নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

সামুতে একসাথে সর্বোচ্চ সংখ্যক ব্লগার

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৯

সামুতে অতীতে একই সাথে সর্বোচ্চ কতজন ব্লগার লগইন অবস্থায় ছিলেন তা আমার জানা নেই। কিন্তু আজ দুপুর ২.৫৭ তে ১০৪ জন ব্লগারকে লগইন অবস্থায় দেখতে পেলাম। যা আমার মাস চারেকের নিয়মিত ব্লগজীবনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ব্লগারের অংশগ্রহণ বলে মনে হচ্ছে। কোথাও মনে হয় দেখেছিলাম সামুর রেজিস্টারড্ ব্লগারের সংখ্যা লাখ দুয়েক। হয়ত সবাই এখন সক্রিয় নেই। তারপরও অনেক পুরনো ব্লগার মাঝেমধ্যে সামুতে ঠিকই উঁকি দিচ্ছেন বলে মনে করি। আর তারই প্রতিফলন দেখা গেল আজ দুপুরে।

১০৪ জন ব্লগার :




মন্তব্য ৫০ টি রেটিং +১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ তে এক সংগে ৫০০ উপরে দেখা যেত।
সে সময় এই ব্লগটি মাত করে রাখতো।

আশাকরি সামনে সেদিন আবার আসবে।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাই নাকি! তাহলে তো বলতে হয় সেটা ব্লগিংয়ের স্বর্ণযুগ ছিল! এখন তো ১০০ প্লাস দেখা পাওয়াই মুশকিল।

২| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। একসাথে এতো জন ব্লগার লগইন অবস্থায় আমিও দেখিনি।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অন্তত আমার চোখে পড়েনি।

৩| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫

কাছের-মানুষ বলেছেন: সংখ্যাটা আরো বেশী আশা করেছিলাম আমি।
যাইহোক সামনে বাড়বে এই আশা করতেই পারি। ব্লগ সম্পর্কে মানুষের নেতিবাচক চিন্তা এখনও আছে, এগুলো কেটে যাচ্ছে আসতে আসতে।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কয়েক মাসের মধ্যে আমার চোখে এটাই সর্বোচ্চ সংখ্যক বলে মনে হল। হ্যাঁ, নেতিবাচক ধারণাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আশা করি পুরনোরা আবার ফিরে আসবেন।

৪| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইস! আমি মিস করেছি।

তবে দুপুরে ৮-১০ জন নতুন নিক দেখলাম। তাহলে ওদের জন্যই ব্লগারের সেন্চুরি হয়েছে।

ব্লগের সুদিন ফিরে আসুক।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগারের সেঞ্চুরির এখন কালেভদ্রে দেখা মেলে। আজ সেটাই হয়েছে। ব্লগের সুদিন আবারও ফিরে আসুক।

৫| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: মানুষ কিভাবে ব্লগবিরোধি হয় কে জানে! সবে আড়াইদিন এসেই ব্লগের প্রেমে পড়ে গেছি।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগবিরোধী হওয়ার কারণ এখন হয়ত নেই তবে আগে ছিল। বিশেষ করে আস্তিক-নাস্তিক দ্বন্দ্বে ব্লগের পরিবেশ একেবারে যাচ্ছেতাই ছিল। তবে আশার কথা হল ব্লগের পরিবেশ এখন অনেক ভাল। তাই অনেক পুরনোরা উঁকিঝুঁকি দিয়ে দেখছেন।

৬| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমিতো ৯০ এর উপর দেখিনি।
২০১৩ তে অনেক দেখাতো, কিন্তু আমার মনে হয় ওটা হত কাউন্টং প্রবলেমের জন্য।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও গত কয়েকমাসে একসাথে এতজনকে লগইন করতে দেখিনি। পুরনোদের ফিরে আসার ইঙ্গিত মনে হচ্ছে।

৭| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্রাট ভাই, সামু অনেক ব্লগারকে সেফ করছে না। যদিও ওদের লেখা ভাল। কেউ কেউ তো বলছে ব্লগেই আসবে না।
কী করা যায় বলুন তো?

