নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই মানুষ

সম্রাট ইজ বেস্ট

নিঃশব্দ সময় পেরিয়েছে ধাপে ধাপে মৌনতায়, কালে কালে কেটে গেছে অযুত নিকষ প্রহর; আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নিযুত স্পর্শের ঘ্রাণ, প্রতিদিন চুপিসারে বয়ে চলে বুকের ভেতর৷

সম্রাট ইজ বেস্ট › বিস্তারিত পোস্টঃ

হাতে রাখো হাত

২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৯

কত দিন কত রাত তোমার জন্য অপেক্ষায়
ক্লান্তিতে বুজে গেছে নির্নিমেষ চোখের পাতা,
এত দিন এত রাতের হিসেব করতে করতে
হাতও নিশ্চল হয়ে গেছে;
সংখ্যাটা বের করা হয়ে ওঠেনি।

তোমাকে ভেবে ভেবে অথর্ব হয়ে গেছে মন
অপেক্ষার এত দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে,
জড় পদার্থের মত স্থবির হয়েছে হাজারও বার...
বিশ্বাসঘাতকতা করতে চেয়েছে ধৈর্যের বাঁধ
বারবার ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল;
কিন্তু তোমাকে পাওয়ার উদগ্র নেশার কাছে
হার মেনেছে সব ক্লান্তি আর জড়তা।

এখনও রাতের পর রাত খোলাচোখে
কেটে যায় প্রহরের পর প্রহর..
দৃষ্টিহীন পাথরচোখে আঁকি মৌনতার অবয়ব;
মনে হয় খোলা জানালাপথে ভেসে আসে
রাতের স্বচ্ছতার মত তোমার নিষ্কলুষ স্পর্শ...
মনে চায় শরীরের পরতে পরতে
জড়িয়ে নিয়ে পরম নিশ্চিন্তে,
আলতো বাতাসের মত বুলিয়ে দিয়ে যাই ভালবাসার পরশ
তোমার অধরোষ্ঠে।

শুধু একবার
পরম বিশ্বস্ততায় ধরা দাও
মনের গহীনে নির্মিত ভালবাসার রাজপ্রাসাদে..
এসো রাতের নিস্তব্ধতার মত চুপিসারে
দখিনা হাওয়ায় ডানা মেলে,
চোখে চোখ রেখে
হাতে রাখো হাত।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


এক সময় জীবন ও ভালোবাসাকে অনুভব করতে হবে, না হয় ঠিকানাহীন পথিকের মতো এই যাত্রার শেষ হবে না; কবিতা ভালো লেগেছে।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার কাছে ভালোলাগা মানে বিরাট কিছু। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩০

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ সঞ্জীব ব্যানার্জী। ভাল থাকুন।

৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ২:০৭

ওমেরা বলেছেন: শেষের লাইন কয়টা বেশ ভাল হয়েছে।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুঝলাম, প্রথম লাইন কয়টা ভাল হয়নি। :( সবসময় তো আর সবার ভাল লাগবে না। তারপরও মন্তব্য করেছেন সেজন্য ধন্যবাদ।

৪| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: আহারে!!! কবিতা পড়ে দুঃখ পাইলম।। :-B

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুঃখ দিতে চাইনি ভাই। সরি!! :((

৫| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

শিখা রহমান বলেছেন: আপনি অপেক্ষার কবি। অপেক্ষা একধরনের অঙ্ক আর সবচেয়ে কঠিন অঙ্ক ভালোবাসা।

এই কবিতাটা ঘোর তৈরী করে। অপেক্ষা করার ইচ্ছে তৈরী করে। নেশা ধরানোর জন্য ধন্যবাদ।

বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা কবিসম্রাট। মাতাল পাঠকের একরাশ ভালোলাগা আর মুগ্ধতা থাকলো। শুভকামনা।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার জন্যও অশেষ শুভকামনা। ভাল থাকুন।

৬| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না...........

ভালো হয়েছে। +।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ সুমনদা। ভাল থাকুন।

৭| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৮| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় না পাওয়ার আক্ষেপ ফুটে উঠেছে।

২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আক্ষেপ তো কমবেশি থাকেই, তাই নয় কি?
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৯| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

জাহিদ অনিক বলেছেন:

শুধু একবার হাতে রাখো হাত- বিশ্ব পাড়ি দিব- জয় করে ফেলব আকাশ পাতাল !
ভালোবাসা যেন সত্যিই ঐশ্বরিক

২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালবাসা অবশ্যই ঐশ্বরিক। ভালবাসা ছাড়া জীবনটাই তো অচল।
অনেক ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.