নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঠিক জানি না ।

সময় এবং আমি ,আমার জন্য অপেক্ষা করে।

সমন্বয়

হাঁসি আমার শক্তি।

সমন্বয় › বিস্তারিত পোস্টঃ

মেইন কাম্পফ( mein kampf) হিটলার। এর বই!!!!!

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

জানি না কত দিন পর লিখছি। :#> তবে এইতকু বলতে পারি আমি লিখছি।

আজকে কোন বিষয় এ লেখব বলতে পারছি না।।



এটা একটা ঐতিহাসিক বই (mein kampf)

হিটলার এর আত্মজীবনী যা হিটলার লিখেছিল। ১৯২৪ সালে। বই এর তথ্য অনুসারে এটা তিনি শেষ সময় এ জেল এ বসে লিখেছেলেন। এখানে তার পরিবার থেকে শুরু করে তার রাজনীতিতে আসা সব কিছুর উল্লেখ আছে। আছে ইহুদী বিদ্বেষের কারন গুলো ।



বই টা তিনি জার্মান ভাষায় লিখলেও পরে এটাকে ইংলিশ এর অনুবাদ করা হয়।

বই টা পড়তে পারেন। ইতিহাস এর সাক্ষী হতে না পারলেও ইতিহাস কাছ থেকে অবলোকন করতে পারবেন।



হিটলার এর কথা কয়েকদিন ধরে গাজার উপর ইসরায়েল এর হামলা থেকেই আমার মনে হয়। হিটলার একবারে খারাপ কাজ করে নি। তবে খারাপ হোক আর ভাল হোক কোন কাজ

সম্পরন ভাবে করা টাই উত্তম। তা না হলে ঝামেলা বাধে।

প্রখ্যাত পণ্ডিত চাণক্য শ্লোক মতে ( ঘরে থাকা সাপ, রোগ , দুষ্ট স্ত্রী এর শেষ রাখতে নেই) ।:D:D:D



কোন এক ইসলামিক বই এ পেয়েছিলাম (ইহুদি জাতি বড় চতুর জাতি)





কি বক বক শুরু করলাম। বই এর লিঙ্ক এখানে ডাউনলোড

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ঢাকাবাসী বলেছেন: বইটা কখন কিভাবে লেখেন তা বললে ভাল হত। ধন্যবাদ।

২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৫

কালীদাস বলেছেন: বইটার ব্যাপারে আরেকটু রিভিউ করলে পোস্ট সুন্দর হত।

৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:২১

মুহাই বলেছেন: কালীদাস বলেছেন:
বইটার
ব্যাপারে আরেকটু রিভিউ
করলে পোস্ট সুন্দর হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.