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার জানামতে এখন অনেক ব্লগারই খুব তাড়াতাড়ি সেফ হচ্ছেন। কাভা (কাল্পনিক_ভালোবাসা) ভাইয়ের একটি পোস্ট বেশ কিছুদিন ধরে স্টিকি ছিল। সেখানে ব্লগারদের যে কোন সমস্যার কথা বললে খুব তাড়াতাড়ি সমাধান করে দেয়া হত। কাভা ভাইয়ের ব্লগ থেকে একবার ঘুরে আসুন। মনে হয় সমাধান হয়ে যাবে।

৮| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭

শফিউল আলম চৌধূরী বলেছেন: হে হে হে.... একটা সময় ছিলো যখন ৩০০ এর নিচে নামলে হাহাকার পড়ে যেতো যে আজকে ব্লগে মড়ক লাগছে...... নাই নাই নাই, হেদিন আর নাই :(

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যায় দিন ভাল আর আসে দিন খারাপ। আমার মনে হয় তখনকার দিনে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর একচেটিয়া আধিপত্য এখনকার মত অতটা ছিল না। তখন অনলাইনে লেখালেখির একমাত্র প্ল্যাটফর্ম ছিল ব্লগগুলো। কিন্তু ফেসবুক আসার পর থেকে ব্লগের জৌলুস আস্তে আস্তে কমতে শুরু করে। তারপরও বর্তমানে ব্লগের অবস্থা অনেকটাই ভাল। মানুষজন ফেসবুকের গ্যাদারিংয়ে বিরক্ত হয়ে আবার ব্লগমুখী হতে শুরু করেছে।

৯| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া জেলে, মাহমুদুর রহমান নীরব, সময়টা ভালো; বাকী আছে মোল্লা শফি; উনাকে শেখ হাসিনা লালঘরে পাঠালে, পুরাতন অনেক ব্লগার ফেরত আসবেন। শেষ আবার কুইনাইন সারাবে কে?

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শফি সাহেবের ব্যাপারে শেখ হাসিনা অমন পদক্ষেপ কোনদিনই নেবেন না। বরং নিজের কার্যালয়ে সমাদর করে বসিয়ে কুশলাদিসহ এটা ওটা জিজ্ঞেস করবেন। আর এটা করাই তাঁর জন্য ভাল হবে।

১০| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২০

টারজান০০০০৭ বলেছেন: @চাঁদগাজী !

আল্লামা শফি সাহেব (দা. বা. ) সর্বজন শ্রদ্ধেয় আলেম ! ব্লগের ইয়ে উনি মারেন নাই ! ব্লগের ইয়ে মারিয়াছেন মডারেশন প্যানেল ! আবর্জনা পরিষ্কার না করিলে ব্লগতো বুড়িগঙ্গা হইবেই ! আর এহেন বুড়িগঙ্গাতে কেহ বাতাস খাইতে যাইবে না ! তাই ব্লগাররা অন্য নদীতে গিয়াছে বা নদীর অভাবে হাওয়া খাওয়াই বন্ধ করিয়া দিয়াছে !

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ টারজান০০০০৭।

১১| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:



ভালো খবর । সবাই ফিরে আসুক।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাঁ, সবাই ফিরে আসুক। ব্লগ আবার জমজমাট হয়ে উঠুক।

১২| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯

শায়মা বলেছেন: ৫০০ এর উপরেও দেখা যেত এক সময়!

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিজনদাও তো তাই বললেন। তারমানে তখন ব্লগিংয়ের মজাও ছিল অন্যরকম। পুরনোদের মধ্যে তো মনে হয় তুমিও একজন আপুনি?

১৩| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

ওমেরা বলেছেন: আমি তো কবে যেন ১০৯ দেখেঁচিলাম !

