নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

অতিপ্রাকৃত-২

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯



প্রথম পর্বঃ Click This Link

দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার এককালের প্রিয়তমা! যার কথা ভেবে এখনও আমার চোখের ঘুম পালিয়ে যায় যোজন যোজন দূরে, যার স্মৃতি এখনও আমাকে কুরে কুরে খেয়ে চলেছে প্রতিদিন, প্রতিক্ষণ। তাকে আমি এভাবে এতরাতে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখব এটা আমি কস্মিনকালেও ভাবিনি!

হতবাক হয়ে দরজা খুললাম! পাতলা ফিনফিনে নাইটি গায়ে দু'হাত বুকে ভাঁজ করে এই প্রচন্ড শীতের রাতে প্রায় নির্বিকার অবস্থায় ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মনের মধ্যে এলোমেলো আর পরস্পরবিরোধী ভাবনা খেলে গেল। একপাশে সরে গিয়ে তাড়াতাড়ি ওকে ঘরের ভেতর আসতে বললাম। ও ঘরে ঢুকতেই তাড়াতাড়ি দরজা বন্ধ করে খোলা জানালাটাও লাগিয়ে দিলাম। তারপর দু'টো গরম কম্বলে ওকে মুড়ে দিয়ে আমার বিছানায় নিয়ে বসালাম। জিজ্ঞেস করলাম আরও কম্বল লাগবে কিনা? ও মাথা নাড়ল। আমি তাড়াতাড়ি কিচেনে গিয়ে দু'কাপ কফি করে আনলাম। ও কিছু না বলে হাত ইশারায় কফি খাবে না বলে জানিয়ে দিল। একটু বিস্মিত হলেও আমি ওর কাপটা রেখে চেয়ারে বসে নিজের কাপে ধীরে ধীরে চুমুক দিলাম।

কফি শেষ করে ওকে ভালমত পর্যবেক্ষণ করার প্রয়াস পেলাম। ঘরে ঢোকা অবদি ও একটি কথাও বলেনি। শুধু আমার দিকে তাকিয়ে থেকেছে। এতক্ষণে আমি পূর্ণ দৃষ্টি নিয়ে ওকে দেখতে লাগলাম।
দীর্ঘ ছয় বছর পর ওকে এত কাছ থেকে সামনাসামনি দেখছি! যদিও তীব্র শীতের কারণে মুখটা একটু ম্রিয়মাণ দেখাচ্ছিল তবুও ওর সেই অপার সৌন্দর্য এতদিন পরেও একটুও ম্লান হয়নি। বরং এ ক'বছরে সৌন্দর্যের ধার যেন আরও বেড়েছে। এখনও ওর সেই পাগল করা রূপ আমাকে যেন সম্মোহিত করে ফেলতে চাইছে। আমি বহুকষ্টে নিজেকে নিয়ন্ত্রণে আনলাম। ভাবতে চেষ্টা করলাম-এতরাতে ও এই পোশাকে হঠাৎ করে কোত্থেকে, কেমন করে আর কেন আমার কাছে ছুটে এসেছে।

হঠাৎ ও কথা বলে উঠল-
'কেমন আছ?'
'ভাল আছি একথা বলব না। আবার ভাল নেই একথা বললেও মিথ্যে বলা হবে। মনে কর ভালমন্দ মিশিয়ে একরকম আছি।'
'আমাকে দেখে খুব অবাক হয়েছ?' ও আমার চোখের দিকে তাকিয়ে বলল।
'হ্যাঁ, তা হয়েছি বৈকি!'
'অবাক হওয়াটাই স্বাভাবিক। আমি বহুকষ্টে তোমার ঠিকানা জোগাড় করে এতরাতে তোমার কাছে স্বার্থপরের মত সাহায্য চাইতে এসেছি। আমাকে আবার এখনই ফিরে যেতে হবে'
আমি বিস্মিতকন্ঠে প্রশ্ন করলাম-
'এখনই ফিরে যেতে হবে মানে? আমি তো তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না! আচ্ছা তুমি বল দেখি, এতরাতে আর এইভাবে কোত্থেকে আমার এখানে হাজির হলে?'
'সবই বলছি। আমাকে একটু সময় দাও।'

ও কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে সম্ভবতঃ কথাগুলো মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করল-
'তোমার মনে আছে? আজ থেকে ঠিক ছ'বছর আগে তোমার জন্মদিনের গিফট কেনার জন্য আমি বিকেলে বাসা থেকে বেরিয়ে নিউমার্কেটে গিয়েছিলাম?'

