নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নগুলো নিয়েছে পিছু, হেটে চলেছি আমি

নিজের জন্য একটু সময় আর একটু ভালোবাসা, হয়তো দুরুহ নয়, তবুও যেন এতোটা সহজও নয় ।

একজন সময় জ্ঞানহীন

সময় জ্ঞানহীন , অতীব অলস প্রকৃতির মানুষ ।

একজন সময় জ্ঞানহীন › বিস্তারিত পোস্টঃ

ছেলেটি অমুক আর মেয়েটু তমুক (ভালোবাসা দিবস স্পেশাল) পর্ব ১

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

ছেলেটি খুজেছিলো, একটা সুন্দরী এবং ঘিলুহীন মেয়ে। যে তার কথা মেনে চলবে এবং শপিং সম্পর্কে তার আগ্রহ কম থাকবে।
আর মেয়েটি খুজছতেছিলো, বলদ কিন্তু দেখতে হিরোর মত খুমা আর পকেট ভর্তি টাকাওয়ালা পোলা।
এই দুজনে যখন ভাগ্যের নির্মম পরিহাসে একত্র হয়, তখন কি ঘটে?

গল্পের তো কেবল শুরু,
সেই ছেলেটি, যার নাম অমুক এবং মেয়েটি নাম তার তমুক। অমুক ভাবলো, সামনে ১৪ ফেব্রুয়ারি। নতুন প্রেম, এখনো মেয়েটিকে কিছু বলার সাহস করে উঠতে পারেনি সে। ১৪ তারিখে ভার্সিটিতে ক্লাশ হবে কিনা তা নিয়ে চিন্তিত সে, হলে তো তার সাথে দেখা হবে। এমনিতে ভাষা আন্দোলনের মাস চলছে। এখনে সেখানে অনেক ইভেন্টে, ইন্টারেস্টেড দিয়ে রেখেছে। অনেক কিছুই তার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিছুতেই মনকে বোঝাতে পারছে না সে।

তমুক মেয়েটি, চিন্তা করছে, এইবার কার কার কাছ থেকে গিফট পাবে। সেইদিন কোন রঙের শাড়ী পরবে। গতবারের মতো কি এইবারও সে শুকাইয়া থাকবে। :P
নাকি এইবার তার কোন গতি হবে? B-)
-টু বি কন্টিনিউড (চলছে চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩

আদম_ বলেছেন: দারুন। হাহাাহাহাহাাহা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

একজন সময় জ্ঞানহীন বলেছেন: ধন্যবাদ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.