নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্বের হাঁসফাঁস

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১




বিষণ্ণ ল্যাম্পপোস্ট হয়ে গেঁথে আছি সময়ের স্তনবৃন্তে
স্বার্থান্ধতার পদাঘাতে থেঁতলে যাওয়া সময় রক্তাক্ত
ধূসর হয়ে আসা ইচ্ছেগুলো
মরীচিকার খোলসে মরচে পড়া ভঙ্গুর মাটি
অহর্নিশ ভ্রুকুটির শিকার।

সুখের অপসৃয়মাণ অবয়ব ক্রমশঃ যেন
বাতাসে ঝুলে থাকা প্রত্যাশার শীকর
আশা-নিরাশার আঁকাবাঁকা চোরাগলিতে ক্লান্ত পথিকের
গোধূলিবেলায় হিসাবের খাতায় আস্ত একটি অশ্বডিম্ব।

মধ্যরাতের মন্দ্রিত স্খলন
নাগরিকতার সুশোভিত পোশাকে চিরচেনা
হতাশার আঁজলায় চুমুক দিয়ে শিরায় প্রবাহিত
করে রিক্ততার নীল স্রোত।

এখনও বয়ে চলেছে বিশ্বাসহীনতার ঘোলাজল
মননে, মগজে, বিরামহীন
ভরসার খোলনলচে পাল্টে যাওয়া
এই নাট্যশালায় আমি এক পুরনো দর্শক।

এ যেন দোয়াতের কালি,
চারপাশে ঘুটঘুটে অন্ধকারের দুর্লঙ্ঘ্য প্রাচীর;
মাথা কুটে মরার জন্য এরচেয়ে শক্ত কিছুর প্রয়োজন নেই।
যদি কল্পনা করি, নিমিষেই সেটা কূল-কিনারাহীন অথৈ সমুদ্র
সাঁতরাতে সাঁতরাতে এ জনম শেষ হয়ে যাবে।

খড়কুটোর মত ভেসে যাই সময়ের চোরাস্রোতে
অবলম্বনহীন, ক্লান্ত
গোটা অস্তিত্ব ধরে ঝাঁকি দেয় অনিশ্চয়তার অবয়ব
আসুরিক শক্তি নিয়ে অবিরাম।

পলকহীন চোখে চেয়ে থাকি উৎসের পানে
দেখা যাবে কি?
বিচ্ছুরিত হবে? উদ্ভাসিত হবে চারিদিক?
আরাধ্য, স্বর্গীয়?

মন্তব্য ৪৭ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর এক ভাল লাগায় আচ্ছাদিত করে দিলেন। দুর্দান্ত লিখেছেন।

অনেক অনেক শুভ কামনা রইল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার ক্ষুদ্র প্রয়াস আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি। শুভকামনা রইল।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছুকিছু চিত্রকল্প খুবই সুন্দর হইছে, নতুনত্বও আছে।

বাতাসে ঝুলে থাকা প্রত্যাশার শীকর/হতাশার আঁজলায় চুমুক/গোটা অস্তিত্ব ধরে ঝাঁকি দেয় অনিশ্চয়তার অবয়ব

অসাধারণ লাগল। পাঠে আনন্দ পেলাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছে ভাল লেগে থাকলে নিশ্চয়ই অতটা খারাপ লিখিনি? সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: বাহ ভাইয়ু!!!!!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ওয়াও আপু!!!!!! ছোট্ট মন্তব্যেই অনেক কিছু পেয়ে গেলাম। ভাল আর হাসিখুশি থেকে সবসময়। আবারও শুভকামনা।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই।
ভালো লাগলো খুব।

শুভকামনা আপনার জন্য

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই। ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা জানবেন।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

প্রতিভাবান অলস বলেছেন: ভালো লাগলো +++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। প্লাসে আনন্দিত হলাম।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

ইরিবাসের রাত বলেছেন: এত সুন্দর লেখেন কিভাবে? ফ্যান হয়ে গেলাম!!!অসাধারন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্যটাও ফ্যান্টাস্টিক হয়েছে। আমিও আপনার লেখার মনোযোগী পাঠক হিসেবে থাকব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০১

সোহানী বলেছেন: অনেক ভালো লাগলো.........

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্যে অনেক অনেক ভাললাগা। ভাল আর সুন্দর থাকুন। শুভকামনা সবসময়। ধন্যবাদ আপু।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৩

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে তো!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভকামনা সবসময়। ভাল থাকুস।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন: সকালের নাস্তা হলো আজ আপনার কবিতা; খাইনি আবৃত্তি করার চেষ্টা করেছি। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার নাস্তায় আমিও মনে মনে সামিল হলাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর কবিতা +। খুব ভালো লাগলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ভালোলাগায় অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে+++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কমেন্টের জন্য একরাশ শুভেচ্ছা। ভাল থাকুন।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

জাহিদ অনিক বলেছেন:



অস্তিত্বের হাঁসফাঁস
শিরোনামসহ গোটা কবিতাটাই খুব সুন্দর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কমেন্টটাও খুবই সুন্দর। শুভকামনা জানবেন।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: ওভারঅল বেস্ট!