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কতদিন আগে? আমি তো কয়েকমাস ধরে নিয়মিত হয়েছি। এর মধ্যে কোনদিন ১০০ ছাড়িয়েছে বলে মনে পড়ছে না।

১৪| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

ean25 বলেছেন: হেহেহে একসময় সামু আমার হোমপেজের মতো ছিলো ২০১০ এর আমলে।কিন্ত ২০১৩ থেকে পুরা পতন ।।মডুদের জ্বালায় অনেক ব্লগার ভাগসে,মডুরা বেশীই দলকানা হয়ে গেসিলো।আগে বিভিন্ন গ্রুপের ক্যাচাল লেগেই থাকতো কিন্ত এই ক্যাচালের মজায় অনেকে আসতো।পরে এসে দেখি সবাই একি জাতের ফুলকপি, বিরোধী মত নাই, আগের মতো ভালো কোন গল্প, রুপকথা নাই ,আর ফেসবুক গ্রুপ আর পেজের উত্থান ও সামুরে ডুবায়ে দিসে। ভাই কি জানেন একসময় মাইনাস বাটন ছিলো সামুতে? মডুরা যাতে নিজেদের পেয়ারা লোক পচানি না খায় এজন্য ডেভু দিয়া মাইনাচ বাটন উড়ায়া দিসে।
এহন সামুতে আর মজা পাইনা।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ean25 বলেছেন: আগে বিভিন্ন গ্রুপের ক্যাচাল লেগেই থাকতো কিন্ত এই ক্যাচালের মজায় অনেকে আসতো।


ঠিক বলেছেন। আগে ক্যাচাল ছিল একেবারে অসহ্যরকমের। আর সেজন্যই আমি চার বছর আগে নিক খুলেও মাত্রাতিরিক্ত ক্যাচালের কারণে ব্লগ ছেড়ে দিয়েছিলাম। যুক্তিপূর্ণ ক্যাচালে কোন সমস্যা নেই। তবে ধর্ম নিয়ে ক্যাচালটা আসলেই বদহজমের কারণ ছিল। ধর্ম হচ্ছে যার যার আবেগের জায়গা। আর কারও আবেগ নিয়ে খোঁচাখুঁচি করলে সেটা তার সহ্য না হওয়ারই কথা। কেউ ধর্ম মানতে না চাইলে কিছু বলার নেই কিন্তু আরেকজনের আবেগের জিনিস নিয়ে কটাক্ষ করাটা আসলেই নিন্দনীয়। আর ধর্ম নিয়ে ক্যাচাল ইহজনমে শেষ হবে বলেও মনে হয় না। তাই ও পথ না মাড়ানোই ভাল।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

জোকস বলেছেন: আমার দেখা একদিন ২ জন আর ভিজিটর ৩ জন :-B

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গিনেস রেকর্ড! :)

১৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৫

ভুয়া মফিজ বলেছেন: যতোদুর মনে পড়ে, আমি সর্বোচ্চ দেখেছি ৮৭ জন। ১০০ এর উপরে যাওয়া তো বিরাট ব্যাপার এখন!

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সত্যিই তাই। এখন ১০০ জন ব্লগারকে একসাথে পাওয়া সত্যিই আশ্চর্যের!

১৭| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

আখেনাটেন বলেছেন: ভালো লক্ষণ।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অবশ্যই।

১৮| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য কথন কেহ কহে না!!!!

অনির্বচাতি স্বৈরাচারের দমন পীড়নের কারণে মানুসৈর মত প্রকাশ সীমিত হয়ে পড়েছে!
তাই এই শূন্যতা! অথবা কবি ও কাব্যের ব্যাপক চর্চা! ;)

এই স্ক্রীন শটেই দেখূন ভিজিটর মুেড আছেন ২৩০৪ জন! মানে কি? বোঝেন কিছূ!
তারা সামুর প্রেমেই আছে বাট- বাক স্বাধীনতার তেরটা বেজে যাওয়ায় সক্রিয় অংশগ্রহন কম।

