নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো নিয়েছে পিছু, হেটে চলেছি আমি

নিজের জন্য একটু সময় আর একটু ভালোবাসা, হয়তো দুরুহ নয়, তবুও যেন এতোটা সহজও নয় ।

একজন সময় জ্ঞানহীন

সময় জ্ঞানহীন , অতীব অলস প্রকৃতির মানুষ ।

একজন সময় জ্ঞানহীন › বিস্তারিত পোস্টঃ

শীতার্তদের জন্য আমরা

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

আজ অনেক দিন পর ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেলো। শীতের সময় গরম পানিতে গোসল করার পর, গায়ে কম্বল মুরি দিয়ে টিভির সামনে বসে পরতাম। আজ আমার ছোট ভাইটিকে দেখে আবার মনে পড়ে গেলো। কিন্তু এখন করতে গেলে বকা খেতে হবে, মা বলবে তুই তো এখন বড় হয়েছিস, তোর কি এগুলো করা মানায় এখন?
আমার মাথার উপর ছাদ আছে একটু ঠাণ্ডা লাগলে বা জ্বর আসলে মা-বাবা অনেক দুশ্চিন্তায় থাকেন। সুস্থ করতে অনেক টাকা পয়সাও ব্যায় করেন।
কিন্তু
যাদের মাথার উপর ছাদ নেই, তিব্র শীতে পরার জন্য কিছু নেই। তাদের কথা কি একটু ভেবে দেখবেন। প্রতি বছরেই তীব্র শীতে অনেক মানুষ মারা যাচ্ছে, তারা অসুস্থ হলে চিকিৎসা করার টাকা নেই। অনেকটা বিনা চিকিৎসায় মরতে হয় তাদের।
কিছু কি করতে পারি?
এক কাপ চা মূল্য ৫ টাকা, অথবা অনেক অনেক কিছু খাওার অভ্যাস আছে। কিছু মনে করবেন না, প্রতিদিন ২ কাপ চা এর বদলে ১ কাপ চা পান করে অথবা ২-৩ টা সিগেরেট খেয়ে নিজের স্বাস্থ্য নস্ট না করে এখান থেকে কিছু টাঁকা আপনি এই অসহায় দরিদ্র মানুষের শীতের হাত থেকে বাঁচার জন্য সাহায্য করতে পারেন কি?
আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছি ফোনে। শীতার্তদের সাহায্যের ব্যাপারে। তখন একজন ফকির এলো। আমার কথা সে মনযোগ দিয়ে শুনছিলো, ফোন রেখে দেয়ার পর বলল, আমি দশটা টাকা দিমু বাজান নিবেন?
আমি তার দিকে তাকিয়ে, চোখ দিয়ে পানি চলে এলো কোনরকম আটকে তাকে হাসিমুখে বললাম অবশ্যই, আপনি কত দিয়েছেন এটা বড় নয়, দিয়েছেন এটাই বড়।
২৫ শে নভেম্বর শেষ হচ্ছে টাকা সংগ্রহের কাজ। এর আগে আপনি যতটা পারেন তাই দিয়ে সাহায্যের হাত বারিয়ে দিন

ইভেন্ট সম্পর্কিত সকল তথ্য , বেশতো ডট কম (বাংলা সোশ্যাল সাইট) http://beshto.com
ছবিতে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরো কিছু জানার থাকলে কমেন্টে লিখুন আমি উত্তর দেয়ার চেষ্টা করবো.।
ধন্যবাদ !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.