কিন্তু কয়েকটা কনট্রাডিকশনও পেলাম যেমন সময়ের স্তনবৃন্তে ল্যাম্পপোস্ট হয়ে গেথে থাকা আবার একই কবিতায় খড়কুটার মতো সময়ের স্রোতে ভেসে যাওয়া!!! ( ব্যাখ্যার দাবি জানাচ্ছি)!

কবিতায় ব্যবহৃত লিটেরেরি টার্ম গুলো বেশ ছিলো, শুভ্র ভাই সেগুলো অলরেডি মেনশন করেছেন!!


কবিতায় ++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে মেয়াবাই! আপনি এতদিন পর? এত মনোযোগ দিয়ে অধমের বকোয়াস পড়েছেন জেনে একটু গর্বের ভাব এসে গেল। ;)
কনট্রাডিকশন না থাকলে তো আপনার এত সুন্দর মন্তব্যও পাওয়া হত না। যাক, সময়ের বিবর্তন বলে একটা কথা আছে। সময়ের বিবর্তনেই অবস্থানটাও পরিবর্তিত হয়েছে। আসলে শেষ তিন প্যারা পরে যোগ করা হয়েছে। তাই আপনার কাছে হয়ত পরস্পরবিরোধী মনে হয়ে থাকবে।

সুন্দর মন্তব্যের জন্য একটা স্পেশাল থ্যাংকস মেয়াবাই! ;)

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ওমেরা বলেছেন: কবিতা বেশ উন্নত মানের মনে হল ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: উন্নত-টুন্নত কিছু না, মনের খেয়ালে এলোমেলো শব্দের জড়াজড়ি। আপনি পড়ে মন্তব্য করেছেন তাতেই অনেক খুশি। আন্তরিকতার সাথে ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাল থাকুন সবসময়।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ!!!!
আপনাকে তো এমন আগে পড়িনি !!!!
বেশ জমজমাট হাঁসফাঁস যাই হোক ।

শুভ কামনা মিঃবেস্ট।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কামনা যার সর্বসময় শুভই থাকে জানি
তাইতো তাঁকে নিজের প্রিয় আপু বলেই মানি।

অসংখ্য ধন্যবাদ আপু।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: সম্রাট ইজ বেস্ট ,





এই অনিশ্চয়তার অবয়বেও বেআব্রু অস্তিত্বকে নিয়েই আমাদের যতো ভাবনা । হাঁসফাঁস যে করতেই হয় ।
বক্তব্যে দ্বৈততা আছে বিলিয়ার রহমান যেমনটা বলতে চেয়েছেন । যদিও সময়ের বিবর্তনেই অবস্থানটাও পরিবর্তিত হয়েছে বলেছেন আপনি । সেক্ষেত্রে পরিবর্তিত অবস্থাটার ইঙ্গিত থাকলে ভালো হতো ।
তবে কিছু কিছু রূপকল্পের সাথে সবটা মিলিয়ে ভালোই হয়েছে কবিতা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। বিলি ভাই আর আপনি সঠিক পয়েন্টই তুলে ধরেছেন আর উত্তরটাও আমি আগে দিয়েছি। তবে আপনার কথা ঠিক। পরিবর্তিত অবস্থাটার ইঙ্গিত থাকলে ভাল হত। সামনে যদি কিছু লেখার সৌভাগ্য হয় তবে এ ব্যাপারটা খেয়াল রাখার চেষ্টা করব।

আপনাকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাল থাকুন।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা। কবিতার গভীরতা আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ শাহাদাৎ ভাই। শুভকামনা।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪২

সুমন কর বলেছেন: হুম, সুন্দর হয়েছে। প্রথমে একটু কঠিন কঠিন লাগছিল, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে...... ;)
+।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে পেয়ে আমারও ভাল লাগল সুমনদা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৭

মলাসইলমুইনা বলেছেন: না পাবার, হতাশার, বিরহী বর্ণনার মধ্যেও মাঝে মাঝে লুকোনো হিসেবহীন অনেক মণিমুক্তোর সুখ পাওয়া হয়ে যায়,যেমন এ কবিতা পড়ে হলো | ম্যাজিস্টিক !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই প্রশংসাপূর্ণ আর প্রেরণাদায়ক। মানুষকে আপন করে নিয়ে সুন্দর মন্তব্যদানে আপনার জুড়ি মেলা ভার। সবসময় ভাল আর সুখী থাকুন ভাই। অসংখ্য ধন্যবাদ।

২০| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন কবিতা পড়ার খোঁজে এসেছিলাম !!! :)

০২ রা মার্চ, ২০১৮ রাত ১২:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার পরম সৌভাগ্য! অধমের কথা স্মরণ করার জন্য ধন্যবাদ। আলসেমি করে লেখা থেকে একটু দূরে আছি। অচিরেই অখাদ্য গেলার সুযোগ পাবেন আশা করি। :)

২১| ০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:৩৬

নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ২:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। শুভকামনা জানবেন।

২২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:



প্রচন্ড হতাশার চিত্র; সমস্ত শক্তি দিয়ে নিজকেই হতাশার অবসান ঘটাতে হবে; কোন স্বর্গীয় আলোক বর্তিকা পথ দেখাবে না

০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে ভাই। নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: আছেন ???

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আছি তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.