আমার মনে পড়ল ১৪ জানুয়ারি আমার জন্মদিন। ভালমত দেখেশুনে আমার জন্য গিফট কিনবে বলে দশ তারিখেই ও মার্কেটে চলে গিয়েছিল আর আমাকে ফোন করে আমার পছন্দের কথা জিজ্ঞেস করেছিল। এত আগে যাওয়ার কারণ হল যাতে সেদিন পছন্দমত কিছু কিনতে না পারলেও পরের দু'দিন ঘোরাঘুরি করে সঠিক জিনিসটা কিনতে পারে আবার পছন্দসই না হলে আবার চেঞ্জ করে আনতে পারে। মেয়েদের এই দরদাম আর হরেক রকম যাচাই-বাছাইয়ের অভ্যাসের কথা আমার ভালমতই জানা ছিল বলে আমি ওকে নিষেধ করিনি।


চলবে।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: আমি তুমি আমরা বলল আপনি হয়তো পিশাচ গল্প লিখছেন । এই গল্পের নায়িকা কি ভূত ওর পিশাচ টাইপ কিছু হবে ?

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটি একটি অতিপ্রাকৃত কাহিনী। পড়তে থাকুন। আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন!

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১

শাহরিয়ার কবীর বলেছেন: সম্রাট ভাই দেখি দারুন গল্প লিখেন। !:#P

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গল্প লেখার যোগ্যতা নেই ভাই। একটু চেষ্টা করছি। দেখা যাক কী হয়!

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

কুঁড়ের_বাদশা বলেছেন: গল্প পড়িয়া লাইক প্রদান করা হইল। :)

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার লাইকখানা ধন্যবাদের সহিত গৃহীত হইল।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: বেশ জমে গেছে কিন্তু , চমৎকার !!!
মনে হচ্ছে এক্সিডেন্ট বা ,দায় মেটানো কিছু ।

দারুন !!!

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রায় সেরকমই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: বেশ।
ভালো লেগেছে।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখার হাত তো ভালো।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, হাত আমার ভালই। তবে লেখা কতটা ভাল সেটা আপনারাই বিচার করবেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বিলিয়ার রহমান বলেছেন: মেয়াবাই দেখছি কোবতে রাইখা গপ লেখবার শুরু কইরচেন!:)


শুভকামনা মেয়াবাই!:)

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে মেয়াবাই! আফনে অ্যাদ্দিন ফর কই থেইক্যা এন্ট্রি মাইরলেন? হানিমূনে গেসিলেন নাকি?

৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

বিলিয়ার রহমান বলেছেন: হ্যানি!!! এইডা আবার কুন মুন!!!

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খায়ও না, মাতায়ও দ্যায় না তয় অন্য কিছু করা অয়। =p~

৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বিলিয়ার রহমান বলেছেন: অহ!!

বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ!


নইলে তো মাথা কুটে মরতে হতো মেয়াবাই! :)

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: :) :)

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসল ঘটনাতো শুরুই হলো না:(

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঘটনা শুরু হয়েছে। তৃতীয় পর্বও লিখেছিলাম। আশানুরূপ সাড়া না পেয়ে মুছে দিয়েছি।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই এক সমস্যা। লেখকরা কি লাইক, কমেন্টের আশায় লিখে?? নাকি আপনি ঐ জন্য লিখেন??

ঐ কাজটি কখনোই করবেন না।।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এমন কাজ আর কখনই করব না। :)

১২| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

পাখির নাম বলুন। আমি দেখে উত্তর দিব। তখন মুছে দিবেন। আপনার মগজের ধারটা টেস্ট করা দরকার।

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেন, কাল তো বলেছিলাম। আর আমার মগজের ধার যে মোটেই নেই সেটা তো আমার পরিচয়ে উল্লেখই করে দিয়েছি। :)

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: অল্পতেই যেন শেষ হয়ে গেলো, ঠিকমত শুরু হতে না হতেই!

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুঃখিত খায়রুল আহসান ভাই! আমি আসলে গল্পটা শেষ করতে পারিনি। একসময় শেষ করার ইচ্ছে থাকলেও এখন আর সেই ইচ্ছেটা কাজ করছে না। ব্লগারদের পুরনো পোস্টগুলো খুঁজে খুঁজে বের করে পড়ার আপনার অভ্যাস সম্পর্কে জানা ছিল, তাই আমার পোস্টে এতদিন পর আপনার মন্তব্য দেখে মোটেও অবাক না হলেও খুবই খুশি হয়েছি। শ্রদ্ধা ও শুভকামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.