষ্যৎ বলে দেবে। এবং এটা নাকি ৯৮ % সঠিক ফলাফল দেয়।

তিনি বলেন তিনি নাকি এর পিছেনে ১০ বছর দিয়েছেন। ( আমি হইলে এক মিনিট ও দিতাম না। ) এটা পারসনাল কম্পিউটার এর এর বক্স এ ফিট হয়ে যাবে।

এটা আপনাকে ভবিষ্যৎ এ নিয়ে যাবে না। ভবিষ্যৎ আপনার কাছে নিয়ে আসবে। গবেষক বলেছেন , এই প্রোজেক্ট টা আমাদের ধর্মের বিপক্ষে নয়। তিনি আর বলেন,

এটা মঞ্চে দেখানো হচ্ছে না কারন যদি এটা দেখানও হয় তবে চাইনিয রা এটা নকল করবে এবং এটা সবার অনেক বেশি উৎপাদন করবে। এটার অপ ব্যবহার হতে পারে।



তবে অনেকের মতে। এটা নাকি মিথা। আমেরিকা অবশ্য এটা এখন মেনে নিতে চায় না। অনেক ব্লগে এর বিপক্ষে লেখা হচ্ছে। তবে এখন এই টাইম মেশিন সত্য না

মিথ্যা তা তো সময় প্রমাণ করবে।



আশা করি সবাই এটার জন্য অপেক্ষা করছে। আমি নিজেও/। কি জানি কি দেখা যায়।:|:|:|:|

Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

নূর আদনান বলেছেন: B:-) B:-) :-B :-B :-B B:-/ B:-/

২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: তুড়ানীরা অর্থনৈতিক দুরবস্হায় পাগল হইয়া গেছে!

৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৩

ফুরব বলেছেন: এখন থেকে ৮ বছর পরে তুরানের অস্তিত্ব থাকবে কিনা সেটা কি দেখে ফেলেছে নাকি??

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪১

সমন্বয় বলেছেন: তিনি তুরান এর গবেষক । কিন্তু এটা ইরান এ আবিস্কার হয়েছে। অ্যান্ড ইরান এই আছে।

৪| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: :-B :-B :-B :D :D :D :D :D :D :D =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.