নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

পারল না বাংলাদেশ

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৫


পারল না বাংলাদেশ। মনটা খারাপ হয়ে গেল। অনভিজ্ঞতার খেসারত দিল মনে হয়। ভারতের অভিজ্ঞতার কাছেই মার খেয়ে গেল। তারপরও শুভকামনা টাইগারদের জন্য। আশা করি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে নিজেদেরকে আরও শাণিত করে নিয়ে পরের ম্যাচগুলোতে ভাল ফলাফল করবে। প্রকৃত বীরের মত লড়াই করার জন্য অভিনন্দন টাইগার বাহিনী!

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৩

নীল মনি বলেছেন: একটা বল সব হিসেব বদলে দেয়। :(

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেষ বলে চার হলেও একটা আশা থাকত। সুপার ওভারের খেলায় অন্যরকম কিছু হতেও পারত কিন্তু কী আর করা! কপালে না থাকলে হবে কিভাবে?

২| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৫

নীল মনি বলেছেন: আপনার বাড়ি বেড়াতে এসেছি, মন খারাপ করে থাকলে চলবে না।চা হলে মন্দ হত না।যাইহোক বাংলাদেশ অনেক ভালো খেলেছে।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: না, মন খারাপ হলেও যেহেতু কিছু করার নেই তাই ও নিয়ে আর ভাবছি না। আমার বাড়িতে বেড়াতে এসেছেন দেখে খুব ভাল লাগল। আর প্রথম প্রথম আমার বাড়িতে এসেছেন তাই শুধু চা খাইয়ে আপনাকে বিদায় করার ইচ্ছে নেই। তারচেয়ে ওটা পাওনা থাক। তাহলে আপনার সাথে হয়ত বারবার দেখা হবে। (কানে কানে বলি- আসলে আমি চা বানাতে পারি না)। :`>

৩| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


কার্তিক নেমে ছক্কা মারার পর, বোলিং'এ আরো মনোযোগের দরকার ছিলো।
যাক, যা হয়েছে, সেটাও ভালো

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেষ বলটা ইয়র্কার দেয়ার চেষ্টা করা যেত। যাকগে, যা হয়নি তা নিয়ে আর আফসোস করে লাভ নেই। হারলেও ভারতীয়দের হার্টের যে দফা রফা করে দিয়েছে এতেই খুশি।

৪| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: নাগিন নাচটা খুব মিস করলাম । :| /:)

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক বলেছেন। তবে আশাভঙ্গ হলেও সামনে ইনশাআল্লাহ প্রাণভরে দেখার সুযোগ পাবেন। এটাই শেষ নয়।

৫| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাগ্যের কাছে হেরে গেছে। আমার শেষ বলে ছয় মেরে কেউ জিততে পারবে না।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। আপনি আগে বললে পাপন সাহেবকে বলে আপনাকে একাদশের অন্তর্ভুক্ত করা যেত। :) ধন্যবাদ সেলিম ভাই।

৬| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: দীনেশ কার্তিক !

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, দীনেশ কার্তিক মনে হয় জীবনের সেরা ইনিংসটা খেলল।

৭| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যাক, এবার খালেদার মামলা নিয়ে কথা বলা যাবে। নাহলে তো প্রথম আলোর জ্বালায় দেশের সব সমস্যা ভেতরের পাতায় চলে যেত।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম আলোর আবেগ আর উচ্ছ্বাসটা একটু বেশি। এতে দোষের কিছু নেই।

৮| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০২

নীল মনি বলেছেন: হিহিহি থাক বানাতে হবে না :)। আমি বানাব ভাবছি।তারপর সেই চা নিয়ে বারান্দায় গিয়ে বসে থাকব।চা য়ে বাতাস মিশবে তারপর পান করব।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একা একা চায়ের স্বাদ-গন্ধ উপভোগ করবেন? চায়ে বাতাস মেশানোর আইডিয়া কোথায় পেলেন? আমি কিন্তু চা একেবারে বানাতে পারি না তা নয়, আসলে আমার চা সেদ্ধ হয় না; খেতে গেলে দাঁতে কেমন শক্ত শক্ত লাগে। =p~

৯| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৯

আলআমিন১২৩ বলেছেন: যা হয়নি তা নিয়ে আর আফসোস করে লাভ নেই। হারলেও ভারতীয়দের হার্টের যে দফা রফা করে দিয়েছে এতেই খুশি। সহমত।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইউ আর ওয়েলকাম!

১০| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: প্রথম আলোর আবেগ আর উচ্ছ্বাসটা একটু বেশি। এতে দোষের কিছু নেই।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক বলেছেন রাজীব ভাই।

১১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৬

বারিধারা ৩ বলেছেন: মোটেও অভিজ্ঞতার কাছে মার খায়নি। এইরকম পরিস্থিতিতে আফগানিস্তানও জয় হাতছাড়া করত না।

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা শিওর হয়ে বলা যাবে না। যেমন শ্রীলংকাও এভাবেই বাংলাদেশের কাছে হেরেছে। তাই কোন দলের ব্যাপারেই শতভাগ গ্যারান্টি দেয়া যাবে না।

১২| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১১

ভুয়া মফিজ বলেছেন: কোন ব্যাপার না। ইনশা আল্লাহ ভবিষ্যতে হবে। সবুরে মেওয়া ফলে!!!

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবুরে মেওয়া ফলে। সবুর তো করছিই ভাই কিন্তু মেওয়া যে কবে ফলবে?

১৩| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

ভুয়া মফিজ বলেছেন: সবুর তো করছিই ভাই কিন্তু মেওয়া যে কবে ফলবে? ধৈর্যধারন করতে হবে। আল্লাহ ধৈর্যধারনকারীকে পছন্দ করে। দেখলেন না শ্রীলংকার সাথে কিভাবে জিতে ফাইনালে আসলাম!!!
ধৈর্যধারন করে যা পাওয়া যায় তার মুল্য অনেক :)

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঠিক আছে ভাই। আবারও আশায় বুক বাঁধলাম। দেখি সুখবর আসে কিনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

ওমেরা বলেছেন: সব সময় জিতলে কি জেতার মজা থাকবে !! তাই মাঝে মাঝে হাড়তে ও হবে।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জেতার মজা আর পাওয়া যাচ্ছে কই? নিদেনপক্ষে একটা বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালের শিরোপা জিততে পারলেও মনটাকে বুঝ দেয়া যেত। কিন্তু কেন যেন তীরের কাছে এসেই তরী ডুবে যাচ্ছে্। তারপরও মনটাকে এই বলে সান্ত্বনা দিলাম যে, আমাদের ছেলেরা খারাপ খেলেনি। প্রতিপক্ষের হৃদপিন্ডের গতি থামিয়ে দিয়েছিল প্রায়। আরেকটু হলেই পুরো ভারতজুড়ে হার্টঅ্যাটাকের মহামারি ছড়িয়ে পড়ত। ;)

১৫| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: যদি একজনকে দোষ দিতে বলেন; আমি দেব, রুবেলকে............

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসলে কেউ চায় না যে ওর নিজের কারণে দল হেরে যাক। তারপরও কখনও কখনও একান্ত অনিচ্ছাসত্ত্বেও এমনটা হয়ে যায়। শুনলাম রুবেল নাকি ক্ষমাও চেয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.