@ চাঁদজাগীর মতো ওয়ান আইড চশমায় দেখলে ভিন্ন কথা :P

এখন মত প্রকাশ মানেই আওয়ামীলীগের গুনগান গাইতে হবে! জাতীয় প্রেসক্লাবের সামনে আগে কত দল মত ব্যানার
কত ভিন্নরকম মুক্ত আলোচনা হতো! এখন! স্মশান
আর যদি বা অবস্থান কেউ করতে পারে- তারা পিকে তত্বে এক গালে হাসিনা আরেক গালে মুজিব লাগিয়েই বসে!
২-৪ দিন একক দলান্ধ কীর্তন করে তাদের দাবী দাওয়া ভিক্ষা চায়! নয়তো চলে যায়!

সামুতে দেশেরই একটা আয়না। তাতে বাস্তব বর্তমানেরই ছায়া পড়ছে!


২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কথাতেও যুক্তি আছে।

১৯| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেই স্বর্ণ যুগে আমিও ছিলাম।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এখন তো ভাই কলিযুগ। সেই যুগের কথা মনে করে আর লাভ কী? :)

২০| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: আশা করি আবার ব্লগে সুদিন ফিরে আসবে ।

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও আশা করি। আবার ফিরে আসুক ব্লগের সুদিন।

২১| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫২

নীল মনি বলেছেন: বাপ্রে মানুষ জন কত্ত খেয়াল রাখে

২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নেই কাজ তো খই ভাজ। অনেকটা সেরকম আর কি। :)

২২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৭

নীল মনি বলেছেন: আমি ভেবেছিলাম আপনি বলবেন তখন অনলাইনে আমাকেও দেখেছেন।আজ সর্বোচ্চ সময় সামুতে।নীল মনি এখন সামুতে ঘুরে বেড়াবে ইন শা আল্লাহ।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি সব ব্লগারের নামের তালিকার স্ক্রীনশটও নিয়েছিলাম। কিন্তু ছবি আকারে ব্লগে দিতে পারিনি। লম্বা তালিকায় নামগুলো খুব ছোট দেখায়। তাই দিইনি। আপনি তখন ছিলেন কিনা আমি বলতে পারছি না। কাল হয়ত পিসিতে দেখে কনফার্ম করতে পারব। আর আপনি সামুতে ঘুরে বেড়ান, এ ডাল থেকে ও ডালে উড়ে উড়ে চলুন সেটা আমাদের জন্য নিশ্চয়ই আনন্দের হবে। ইউ আর ওয়েলকাম।

২৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:১০

নীল মনি বলেছেন: আচ্ছা আমি আমি উড়ব আর আপনি দেখবেন, কেমন :)

২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি চোখ বন্ধ করে রাখতে বললে আমি দেখব না তবে যদি চোখের সামনে দেখার মত কিছু থাকে যা চোখের জন্য মনোমুগ্ধকর তাহলে তো চোখকে বঞ্চিত করা ঠিক হবে না। :)

২৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৮

নীল মনি বলেছেন: ওরে বাপ্রে মাথার উপর দিয়ে গেল।ঘুমাতে গেলাম। আসি। শুভ রাত্রি :)

২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুভ রাত্রি! হ্যাপি স্লিপিং!!

২৫| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১১

কালীদাস বলেছেন: আমি যখন ব্লগিং শুরু করি তখন পাঁচ/ছয়শও দেখা যেত প্রায়ই। এটা সিসটেমের কোন ফল্ট না, ব্লগ আগে একেবারেই অন্যরকম ছিল; অনেক প্রাণবন্ত ছিল। এখন দেখবেন প্রচুর অফলাইন ভিজিটর লগডইনের তুলনায়, এই গ্যাপটা আমার মনে হয়না এতটা ছিল আগে।

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরও কয়েকজনের ভাষ্য একই। তারমানে ব্লগের অবস্থা তখন রমরমা ছিল। আর এখন শতাধিক ব্লগারকে একসাথে পাওয়া খুবই বিরল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.