নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঠিক জানি না ।

সময় এবং আমি ,আমার জন্য অপেক্ষা করে।

সমন্বয়

হাঁসি আমার শক্তি।

সমন্বয় › বিস্তারিত পোস্টঃ

জেলযাত্রা ও রবোটিক জীবন/:)/:)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫০

কালকে জেলে যাচ্ছি।:((:((। আর সামুতে আসতে পারব না । এটার জন্য মন খারাপ না।??:D:D? মন খারাপ হচ্ছে চলে যাচ্ছি তো তাই:((। আর আগের মত ইন্টারনেট, বন্ধুদের সাথে আড্ডা। আর আর

পার্সোনাল কিছু করতে পারব না। আসলে আমার হোস্টেল টা আমার জেলের মতই মনে হয়। আমারা সবাই একে জেল বলে আখ্যায়িত করি। ওখানে গিয়ে আমার দিন কেমন কাটবে আমি জানি।

কোন দিন নতুন কিছু হবে না।।। না হবে?? শুধু পড়া লেখা।। সমানে বই ও তার ভয়ংকর জ্ঞান আয়্যও করা নিয়ে মগজ আর টিচারের সঙ্গে যে ধ্বস্তাধস্তি হয় তা দিয়ে পড়ার আর কলেজের খোরাক মেটানো

যায় কিন্তু তা দিয়ে মনের খোরাক মেটানো যায় না। । এটা যেন রবোটিক নাচ এর মত রবোটিক লাইফ। এ ক্ষেত্রে মনের কোন প্রভাব থকে না।মনের ইন্ধন না পেলে মন অসুস্থ হয়ে যেতে পারে। আমারও

হয়েছে কিছু দিন পর পর প্রেসার বেড়ে যায়। আরে ব্লাড প্রেসার। ডাক্তার বলেছে অতিরিক্ত চিন্তা এর কারন। চিন্তার পরিমান এত বেশি হয়ে গেল যে মাদক গ্রহন এর চিন্তা নিয়েছিলাম । পড়ে ওই চিন্তা

বাদ দেই । যখন বাড়ি থাকি কোন

সমস্যা নেই। কিন্তু হোস্টেল এ আসলেই সমস্যা। আমি পত্রিকা তে কোন রোগ সম্পর্কে পড়তে পারি না। কারন আমার মনে হয় এই রোগ টা আমার হয়েছে। আমার কোন রোগ এর নাম শুনলে খুব ভয় করে।

আর রোগী দেখলে তো কথাই নেই। আমি হোস্টেল এ থাকতে ডাক্তার এর পরামর্শে ঘুম এর medicine নিতাম। এখন বাড়ি থাকছি । কোন মেডিসিন লাগে নি। কিন্তু যতই বাড়ির গুণগান করি আমাকে কিন্তু কালকে

জেতেই হচ্ছে।

তাই মনটা খারাপ। সময় টা যদি আরও বেড়ে যেত। মন টা বলে যদি এই সময় কোন বন্ধু খবর দিত আরও দুই দিন বেশি পেয়েছি তবে বহত খুব।:):)

কিন্তু দুঃখ এটা হবার নয়X((। কেন নয়। ? না আসলেই এটা হবার নয়। এতে আমার কিছু করার নেই। এটাই নিয়ম। তাই তো বসে বসে হৃদয়বিদারক গান শুনছি/:)। জানি এই গান গুলো

অনেক মনে পরবে;)। কিভাবে জানি ?? কারন এর আগে অনেক বার বাড়ি আসেছি অ্যান্ড গেছি। যখন বাস এ থাকব। প্রকৃতি আমাকে এই গান গুলোর কথা মনে করাবে। আর আকাশ যদি

মেঘলা হয় ।তবে তো কথাই নেই। আমার মনে আমাকে নিয়ে অ্যান্ড আমার গান কে কঠিন ভিডিও এডিটিং এর কাজ চলতে থাকে। এটা মেনে নেওয়া খুবী কঠিন যে আপনি একটা মাস

স্বাধীন জীবন যাপন করে কিছু দিন পর আবার জেল এ ঢুকে যাবেন। আপনি জানেন আপনার ওই সময় গুলো কেমন হবে। আমার অবি-ভাবুক দের যখন এই কথা বলি তারা বিজ্ঞ উপ-দুষ্ট

এর মত বলে বাবা এখন কষ্ট কর পড়ে জীবন উপভোগ করতে পারবে।



শুনেছি টাইম মেশিন আবিস্কার হয়েছ। তা যে আমার খুব দরকার... কোন ভাবে যদি এই সময় টা পার কতা যায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০১

তোমোদাচি বলেছেন: লেখার স্টাইল খুব ভাল !!

তোমার জন্য সত্যিই কষ্ট হচ্ছে ... :( কিন্তু কি আর করা চোখ- কান বন্ধ করে সময়টা পার কর!
মুক্তি মিলবেই !


অবশ্য আমি একটা কথা বিশ্বাস করি, জীবনে এমন কোন নিয়ম নেই যে এখন কষ্ট কর পরে আরাম করো। জীবনে কাজ এবং এঞ্জয় একসাথেই করা উচিৎ। তবে কক্ষপথ যেন ঠিক থাকে !

একটু আতলামী কমেন্ট হয়ে গেল নাকি??? :P

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০

সমন্বয় বলেছেন: ধন্যবাদ। আমি আপনার উক্তি বাস্তবে প্রয়োগ করতে প্রচেষ্টা চালাব।.।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

অনন্যমানুষ বলেছেন: সাথে করে লুকিয়ে ল্যাপটপ আর মডেম নিয়ে যেয়েন।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

সমন্বয় বলেছেন: মোবাইল নেওয়া যেতে পারে :) :) :) :) কিন্তু ল্যাপটপ তো চেক এ আটকে যাবে। :| :|

৩| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

ফুলেরপাতা বলেছেন: জেলযাত্রা ও রবোটিক জীবন

I like it to much!!! Good luck, happy days, sucess life.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.