নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

ঈর্ষা

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

আমি যাকে মনে মনে বন্ধু ভেবে এসেছি সে যদি হঠাৎ তার আরেকজন পরিচিতের সাথে একটু প্রাণখুলে হাসিখুশিভাবে একটু দুষ্টুমিপূর্ণ কথা বলে তাহলে আমার মনে ঈর্ষা জাগে কেন? অথচ জাস্ট দু'একটা কথা বলেছে মাত্র অন্য কিছু নয়, তাতেই আমার মনে ঈর্ষার উদ্রেক হচ্ছে। আর সেজন্য আমি আমার বন্ধুকেও এড়িয়ে চলছি আর তাকে মনে মনে দোষী সাব্যস্ত করছি। এতে করে যে বন্ধু কষ্ট পাচ্ছে সেটারও আমি পরোয়া করছি না। আমি নিজেও কিছু না করে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকছি। এখন আমার কী করা উচিত? এমন নয় তো যে আমি এতদিন যাকে বন্ধুত্বের আশ্বাস দিয়ে আমার সাথে চলার জন্য পরোক্ষভাবে উৎসাহ দিয়ে এসেছি সে আসলে আমার বন্ধু হওয়ার উপযুক্ত নয়? আমি তাকে শুধু শুধুই নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছি? আমার কি তাহলে এ ব্যাপারে নিজেকে এবং নিজের মনকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেয়া উচিত নয় যে আমি তাকে ভবিষ্যতে বন্ধু হিসেবে গ্রহণ করব কি করব না এবং তাকে কি স্পষ্টভাবে এটা জানিয়ে দেয়া উচিত নয়?

বড়ই দোটানায় আছি।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নীলপরি বলেছেন: এটা বাস্তব হলে সরাসরি আলোচনা করা ভালো ।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



যেখানে যোগ বিয়োগের প্রশ্ন এসেছে মনে, সেখানে বন্ধুত্ব ছিলো না

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, ব্যাপারটা আসলে তেমন নয়। কেউ কেউ সামান্যতেই ভুল বুঝে। আর কেন যেন আমি কারও সাথে বন্ধুত্ব ঠিক রাখতে পারি না। কী আর করব? আমার ভাগ্যটা মনে হয় এমনই।

৩| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: হুম, আলোচনা করে সব ঠিক করে নেয়া যেতে পারে....

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আলোচনাই উত্তম পন্থা। আমিও তাই বলি। ধন্যবাদ সুমনদা।

৪| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজী ভাইয়ের সাথে একমত। প্রকৃত বন্ধু হলে যোগ বিয়োগের কথা আসত না। হয়তো বন্ধুত্বর চেয়ে বেশী কিছু ছিল...

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বন্ধুত্বর চেয়ে বেশী কিছু ছিল...

কে জানে? আমি তো এখনও বুঝতেই পারলাম না।

৫| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: তাকে বাদ দিয়ে দেন।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত অল্পতেই? না ভাই, তবে সে যদি বাদ দিয়ে দেয় তাহলে আমার আর কী করার আছে?

৬| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০০

জাহিদ অনিক বলেছেন:


এইটুকু ঈর্ষা থাকা ভালো, থাকুক না ! এটা একটা কিছুর বহিঃপ্রকাশ

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও তা বুঝতে পারি। কিন্তু বন্ধুত্বের মধ্যে পরস্পর বিশ্বাস থাকাটাও তো জরুরী।
ধন্যবাদ ভাই।

৭| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমিও কিন্তু আপনার বন্ধু!! ;)

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কি আরেকজন পরিচিতের সাথে একটু প্রাণখুলে হাসিখুশিভাবে একটু দুষ্টুমিপূর্ণ কথা বলেছেন? :P

৮| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: আমি আবার এত প্যাচগুছ বুঝি না ।আমি আবার সোজা মানুষ।

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি তো ঠ্যঠা। প্যাঁচঘোঁচ বোঝার অবস্থাই নেই। =p~

৯| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: আলোচনায় সব ঠিক হয়ে যাবে।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.